রিলের শব্দকোষ

আজকে আমাদের আলোচনার বিষয়-রিলের শব্দকোষ ।যা “রিলে” অধ্যায় এর অন্তর্ভুক্ত।

রিলের শব্দকোষ

 

রিলের শব্দকোষ

 

পিক আপ লেভেল (Pick Up Level) : অ্যাকুচুয়েটিং কোয়ান্টিটি (কারেন্ট বা ভোল্টেজ)-এর যে মানের ঊর্ধ্বে।গেলে রিলে অপারেট করে তাকে পিক আপ লেভেল বলে।

রিসেট লেভেল (Reset Level or Drop Off Level) : কারেন্ট বা ভোল্টেজ-এর মান নিচে গেলে রিলে কন্টাক্ট খুলে যায় এবং আদি বা মূল অবস্থানে ফিরে আসে তাকে রিসেট লেভেল বলে । 

অপারেটিং টাইম (Operating Time) বা রিলে টাইম (Relay Time) : ত্রুটি সংঘটিত হওয়ার মুহূর্ত থেকে রিলে কন্টাক্ট দিয়ে সার্কিট ব্রেকারের ট্রিপ সার্কিট ক্লোজ (Close) হওয়া পর্যন্ত সময়কে অপারেটিং টাইম বলে। আধুনিক উচ্চ গতির রিলের অপারেটিং টাইম 1 থেকে 2 সাইকেল বা 0.02 সেকেন্ড থেকে 0.04 সেকেন্ড।

ফন্ট ক্লিয়ারিং টাইম (Fault Clearing Time) : রিলে অপারেটিং টাইম এবং সার্কিট ব্রেকার ইন্টারাপটি (Interrupting) টাইম-এর যোগফলকে ফন্ট ক্লিয়ারিং টাইম বলে।ফল্ট ক্লিয়ারিং টাইম কম হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যায় এবং পাওয়ার সিস্টেমের স্ট্যাবিলিটি (Stability)-এর উন্নতি হয়। ফন্ট ক্লিয়ারিং টাইম সাধারণত 0.07 সেকেন্ড থেকে 0.10 সেকেন্ড হয়ে থাকে। 

রিসেট টাইম (Reset Time) : অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি-এর মান রিসেট মানের (Reset Time) চেয়ে নিচে যাওয়ার মুহূর্ত থেকে রিলে কন্টাক্ট তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসা পর্যন্ত সময়কে রিসেট টাইম বলে। 

প্রাইমারি রিলে (Primary Relay) : যে সার্কিটকে প্রোটেকশন দিতে হবে, রিলে সে সার্কিটে সরাসরি সংযুক্ত থাকলে উক্ত রিলেকে প্রাইমারি রিলে বলে।

সেকেন্ডারি রিলে (Secondary Relay) বা ব্যাক আপ রিলে (Back Up Relay) : যদি কারেন্ট ট্রান্সফরমার (CT) এবং পটেনশিয়াল ট্রান্সফরমার (PT)-এর মাধ্যমে রিলে সার্কিট সংযুক্ত থাকে তবে উক্ত রিলেকে সেকেন্ডারি রিলে বলে।

প্রটেক্টিভ জোন (Protective Zone) : প্রোটেকশন স্কিমকে সুবিধাজনক কতকগুলো অংশে বিভক্ত করা হয়, যেন কোনো ত্রুটির কারণে অন্য অংশের ইউনিটসমূহ সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়, এরূপ প্রতিটি অংশকে প্রটেক্টিভ জোন বলে। যেমন- জেনারেটর প্রটেক্টিভ জোন, ট্রান্সফরমার প্রটেক্টিভ জোন।

প্লাগ সেটিং এবং টাইম সেটিং (Plug Setting and Time Setting) : একই রিলের সাহায্যে বিস্তর পরিসরের কারেন্ট এবং সময় সেটিং বা বিন্যস্ত করার সুবিধা প্রদান করা প্লাগ সেটিং এবং টাইম সেটিং-এর উদ্দেশ্য।শ্রেণির অন্তর্ভুক্ত।

 

রিলের শব্দকোষ

 

ইলেকট্রোম্যাগনেটিক রিলে : মুভিং প্লাঞ্জার, মুভিং আয়রন, অ্যাট্রাক্টেড আর্মেচার ও ব্যালান্সড বিম ইত্যাদি রিলে

ইন্ডাকশন রিলে : ইন্ডাকশন ওভার কারেন্ট রিলে, ইন্ডাকশন রিভার্স পাওয়ার রিলে ইত্যাদি।

ইলেকট্রো-থার্মাল রিলে : ফিজিকো-ইলেকট্রিক রিলে, বুখোজ (Buchholz) রিলে। 

স্ট্যাটিক রিলে : ধার্মায়েনিক ভাল, ট্রানজিস্টর ও ম্যাগেনেটিক অ্যামপ্লিফার দিয়ে তৈরি রিলে এ শ্রেণিভুক্ত।

ইলেকট্রোডাইনামিক রিলে : এ ধরনের রিলে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট-এর নীতিতে কাজ করে। প্রয়োগ ক্ষেত্রে বা ব্যবহারের ভিত্তি অনুসারে রিলেকে নিম্নোক্তভাবে ভাগ করা যায়। যেমন- আন্ডার ভোল্টেজ, আন্ডার কারেন্ট পাওয়ার রিলে ।

এ ধরনের রিলে সুনির্দিষ্ট মানের চেয়ে কম পরিমাণে কারেন্ট, ভোল্টেজ ও পাওয়ার ইত্যাদি সার্কিটে প্রবাহের ফলে অপারেট করে।ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট এবং ওভার পাওয়ার রিলে এ ধরনের রিলে সুনির্দিষ্ট মানের অধিক কারেন্ট,ভোল্টেজ ও পাওয়ার ইত্যাদি সার্কিটে প্রবাহের ফলে অপারেট করে।

ডিরেকশনাল বা রিভার্স কারেন্ট রিলে : প্রয়োগকৃত ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট সুনির্দিষ্ট ফেজ বিচ্যুতিতে অবস্থান করলে এ ধরনের রিলে অপারেট করে।

ডিরেকশনাল বা রিভার্স পাওয়ার রিলে : এ ধরনের রিলে প্রয়োগকৃত ভোল্টেজ এবং কারেন্ট উভয় রাশির সুনির্দিষ্ট ফেজ বিচ্যুতিতে অপারেট করে।

ডিফারেন্সিয়াল রিলে : যে রিলে দুই বা ততোধিক বৈদ্যুতিক রাশির সুনির্দিষ্ট পরিমাণ ফেজ বা মানের ব্যবধান ঘটলে অপারেট করে তাকে ডিফারেন্সিয়াল রিলে বলে । 

ডিস্ট্যান্স রিলে : এ ধরনের রিলের অপারেশন ভোল্টেজ ও কারেন্টের অনুপাতের উপর অর্থাৎ নির্দিষ্ট দূরত্বের ইম্পিড্যান্সের উপর নির্ভর করে।টাইমিং বৈশিষ্ট্যের ভিত্তিতে রিলেকে নিম্নোক্তভাবে ভাগ করা যায়। যথা- 

ইনস্ট্যান্টেনিয়াস রিলে (Instantaneous Realy ) : সিস্টেমে ত্রুটি সংঘটিত হওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে যে রিলে অপারেট করে তাকে ইনস্ট্যান্টেনিয়াস রিলে বলে। 

ডেফিনিট টাইম ল্যাগ রিলে: যে রিলের অপারেশন টাইম, সিস্টেমের কারেন্ট বা অন্যান্য বৈদ্যুতিক রাশির মানের উপর নির্ভরশীল নয় বরং নির্দিষ্ট সময় পরে অপারেট করে তাকে ডেফিনিট টাইম ল্যাগ রিলে বলে। 

ইনভার্স টাইম ল্যাগ রিলে : যে রিলে অপারেশন টাইম, কারেন্ট বা অন্যান্য বৈদ্যুতিক রাশির মানের সাথে ব্যস্তানুপাতিক তাকে ইনভার্স টাইম ল্যাগ রিলে বলে।

 

রিলের শব্দকোষ

 

ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ রিলে : যদি কোনো রিলের বৈশিষ্ট্য এরূপ হয় যে, ফল্ট কারেন্ট যত বাড়বে, রিলেও তত তাড়াতাড়ি ট্রিপ সার্কিট বন্ধ করে দিবে, ফন্ট কারেন্ট যত কম হবে ট্রিপ সার্কিট বন্ধ হওয়ার সময় তত বেড়ে যাবে। কিন্তু ফল্ট কারেন্ট যত বেশিই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ের আগে ট্রিপ সার্কিট বন্ধ হবে না। তাকে ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ল্যাগ রিলে বলে।

প্রটেক্টিভ রিলের সংজ্ঞা : প্রটেক্টিভ রিলে এমন একটি ডিভাইস যা ত্রুটি চিহ্নিত করে সার্কিট ব্রেকারকে কাজ করতে সহযোগিতা করে এবং সার্কিট ব্রেকার ত্রুটিযুক্ত উপাদানকে সমগ্র সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে দেয়। 

আরও দেখুনঃ

Leave a Comment