আজকে আমাদের আলোচনার বিষয়-উচ্চ বিদারণ ক্ষমতাসম্পন্ন ফিউজ।যা “ফিউজের গঠন ও কার্যপ্রণালি” অধ্যায় এর অন্তর্ভুক্ত।
উচ্চ বিদারণ ক্ষমতাসম্পন্ন ফিউজ
উচ্চ বিদারণ ক্ষমতাসম্পন্ন ফিউজ ( High Rupturing Capacity Fuse; HRC Fuse) :
আধুনিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেখানে বেশি পরিমাণ পাওয়ার বিতরণ করা হয় সেখানে উচ্চ ব্রেকিং ক্যাপাসিটি বিশিষ্ট ফিউজ ব্যবহার করা আবশ্যক। সাপ্লাই ইঞ্জিনিয়ার এবং প্রস্তুতকারকগণের নিবিড় গবেষণার ফলে বিতরণ ব্যবস্থায় উচ্চ বিদারণ ক্ষমতাসম্পন্ন ফিউজ (যা সাধারণভাবে এইচআরসি ফিউজ নামে পরিচিত) এর প্রচলন হয়েছে।
হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ একটি বিশেষ ধরনের কার্টিজ ফিউজ। ফিউজের কার্টিজ নলটি উচ্চ তাপ সহ্যকারী সিরামিক পদার্থ দিয়ে তৈরি। তাপমাত্রার পরিবর্তন ঘটলেও এর আয়তনের তেমন কোনো পরিবর্তন হয় না। এর ভিতরে যথেষ্ট চাপ সৃষ্টি হলেও তা সহ্য করতে পারে। বর্তমানে বহিরাবরণ হিসেবে রেজিন (Resin) যথেষ্ট ব্যবহৃত হয়। সাধারণত রুপার তার ফিউজ হিসেবে ব্যবহার করা হয়।
এ তারের চারপাশে থাকে আয়রনের আবরণ এবং ভিতরের সমস্ত অংশ কোয়ার্টজ পাউডার (Quartz Powder দিয়ে ভর্তি করা থাকে, যাতে ফিউজ তার গলে যাওয়ার সময় ফিউজের কন্টাক্টের ভিতর যে বৈদ্যুতিক আক (Electric Arc) উৎপন্ন হয়, তা যেন তাড়াতাড়ি নির্বাপিত হয়। ফিলিং পদার্থ হিসেবে চক, প্লাস্টার অব প্যারিস, কোয়ার্টজ অথবা মার্বেলের গুঁড়া ব্যবহার করা চলে।
নির্দিষ্ট মানের কারেন্ট প্রবাহে লাইনে শর্ট-সার্কিট বা অন্য কোনো ত্রুটি দেখা দিলে খুব বেশি পরিমাণ কারেন্ট ফিউজ দিয়ে প্রবাহিত হতে আরম্ভ করে। ফিউজ ইলিমেন্টে যে তাপ উৎপন্ন হয় তা I R এর সমানুপাতিক। নির্দিষ্ট মানের কারেন্ট প্রবাহ ফিউজ তার গলে যায়, আর সঙ্গে সঙ্গে ফিউজের দুটি কন্ট্রাক্টের মধ্যে বৈদ্যুতিক আর্ক উৎপন্ন হয়।
কিন্তু রুপার তার গলে যাওয়ায় উচ্চ রেজিস্ট্যান্স সম্পন্ন বিশেষ ধরনের পদার্থ সিলভার সিলিকেট উৎপন্ন করে এবং ফিউজের ভিতরে যথেষ্ট চাপ সৃষ্টি করে। ফলে বৈদ্যুতিক আর্ক অচিরেই নির্বাপিত হয়ে যায়।এটি 500 A ক্যাপাসিটি সম্পন্ন এবং ব্রেকিং ক্যাপাসিটি 16 KA, 20 KA, 30 KA হতে পারে।
আরও দেখুনঃ