চোক কয়েল ডিজাইন ও তৈরিকরণ এর ভূমিকা

আজকে আমাদের আলোচনার বিষয়- চোক কয়েল ডিজাইন ও তৈরিকরণ এর ভূমিকা।যা চোক কয়েল ডিজাইন ও তৈরিকরণ এর অন্তর্ভুক্ত।

চোক কয়েল ডিজাইন ও তৈরিকরণ এর ভূমিকা

 

চোক কয়েল ডিজাইন ও তৈরিকরণ এর ভূমিকা

 

ভূমিকা (Introduction) :

এ প্রজেক্টটি খুব সহজ। এর আগে আমরা একটি ইলেকট্রনিক্স চোক কয়েলের প্রজেক্ট করেছি। এবার একটি সাধারণ ইলেকট্রিক চোক কয়েল তৈরি করা শিখবো। এ প্রজেক্টটি প্রস্তুত করতে মূলত কোর ও কয়েল প্রয়োজন হয়। বাসাবাড়ি, অফিস-আদালত, দোকানপাটসহ বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের কয়েল ব্যবহৃত হয়ে থাকে।

বিভিন্ন প্রস্তুতকারকের ক্যাটালগ অথবা ম্যানুয়্যাল অধ্যয়ন (Study the different manufacturers catalogue or manuals) :

আমরা একটি ইলেকট্রিক “চোক কয়েল” তৈরির ক্ষেত্রে বিভিন্ন ম্যানুফেকচারিং কোম্পানির ক্যাটালগ অনুসরণ করতে পারি। আমাদের দেশে বিভিন্ন উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রয়েছে, যার থেকে আমরা সাহায্য নিতে পারি। এছাড়া ভারত, চীন, কোরিয়া, জাপান, জার্মান, ফিনল্যান্ডসহ বিভিন্ন বিদেশি কোম্পানির ক্যাটালগ বা ম্যানুয়্যাল ব্যবহার করতে পারি। ক্যাটালগ অথবা অন্য একটি সার্কিট সংগ্রহ করে পর্যবেক্ষণ করে নিতে পারি। যার ফলে পরবর্তীতে আমাদের কাজ করতে সহজ হবে এবং সার্কিটের ভুলত্রুটি ধরতে সুবিধা হবে।

সম্পূর্ণ কাজের ড্রয়িং এবং সার্কিট ডায়াগ্রামের নকশা (Sketch the detail working drawing and circuit diagram):

চোক কয়েল ডিজাইন ও তৈরিকরণ এর ভূমিকা

 

কোর ম্যাটেরিয়্যালস নির্বাচন (Select the core materials) :

একটি চোক কয়েল তৈরিতে সাধারণত তিন সেট কোর প্রয়োজন হয়। কয়েলের চারদিকে কোরগুলো সাধারণত ইউ (u) আকৃতি এবং কেন্দ্রস্থিত অভ্যন্তরীণ কোরটি আই (I) আকৃতির হয়। অতএব প্রজেক্টটি সম্পন্ন করতে হলে প্রয়োজনীয় কোর সংরক্ষণ করতে হবে।

ওয়াট টিউবলাইটের জন্য তারের সাইজ নির্বাচন (Select the wire size for 20 watt

tube light):

40 ওয়াট এবং 20 ওয়াট টিউবলাইটের জন্য 40 ওয়াট এবং 20 ওয়াট ক্ষমতার চোক কয়েল প্রস্তুত করতে হয়। এ ধরনের চোক কয়েলের তারের সাইজ 30 SWG এবং 32 SWG হওয়া দরকার হয়।

 

গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কোরের থিকনেস, সাইজ এবং শেপ নির্বাচন (Select the thickness, size and shape of the core):

চোক কয়েল সাধারণত তিন সেট কোর, সুপার এনামেল তারের কয়েল, ইনসুলেশন কানেক্টর, বেস ও কভারের সমন্বয়ে গঠিত। কয়েলের চারদিকে কোরগুলো সাধারণত ! আকৃতির এবং কেন্দ্রস্থিত অভ্যন্তরীণ কোরটি। আকৃতির হয়। 40 ওয়াট এবং 20 ওয়াট টিউবলাইটের জন্য 40 ওয়াট এবং 20 ওয়াট সাইজের চোক কয়েল প্রস্তুত করতে হয়। এ চোক কয়েলের তারের সাইজ 30 SWG এবং 32 SWG হওয়া দরকার হয়।

আরও দেখুনঃ

Leave a Comment