বৈদ্যুতিক বিভব | Polytechnic Basic Electricity

বৈদ্যুতিক বিভব ক্লাসটি পলিটেকনিক বেসিক ইলেক্ট্রিসিটি ৬৬৭১১ [Polytechnic Basic Electricity, 66711] কোর্সের অংশ | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [ Bangladesh Technical Educaiton Board, BTEB ] এর পলিটেকনিক [ Polytechnic ] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical ] , ডিপ্লোমা ইন ইলেক্ট্রিসিটি [ Diploma in Electronics ] সহ বেশ কিছু টেকনোলোজির অংশ।

 

বৈদ্যুতিক বিভব

 

ড়িৎ বিভব (একে তড়িৎ বিভব ক্ষেত্র, বিভব বা স্থিরতড়িৎ বিভব বলা হয়) হল কোনও ত্বরণ না ঘটিয়ে ক্ষেত্রের অভ্যন্তরে নির্দিষ্ট বিন্দুতে একটি অন্য বিন্দু থেকে একক আধানকে স্থানান্তরিত করার জন্য যে কাজ করতে হয় তার পরিমাণ। সাধারণত, এই অন্য বিন্দুটি হল ভূমি বা অসীমে কোন বিন্দু, যদিও যে কোনও বিন্দু ব্যবহার করা যেতে পারে। মনে করা যাক, তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব V । সুতরাং, অসীম দূরত্ব থেকে ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে কৃত কার্য = W । অতএব অসীম দূরত্ব থেকে q পরিমাণ আধানকে ওই বিন্দুতে আনতে কৃত কার্য,

W = V×q অর্থাৎ, সম্পাদিত কার্য = বিভব × আধান

 

এই কার্যই আধানকে তড়িৎ শক্তি শক্তি সঞ্চিত থাকে। তাই, তড়িৎ অবস্থা শক্তি = বিভব × কোন পরিবাহীকে তড়িতাহিত করার পর অর্জিত শক্তির সাহায্যে ঐ পরিবাহী অন্যকে তড়িৎ প্রদান অন্যের কাছ থেকে তড়িৎ গ্রহণ করতে পারে সেই শক্তিকে তার তড়িৎ বিভব।

তাই তড়িৎ বিভব হচ্ছে আহিত পরিবাহকের তড়িৎ অবস্থা, এবং বিভবের উপরেই অবস্থান করে ঐ পরিবাহক অন্য পরিবাহকের সাথে পরিবাহকের মধ্যে আধার প্রবাহকদু আধানের উপরে উপরে উপরে বসবে না, অনেক বেশি তা চাপা দিয়ে পরিবাহক বিভবের। আবার বলার সাথে সাথে তুলনা করে বলা যায়, কোনর তলফালের এক অঞ্চলে যে অবস্থানকারী অস্থির ধনাত্বক বা ঋনাত্বক রাজনীতি বা শূন্য রাজনীতি উপস্থিত থাকে তাকে ঐ কবে তৎ বিভব বা রাজনীতিক বা আস্তলা বলে। অন্য বিভব হল কোন কেরকারের নগড়ত্ব।

 

 

বৈদ্যুতিক বিভব নিয়ে বিস্তারিত ঃ

 

 

আরও দেখুনঃ

Leave a Comment