সার্কিট ব্রেকারের রেটিং-এর প্রধান তিনটি বিষয় 

আজকে আমাদের আলোচনার বিষয়-সার্কিট ব্রেকারের রেটিং-এর প্রধান তিনটি বিষয় ।যা “সার্কিট ব্রেকারের গঠন ও কার্যপ্রণালি” অধ্যায় এর অন্তর্ভুক্ত।

সার্কিট ব্রেকারের রেটিং-এর প্রধান তিনটি বিষয় 

 

সার্কিট ব্রেকারের রেটিং-এর প্রধান তিনটি বিষয় 

 

ব্রেকিং ক্যাপাসিটি 

 যে পরিমাণ কারেন্ট প্রবাহের ফলে বর্ণিত রিকভারি (Recovery) ও রিস্ট্রাইকিং (Restriking) ভোল্টেজ সার্কিট ব্রেকার বর্তনীকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়, তাকে ব্রেকিং ক্যাপাসিটি বলে। বিচ্ছিন্নকরণ মুহূর্তে ট্রানজিয়েন্ট কারেন্টের দুটি উপাদান থাকে। এসি উপাদান (AC Component) এবং ডিসি উপাদান।কন্টাক্ট বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তে এসি উপাদানের আরএমএস মানকে সিমেট্রিক্যাল (Symmetrical) ব্রেকিং কারেন্ট বলে।

সমমাত্রিক বা সিমেট্রিক্যাল কারেন্ট = Xx

কন্টাক্ট বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তে এসি উপাদান ও ডিসি উপাদান-এর সম্মিলিত যোগফলকে অসমমাত্রিক বা অ্যাসিমেট্রিক্যাল (Asymmetrical) ব্রেকিং কারেন্ট বলে ।

অসমমাত্রিক কারেন্ট=(y)2 ; যেখানে, y = dc component

অসিলোগ্রাম টেস্ট থেকে সমমাত্রিক এবং অসমমাত্রিক কারেন্ট নির্ণয় করা হয়। সাধারণত ব্রেকিং ক্যাপাসিটি এমভিএ (MVA) দিয়ে প্রকাশ করা হয়ে থাকে।

ব্রেকিং ক্যাপাসিটি (এক ফেজ লাইনে) = Vp x Ip x 106 (MVA) 

ব্রেকিং ক্যাপাসিটি (প্রি-ফেজ লাইনে) = √3 VL x IL x 100 (MVA)

এখানে, 

Vp = রেটেড ফেজ ভোল্টেজ, একক kV

 VL = রেটেড লাইন ভোল্টেজ, একক kV

I = সমমাত্রিক বা অসমমাত্রিক ব্রেকিং কারেন্ট, KA

কিন্তু যদি ভোল্টেজ এবং কারেন্ট যথাক্রমে ডোন্ট ও অ্যাম্পিয়ার পরিমাপ করা হয় তবে ব্রেকিং ক্যাপাসিটি

= √3 V * I * 106 (MVA

“(২) মেকিং ক্যাপাসিটি : ফল্ট কন্ডিশনে সার্কিট ব্রেকার ক্লোজ বা বন্ধ করার মুহূর্তে প্রথম সাইকেলের কারেন্টের মেকিং ক্যাপাসিটি = 2

 

সার্কিট ব্রেকারের রেটিং-এর প্রধান তিনটি বিষয় 

 

মেকিং ক্যাপাসিটি

= 1.8 × √2 × (সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি) – 2.55 × (সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি) =

এখানে, রেটেড কারেন্টের সর্বোচ্চ মান পাওয়ার জন্য √2 এবং ডাবলিং ইফেক্ট বিবেচনার জন্য 1.8 দিয়ে গুণ করা হয়েছে।

শর্ট টাইম ক্যাপাসিটি বা শর্ট টাইম রেটিং

 শর্ট টাইম রেটিং হলো সার্কিট ব্রেকারের এমন একটি ক্ষমতা যা দিয়ে এটি ফল্টযুক্ত অবস্থায় সার্কিটকে বিচ্ছিন্ন না করে নির্দিষ্ট স্বল্প সময় পর্যন্ত শর্ট সার্কিট কারেন্টকে প্রবাহিত হতে দেয়। কেননা অনেক সময় ক্ষণস্থায়ী ত্রুটির জন্য সার্কিটে শর্ট সার্কিট কারেন্ট প্রবাহিত হতে পারে, পরে স্বাভাবিক নিয়মে এটি ত্রুটিমুক্ত হয়ে যায়। এ স্বল্প সময়ে ব্রেকার যেন বর্তনীকে বিচ্ছিন্ন না করে ঐ কারেন্ট। নিরাপদে বহন করতে পারে সেভাবেই ডিজাইন করা হয়ে থাকে।

 

সার্কিট ব্রেকারের রেটিং-এর প্রধান তিনটি বিষয় 

 

সার্কিট ব্রেকারের BSS অনুসারে যদি সিমেট্রেক্যাল ব্রেকিং কারেন্ট ও নরমাল কারেন্টের অনুপাত 40 বা এর কম হয় তবে স্বল্প সময় ও সেকেন্ড ধরা হয় আর যদি অনুপাতটি 40-এর বেশি হয় তবে 1 সেকেন্ড ধরা হয়ে থাকে।

আরও দেখুনঃ

Leave a Comment