আজকে আমাদের আলোচনার বিষয় স্টার ডেল্টা রূপান্তর অনুশীলনী ৪
স্টার ডেল্টা রূপান্তর অনুশীলনী ৪
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
১। স্টার-ডেস্টা রূপান্তরের প্রয়োজন কেন ?
উত্তর :- অধিক সংখ্যক শাখা ও জটিল সার্কিট সমাধান করার জন্য।
২। স্টার সংযোগের যে-কোনো বাহুর রেজিস্ট্যান্স-এর মান বের করার নিয়ম লেখ।
উত্তর :- স্টার সংযোগের যে-কোনো বাহু = ডেন্টা সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল / ডেল্টার বাহুত্রয়ের যোগফল
৩। স্টারে সংযুক্ত প্রতিটি রোধের মান R2 হলে ডেষ্টায় এর মান কত হবে?
উত্তর :- স্টারে সংযুক্ত প্রতিটি রোধের মান RΩ
ডেল্টায় সংযুক্ত প্রতিটি রোধের মান
= R2 + R2 + R2 / R
=3R2 / R
=3R
8। স্টার সংযোগ কী?
উত্তর :- তিনটি রোধের তিনটি প্রান্ত যখন একটি পয়েন্টের সাথে সংযুক্ত থাকে এবং বাকি তিনটি প্রান্ত তিনটি লাইন ব লিডের সাথে সংযোগের জন্য বের করা হয়, তখন তাকে স্টার সংযোগ বলে।
৫। X, Y ও Z এই তিনটি রোধ স্টারে সংযুক্ত আছে। এগুলোকে ডেল্টাতে সংযুক্ত করলে পরবর্তীতে যে তিনটি মান পাওয়া যায়, ঐগুলোর সূত্র লেখ।
উত্তর :-
A = XY + YZ + ZX / X
B = XY + YZ + ZX / Y
C = XY + YZ + ZX / Z
৬। ডেল্টায় সংযুক্ত প্রতিটি রোধের মান RO হলে সমতুল্য স্টার-এ প্রতিটি রোধের মান কত হবে ?
উত্তর :- ডেল্টায় সংযুক্ত প্রতিটি রোধের মান RS2 হলে সমতুল্য স্টার-এ প্রতিটি রোধের মান—
৭। স্টারে সংযুক্ত একটি লোডের প্রতিটি রোধের মান 1 ওহম হলে ডেল্টায় সমতুল্য রোধের মান কত হবে ?
উত্তর :- স্টারে সংযুক্ত প্রতিটি রোধের মান = 1
ডেল্টায় সংযুক্ত প্রতিটি
রোধের মান = ( 1 x 1) + ( 1 x 1) + ( 1 x 1) / 1 = 3
৮। ডেল্টা হতে স্টারে রূপান্তরিত করার নিয়মটি লেখ।
উত্তর :- কোনো একটি নির্দিষ্ট প্রান্তে সংযুক্ত ডেল্টা রেজিস্ট্যান্সদ্বয়ের গুণফলকে ডেল্টা রেজিস্ট্যান্সদ্বয়ের যোগফল দ্বারা ভাগ করলে ভাগফল উক্ত প্রান্তে সংযুক্ত সমতুল্য স্টার রেজিস্ট্যান্সের সমান হবে।
৯। স্টার হতে ডেল্টাতে রূপান্তরিত করার নিয়মটি লেখ।
উত্তর :- একসাথে দু’টি করে নিয়ে স্টার সংযুক্ত রেজিস্ট্যান্সগুলোর গুণফলের যোগফলকে বিপরীত বাহুর রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে ভাগফল ডেল্টা সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের সমান হবে।

১০। স্টার এবং ডেল্টা সংযোগের অপর নাম কী ?
উত্তর :- স্টার-মেশ বা R – [] সংযোগ।
১১। ডেল্টা সংযোগ বলতে কী বুঝায় ?
উত্তর :- তিনটি রোধের প্রতিটি রোধের শেষ প্রান্ত অন্য একটি রোধের প্রথম প্রান্তের সাথে সংযুক্ত থাকে, তাকে ডেল্টা সংযোগ বলে।
১২। ডেস্টায় সংযুক্ত প্রতিটি রোধের মান 3052 হলে স্টারে সংযুক্ত সমতুল্য রোধের মান কত ?
উত্তর :- ডেল্টায় সংযুক্ত প্রতিটি রোধের মান 30
স্টারে সমতুল্য রোধের মান,
আরও দেখুন :