মোটরের বিল বের করা ক্লাসটি বেসিক ইলেকট্রিসিটি [ Basic Electricity ] কোর্সের “অধ্যায় ৫, এপলাই কনসেপ্ট অফ ইলেকট্রিক পাওয়ার এন্ড এনার্জি [ 5th Chapter, Apply the concept of Electric Power and Energy ]” | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical], “১ম সেমিস্টার, ইলেকট্রিকাল টেকনোলজি [ 1st Semester, Electrical Technology ]” এ পড়ানো হয়।
মোটরের বিল বের করা
বিদ্যুৎ বিল হিসাব করার জন্য প্রথমে আমরা একটি নিয়ম অনুসরণ করবো এবং পরে তা বাসাবাড়িতে বা যে কোন স্থানে বিদ্যুৎ বিল হিসাব করার জন্য ব্যবহার করতে পারবো।
নেট বিল = এনার্জি বিল + মিটার বিল
এনার্জি বিল = এক মাসে ব্যবহিত ইউনিটের পরিমাণ (kWh) – প্রতি ইউনিটের মূল্য
মিটার বিল = ডিমান্ড চার্জ + সার্ভিস চার্জ
ডিমান্ড চার্জ = ১৫ টাকা পার কিলোওয়াট
সার্ভিস চার্জ = ১০ টাকা সিঙ্গেল ফেজের জন্য, ৩০ টাকা থ্রী ফেজের জন্য
ভ্যাট = নেট বিলের সাথে ৫% যোগ
নির্দিষ্ট সময় এর ভেতর বিল পরিশোধ করতে না পারলে জরিমানা = নেট বিলের সাথে ৫% যোগ
বাসা বাড়িতে আমরা যে ধরনের লোড ব্যবহার করিঃ
• লাইট সাধারণত = ১৫-২০০ ওয়াট
• ফ্যান সাধারণত = ৫০-৮০ ওয়াট
• টেলিভিশন = ২৫-১০০ ওয়াট
• ল্যাপটপ = ২০-৬০ ওয়াট
• রেফ্রিজারেটর = ৮০-২০০ ওয়াট
• এসি = ১০০০-৩০০০ ওয়াট
• আয়রন = ৫০০-১০০০ ওয়াট
• পাম্প মোটর = ১/৮ থেকে ৩ হর্স পাওয়ার
• ডেস্কটপ কম্পিউটার = ৮০-২৫০ ওয়াট
একটি বাসা বাড়িতে 80 watt এর দুটি ফ্যান, 40 watt এর 3 টি লাইট, 220V, 0.4A, 0.8pf এর একটি টেলিভিশন এবং 2hp এর একটি পানি তোলার মোটর দৈনিক গড়ে 6 ঘন্টা করে চলে। তাহলে ডিসিম্বর মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে যদি প্রতি ইউনিটের মূল্য 6.5 টাকা করে হয় ??
সমাধান
80 ওয়ার্টের 2 টি ফ্যান 1 দিনে যে ওয়াট খরচ করবে = 80-2 = 160W
40 ওয়াটের 3টি লাইটের জন্য 1 দিনে যে ওয়াট খরচ করবে = 40-3=120W
1 টি টেলিভিশন এর জন্য 1 দিনে যে ওয়াট খরচ করবে P = VICosp = 220-0.4-0.8 = 70.4W
2hp একটি মোটর 1 দিনে যে ওয়াট খরচ করবে 2-746 = 1492W
তাহলে 1 দিনে সর্বমোট যে ওয়াট খরচ হবে = (120W + 160W + 70.4W + 1492W) = 1842.4W
আমরা জানি ওয়াট কে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট (kW) পাবো।
তাহলে ১ দিনে যে কিলোওয়াট খরচ হবে = 1842.4 / 1000 = 1.8424kW
আমাদের লোডগুলো কিন্তু সারাদিন ২৪ ঘন্টা চলবে না। শুধুমাত্র ৬ ঘন্টা চলবে যা আমরা উদাহরনে দেখেছি।
তাহলে ৬ ঘন্টা করে চললে = 1.8424-6 = 11.0544kWh
এবার আমরা পুরো মাসের মোট ইউনিট খরচ বের করবো।
ডিসেম্বর মাস = ৩১ দিনে তাহলে এই মাসে মোট ইউনিট খরচ হবে = 11.0544 * 31 = 342.686kWh (ইউনিট)
দেয়া আছে প্রতি ইউনিটের মূল্য 6.5 টাকা করে।
ঐ মাসের বিদ্যুৎ বিল হবে = 342.686-6.5 = 2227.46 টাকা।
মোটরের বিল বের করা নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ