পিসিবি এবং অন্যান্য কম্পোনেন্টস স্থাপন

আজকে আমাদের আলোচনার বিষয়-  পিসিবি এবং অন্যান্য কম্পোনেন্টস স্থাপন।যা একটি পাওয়ার সাপ্লাই ইউনিট ডিজাইল এবং তৈরিকরণ  এর অন্তর্ভুক্ত।

 পিসিবি এবং অন্যান্য কম্পোনেন্টস স্থাপন

 

পিসিবি এবং অন্যান্য কম্পোনেন্টস স্থাপন

 

১।ভেরিয়্যাবল রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট সংগ্রহ করি।

২। সার্কিট অনুযায়ী প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করি।

৩। 32V এর একটি ট্রান্সফরমার সংগ্রহ করি।

৪। এবার সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী টেইনার বোর্ডে সার্কিট সাজাই ।

৫। সার্কিটের ইনপুটে ব্রিজ রেকটিফায়ারের সাথে ট্রান্সফরমারটি সংযোগ করে 220V AC এর সাথে সংযোগ দেই।

৬। সার্কিট ON হওয়ার পর আউটপুটে মাল্টিমিটারটি DC ফাংশনের ভোল্টেজে সিলেক্ট করে সংযোগ দেই।

৭। কন্ট্রোল রেজিস্টরগুলো অ্যাডজাস্ট করি এবং অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী মিটার পাঠ পাওয়া যায় কি না তা লক্ষ করি ।

৮। সার্কিট যদি সঠিকভাবে কাজ করে, তাহলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট লে-আউট তৈরি করি। 

৯। সার্কিট লে-আউট অনুযায়ী PCB তৈরির প্রক্রিয়ায় PCB তৈরি করি।

১০। PCB ড্রিল করার পর উক্ত PCB তে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করি। যার ধরন নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো-

১১। PCB-এর সমস্ত যন্ত্রাংশ ভালোভাবে সোল্ডারিং করি। ১২। উক্ত সার্কিটের ইনপুটে AC সরবরাহ করি এবং সার্কিট চালু করার ব্যবস্থা নিই।

১৩। সার্কিট সঠিক হলে PCB অনুযায়ী একটি কভার বক্স তৈরি করি।

 

গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 যাচাই প্রণালি (Testing procedure):

১। AC সাপ্লাইয়ে কোনো সমস্যা আছে কি না তা লক্ষ করি 

২। PCB-এর কপার সংযোগ ঠিক আছে কি না তা যাচাই করি।

৩। কন্ট্রোল/ভেরিয়্যাবল রেজিস্টরগুলো ঠিক আছে কি না তা মিটারের সাহায্যে যাচাই করি।

৪। টান্সফরমারের ভালোমন্দ পরীক্ষা করি।

 

পিসিবি এবং অন্যান্য কম্পোনেন্টস স্থাপন

 

৫। ডায়োডগুলোর ভালোমন্দ মিটারের সাহায্যে যাচাই করি।

৬। পার্টসগুলো সঠিকভাবে সোল্ডারিং হয়েছে কি না তা লক্ষ করি।

৭। কোনো সংযোগ শর্ট হয়ে আছে কি না তা মিটারের সাহায্যে যাচাই করি।

আরও দেখুনঃ

Leave a Comment