অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন | এসি মেশিনস-২

অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন ক্লাসটি “এসি মেশিনস-২ [ AC Machines-2 ]” কোর্সের “অধ্যায় ৫/Chapter 5” এ পড়ানো হয় | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ৭ম সেমিস্টার, ইলেকট্রিক্যাল টেকনোলজি [ 7th Semester, Electrical Technology ] এ পড়ানো হয়।

 

অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন

 

অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন কী

কোন অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশনকে নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের পার্থক্যকে ফুল লোড ভোল্টেজের শতকরায় প্রকাশ করা হয় যখন ফিল্ড কারেন্ট এবং অল্টারনেটরের ঘূর্ণন গতি ধ্রুবক থাকে। অর্থাৎ

ভোল্টেজ রেগুলেশন, %VR = ENL-EFLx১০০%/EFL

 

কোন অল্টারনেটরে নো-লোড ভোল্টেজ ২৫০ ভোল্ট এবং পূর্ণ-লোড ভোল্টেজ ২২০ ভোল্ট। তাহলে উপরের তত্ত্ব অনুযায়ী

ভোল্টেজ রেগুলেশন, %VR = – x ১০০% = ১৩%

উল্লেখ্য ভোল্টেজ রেগুলেশন যত কম হবে নো লোড ও ফুললোড ভোল্টেজে পার্থক্য তত কম হবে। তাই ভোল্টেজ রেগুলেশন কম হওয়াই ভালো। তবে ভোল্টেজ রেগুলেশন ঋণাত্মক হওয়া কাম্য নয়।

 

অল্টারনেটরের ভোল্টেজ

 

অল্টারনেটরে ভোল্টেজ রেগুলেশন সৃষ্টির কারণ

এতক্ষন শুধু ভোল্টেজ রেগুলেশন হিসেব করা হয় কিভাবে তা দেখানো হয়েছে। এখন লোডের সাথে ভোল্টেজের হ্রাস- বৃদ্ধির কারণ বিশ্লেষণ করা যাক। শুরুতেই একটু মনে করিয়ে দেই, কোন অল্টারনেটরে দুই ধরনের লস (কোর লস এবং কপার লস ) সংঘটিত হয়। এর মধ্যে কোর লস সবসময় ধ্রুব থাকে। অল্টারনেটর যখন নো লোড অবস্থায় থাকে তখন এতে কোন কারেন্ট প্রবাহিত হয় না। ফলে অন্য কোন লস না থাকায় আর্মেচারে যে ভোল্টেজ উৎপন্ন হয় তাই টারমিনালে পাওয়া যায়।

অপরদিকে লোড দেয়া হলে তা অল্টারনেটরের অভ্যন্তরীণ আর্মেচার রেজিস্ট্যান্স, আর্মেচার রিয়্যাকট্যান্স এবং লিকেজ রিয়্যাকট্যান্স এর সাথে সিরিজে সংযুক্ত হয়। উল্লেখ্য আর্মেচার রেজিস্ট্যান্স কপার লসের জন্য দায়ী। ফলে এসকল উপাদানের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের দরুন যে ভোল্টেজ ড্রপ ঘটে তা বাদে (ভেক্টর বিয়োগ) অবশিষ্ট ভোল্টেজ পাওয়া যায় লোডের আড়াআড়িতে। লোড হ্রাস-বৃদ্ধি করা হলে এই ড্রপও প্রবাহিত কারেন্টের কারনে হ্রাস-বৃদ্ধি পায়। শুধু প্রবাহিত কারেন্টই এ ভোল্টেজ ড্রপের জন্য দায়ী নয়। অল্টারনেটরের সমতুল্য সার্কিট দেখলে বিষয়টি পরিষ্কার হবে।

সমতুল্য সার্কিটে রিয়্যাকট্যান্স এর উপস্থিতি লক্ষ্য করা যায়। আবার লোড কারেন্টও পাওয়ার ফ্যাক্টর এর উপর নির্ভর করে। অর্থাৎ লোডের পাওয়ার ফ্যাক্টর এর উপর নির্ভর করে টার্মিনাল ভোল্টেজ হ্রাস/বৃদ্ধি পায়। ভালোভাবে বোঝার জন্য নিচে অল্টারনেটরের সমতুল্য সার্কিট উপস্থাপন করা হলো।

 

 

 

 

অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন নিয়ে বিস্তারিত :

 

 

আরও দেখুনঃ

Leave a Comment