আজকে আমাদের আলোচনার বিষয়-সার্কিট ব্রেকারের টেস্ট সমূহ।যা “সার্কিট ব্রেকারের গঠন ও কার্যপ্রণালি” অধ্যায় এর অন্তর্ভুক্ত।
Table of Contents
সার্কিট ব্রেকারের টেস্ট সমূহ
যখন কোনো সার্কিট ব্রেকার নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ী ডিজাইন এবং নির্মাণ করা হয় তখন-এর কার্য সম্পাদনের বিভিন্ন বিষয়াদি যাচাই বা প্রমাণ করার জন্য টেস্টিং প্রয়োজন।
বিভিন্ন ধরনের টেস্টগুলো নিম্নরূপ-
(ক) টাইপ টেস্ট (Type Test) :
কোনো সার্কিট ব্রেকারের ডিজাইন চূড়ান্ত করার পর একটি বা প্রথম কয়েকটি ব্রেকারের রেটিং নিশ্চিত হওয়ার জন্য এবং ঐ নির্দিষ্ট ডিজাইনের বৈশিষ্ট্যসমূহ যাচাই করাকে টাইপ টেস্ট বলে । কোনো কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত সকল সার্কিট ব্রেকারে এ টেস্ট করা হয় না।
বিভিন্ন ধরনের টাইপ টেস্ট নিম্নরূপ-
(১) মেকানিক্যাল টেস্ট,
(২) তাপমাত্রা বৃদ্ধি টেস্ট, মিলি ভোল্ট ড্রপ টেস্ট,
(৩) হাই ভোল্টেজ টেস্ট,
(৪) শর্ট সার্কিট টেস্ট-
(i) মেকিং ক্যাপাসিটি টেস্ট,
(ii) ব্রেকিং ক্যাপাসিটি টেস্ট,
(iii) শর্ট টাইম টেস্ট,
(iv) অপারেটিং সিকোয়েন্স টেস্ট।
(খ) রুটিন টেস্ট (Routine Test) :
প্রস্তুতকারক একই স্পেসিফিকেশন বিশিষ্ট সকল সার্কিট ব্রেকার ডিসপ্যাচ (বিলি বা প্রেরণ)-এর পূর্বে যে টেস্ট করা হয় তাকে রুটিন টেস্ট বলে।
রুটিন টেস্টের আওতাভুক্ত টেস্টসমূহ-
(১) অপারেশন টেস্ট,
(২) মিলি ভোল্ট ড্রপ টেস্ট,
(৩) পাওয়ার ফ্রিকুয়েন্সি ভোল্টেজ টেস্ট প্রস্তুতকারক অঙ্গনে,
(৪) পাওয়ার ফ্রিকুয়েন্সি ভোল্টেজ টেস্ট স্থাপন স্থলে (Erection Site)।
(গ) ডেভেলপমেন্ট টেস্ট (Development Test) :
এক্ষেত্রে প্রস্তুতকারক, গবেষক ও বিজ্ঞানী প্রভৃতি স্তরের লোকজন সার্কিট ব্রেকারের সম্পূর্ণ অংশ বা বিশেষ, ম্যাটেরিয়াল ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করে সার্কিট ব্রেকারের উপযোগিতা যাচাই করেন।
(ঘ) বিশ্বস্ততা টেস্ট (Reliability Test) :
এ টেস্টে সার্কিট ব্রেকারের বিশ্বস্ততা যাচাই করা হয়। বিভিন্ন প্রতিকূল অবস্থা যেমন- ভূকম্পন, পারিপার্শ্বিক তাপমাত্রা, ধুলা-বালি, আর্দ্রতা, পুনঃপুনঃ অপারেশন ইত্যাদি ক্ষেত্রে সঠিকভাবে ও বিশ্বস্ততা সহকারে কাজ করতে সক্ষম হয় কিনা তা দেখা হয়। বিশেষ করে ল্যাবরেটরিতে এ টেস্ট সম্পাদন করা হয়।
(ঙ) কমিশনিং টেস্ট (Commissioning Test) :
সার্কিট ব্রেকার স্থাপন করার পর এ টেস্ট করা হয়। এ টেস্টে সার্কিট ব্রেকার সঠিক নিয়মে সংযোজন হয়েছে কিনা এবং অপারেশনের জন্য প্রস্তুত আছে কিনা তা দেখা হয়ে থাকে।
নিম্নলিখিত টেস্টগুলো কমিশনিং টেস্টের অন্তর্ভুক্ত-
(১) মেকানিক্যাল অপারেশন টেস্ট।
(২) কন্টাক্টসমূহের চলাচল টেস্ট।
(৩) ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট (পোল টার্মিনালের মধ্যকার রেজিস্ট্যান্স)।
(৪) প্রি কমিশনিং চেক।
(৫) ম্যানুয়াল অপারেটিং সিগনাল দিয়ে উত্তেজিত করে একে কার্যক্রম চেক করা। চেক করা।
(৬) রিলে উত্তেজিত করে ব্রেকারের কার্যক্রম।
(চ) শর্ট সার্কিট টেস্টসমূহ :
শর্ট সার্কিট টেস্টিং স্টেশনে সার্কিট ব্রেকারের রেটিং যাচাই করার জন্য এ টেস্টগুলো সম্পাদন করা হয়ে থাকে।
দুই ধরনের টেস্টিং স্টেশন আছে। যথা-
(১) ফিল্ড টাইপ টেস্টিং স্টেশন।
(২) ল্যাবরেটরি টাইপ টেস্টিং।
আরও দেখুনঃ