আজকে আমাদের আলোচনার বিষয়- সৌর প্যানেলের প্রকারভেদ ।যা একটি সোলার পাওয়ার সিস্টেম প্রস্তুত এর অন্তর্ভুক্ত।
Table of Contents
সৌর প্যানেলের প্রকারভেদ
গঠনগত এবং কারিগরি দিক হতে সাধারণত ৩ (তিন) ধরনের প্যানেল বহুলভাবে ব্যবহৃত হয়। যেমন-
Single/Mono crystalline :
অধিকাংশ ক্ষেত্রেই বিশুদ্ধ সিলিকনের খণ্ডকে স্ফটিক (Crystal) তৈরির চুল্লিতে গলিয়ে তারপর ধীরে ধীরে ঠান্ডা করে বেশ বড় সিলিন্ডার আকৃতির স্ফটিক প্রস্তুত করা হয়। এ পদ্ধতিতে সিলিকন পরমাণুগুলো একটি নির্দিষ্ট আঙ্গিকে বিন্যস্ত হয় এবং সিলিকন স্ফটিক থেকে বিশেষ প্রক্রিয়ায় কেটে সিলিকনের পাত বা ওয়েফার প্রস্তুত করা হয়।
এ পদ্ধতিতে সৌর কোষের দক্ষতা সাধারণত ১৭% পর্যন্ত হয়ে থাকে। এ জাতীয় কোষের দ্বারা তৈরি প্যানেল শীতপ্রধান দেশে বেশি ব্যবহৃত হয়। কারণ সেখানে কম সূর্যের আলো পাওয়া যায়। অর্থাৎ কম সূর্যের আলোতে অল্প সময়েই ব্যাটারিকে চার্জ করা সম্ভব হয়। এর দামও বেশি।

Poly crystalline:
এ ধরনের মডিউল তৈরিতে বিশুদ্ধ সিলিকনকে গলিয়ে একটি আয়াতকার ছাঁচে রাখা হয় তারপর একে ধীরে ধীরে ঠান্ডা করলে সিলিকন আয়াতকার ছাঁচে জমাট বেঁধে কঠিন আকার ধারণ করে। কিন্তু এক্ষেত্রে Single Crystalline Solar Cell-এর ন্যায় কেবলমাত্র একটি স্ফটিক (Crystal) তৈরি হয় না, সিলিকন ব্লকের ভেতরে জায়গায় জায়গায় আলাদাভাবে অনেক স্ফটিক (Crystal) তৈরি হয়।
এভাবে একাধিক স্ফটিক (Crystal) বিশিষ্ট সিলিকন তৈরি হয় বলে এদের Poly Crystalline Solar Module বলে। এ পদ্ধতিতে প্রস্তুতকৃত সৌর মডিউলের দক্ষতা সাধারণত ১৫% পর্যন্ত হয়ে থাকে। এ জাতীয় কোষের দ্বারা তৈরি প্যানেল গ্রীষ্মপ্রধান দেশে বেশি ব্যবহৃত হয়।
কারণ সেখানে বেশি সূর্যের আলো পাওয়া যায়। অর্থাৎ বেশি সূর্যের আলোতে অধিক সময় ধরে ব্যাটারিকে চার্জ করা সম্ভব হয়। Mono crystalline থেকে এর দামও কম। পৃথিবীর প্রায় ৮০% দেশে এ জাতীয় প্যানেল ব্যবহৃত হয়।
Thin Film/Amorphous :
এ পদ্ধতিতে সৌর কোষ তৈরিতে কাচ বা ধাতব পাতের উপর খুবই পাতলা অর্ধ-পরিবাহীর প্রলেপ দেয়া হয়। সুতরাং এ পদ্ধতিতে কম কাঁচামালের প্রয়োজন হয় বলে উৎপাদন খরচ কম হয়। এ পদ্ধতিতে প্রতিবার কেবল একটি সৌর কোষ নির্মাণ না করে এক ধাপেই একটি সৌর মডিউল নির্মাণ করা যায়।
পাতলা হবার ফলে আলোক শক্তি অতি সহজেই ইলেকট্রনকে আঘাত করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এ ধরনের কয়েকটি Thin Film Solar Module -এর উদাহরণ হল হাইড্রোজেন (TFH:H), কপার ইন্ডিয়াম ডাই সেলেনাইড (CIS) প্রভৃতি। এ পদ্ধতিতে প্রস্তুতকৃত সৌর মডিউলের দক্ষতা সাধারণত ১৫% পর্যন্ত হয়ে থাকে।
আরও দেখুনঃ