বর্তনীর প্রকারভেদ ক্লাসটি পলিটেকনিক বেসিক ইলেক্ট্রিসিটি ৬৬৭১১ [Polytechnic Basic Electricity, 66711] কোর্সের অংশ | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical], ডিপ্লোমা ইন ইলেক্ট্রিসিটি [Diploma in Electronics] সহ বেশ কিছু টেকনোলোজির অংশ।
বর্তনীর প্রকারভেদ
বর্তনীকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।
- সিরিজ বর্তনী
- প্যারালাল বর্তনী
সিরিজ বর্তনী
সিরিজ বর্তনীতে তড়িৎ উপাদানগুলো পর পর সংযুক্ত থাকে। অর্থাৎ, একটি উপাদানের এক প্রান্ত থেকে পরবর্তী উপাদানের এক প্রান্ত সংযুক্ত থাকে। সিরিজ বর্তনীতে সবগুলো উপাদানের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়। সিরিজ বর্তনীর ক্ষেত্রে যেকোনো একটি উপাদান নষ্ট হলে বা বিচ্ছিন্ন হলে পুরো বর্তনী কাজ করবে না।
প্যারালাল বর্তনী
প্যারালাল বর্তনীতে তড়িৎ উপাদানগুলো এমনভাবে সংযুক্ত থাকে যে, প্রত্যেকটি উপাদানের এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্ত অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে। প্যারালাল বর্তনীতে প্রত্যেকটি উপাদানের মধ্য দিয়ে একই ভোল্টেজ প্রয়োগ করা হয়। প্যারালাল বর্তনীর ক্ষেত্রে যেকোনো একটি উপাদান নষ্ট হলে বা বিচ্ছিন্ন হলেও পুরো বর্তনী কাজ করবে।
বর্তনীতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সূত্রাবলী
- ওহমের সূত্র: V = IR
ওহমের সূত্রটি বলে যে, একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ তার মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজের সমানুপাতিক এবং তার রোধের বিপরীত সমানুপাতিক।
- জোলের সূত্র: Q = I^2Rt
জোলের সূত্রটি বলে যে, একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের কারণে তাপের পরিমাণ তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক এবং তার রোধ এবং সময়ের গুণফলের সমানুপাতিক।
- ক্যাপাসিটরের চার্জ সূত্র: Q = CV
ক্যাপাসিটরের চার্জ সূত্রটি বলে যে, একটি ক্যাপাসিটারে সঞ্চিত চার্জ তার ধারণক্ষমতার সমানুপাতিক এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক।
- ক্যাপাসিটরের ডিসচার্জ সূত্র: Q = CV^2/(2R)
ক্যাপাসিটরের ডিসচার্জ সূত্রটি বলে যে, একটি ক্যাপাসিটর ডিসচার্জ হওয়ার সময়, তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ তার ধারণক্ষমতার বর্গের সমানুপাতিক এবং তার রোধের বিপরীত সমানুপাতিক।
- কয়েলের প্রবাহ সূত্র: I = V/(Lω)
কয়েলের প্রবাহ সূত্রটি বলে যে, একটি কয়েলে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ তার মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজের সমানুপাতিক এবং তার আবেশের গুণফলের বিপরীত সমানুপাতিক।
- কয়েলের শক্তি সূত্র: W = 1/2LI^2
কয়েলের শক্তি সূত্রটি বলে যে, একটি কয়েলের মধ্যে সঞ্চিত শক্তি তার আবেশের গুণফল এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের বর্গের অর্ধেকের সমান।
বর্তনীর প্রকারভেদ নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ