সার্কিট ব্রেকারের রেটিং-এর অন্যান্য বিষয় 

আজকে আমাদের আলোচনার বিষয়-সার্কিট ব্রেকারের রেটিং-এর অন্যান্য বিষয় ।যা “সার্কিট ব্রেকারের গঠন ও কার্যপ্রণালি” অধ্যায় এর অন্তর্ভুক্ত।

সার্কিট ব্রেকারের রেটিং-এর অন্যান্য বিষয় 

 

সার্কিট ব্রেকারের রেটিং-এর অন্যান্য বিষয় 

 

পোল সংখ্যা বা ফেজ সংখ্যা :

সার্কিট ব্রেকারের রেটিং-এ পোল বা ফেজ সংখ্যার উল্লেখ থাকে।সার্কিট ব্রেকারের যে অংশটি সাপ্লাই-এর ফেজের সাথে সংযুক্ত থাকে তাকে পোল বলে। এক-ফেজের ক্ষেত্রে সিঙ্গেল পোল এবং 3 ফেজের ক্ষেত্রে ট্রিপল পোল সার্কিট ব্রেকার ব্যবহৃত হয়ে থাকে।

রেটেড ভোল্টেজ :

একটি সার্কিট ব্রেকারের জন্য দুটি ভোল্টেজ রেটিং নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে। একটি হলো সর্বোচ্চ নরমাল সিস্টেম ভোল্টেজ এবং অপরটি হলো সর্বোচ্চ ডিজাইন ভোল্টেজ যা কোনোক্রমেই অতিক্রম করা উচিত নয়।

নরমাল কারেন্ট রেটিং :

রেটেড ফ্রিকুয়েন্সিতে নির্দিষ্ট তাপমাত্রার বৃদ্ধি না ঘটিয়ে কোনো সার্কিট ব্রেকার অনবরত (Continuously) যে আরএমএস মানের কারেন্ট বহনে সক্ষম তাকে নরমাল কারেন্ট রেটিং বলে। অয়েল সার্কিট ব্রেকারের তেল এবং কন্টাক্ট-এর তাপমাত্রা বৃদ্ধি সীমা 40°C ও 35°C অপারেটিং ডিউটি (Operating Duty) বা রেটেড।

 

সার্কিট ব্রেকারের রেটিং-এর অন্যান্য বিষয় 

 

অপারেটিং সিকোয়েল (Rated Operating Sequence) :

কোনো সার্কিট ব্রেকার সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে (Specified Conditions) যে ক্রমানুসারে (Sequence) ওপেনিং ও ক্লোজিং অপারেশন সম্পাদন করে থাকে তাকে অপারেটিং সিকোয়েন্স বলে।

আইইসি (IEC) অনুসারে সার্কিট ব্রেকারের অপারেটিং সিকোয়েন্স নিম্নে বর্ণিত দুটির যেকোনো একটি হয়ে থাকে।

(ক) O-t-CO-to’-CO

এখানে O ওপেনিং অপারেশন।

C = ক্লোজিং অপারেশন।

CO = ওপেনিং অপারেশনের অব্যবহিত পরই ক্লোজিং অপারেশন।

t=3 মিনিট সময় ব্রেকার, অটোরিক্লোজার হিসেবে ব্যবহৃত না হওয়ার জন্য। 

t = 3 সেকেন্ড সময় ব্রেকার, অটোরিক্লোজার হিসেবে ব্যবহৃত হলে।

t’ = 3 মিনিট সময় ।

(4)0-t-co

এখানে, t” = 15 সেকেন্ড সময়, সার্কিট ব্রেকার অটোরিক্লোজার হিসেবে ব্যবহৃত না হওয়ার জন্য ।

 

সার্কিট ব্রেকারের রেটিং-এর অন্যান্য বিষয় 

 

রেটেড ফ্রিকুয়েন্সি (Rated Frequency)ঃ

তিন-পোল বিশিষ্ট সার্কিট ব্রেকারের আদর্শ (Standard) ফ্রিকুয়েন্সি, পাওয়ার সিস্টেমের ফ্রিকুয়েন্সি (50 সাইকেল/ সে.) কে বুঝায় । নরমাল কারেন্ট, ব্রেকিং কারেন্ট, মেকিং কারেন্ট ইত্যাদি রেটেড ফ্রিকুয়েন্সির ভিত্তিতে নিরূপণ করা হয়।

আরও দেখুনঃ

Leave a Comment