ভোল্ট মিটার মাল্টিপ্লায়ার | ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্টস – ০২

ভোল্ট মিটার মাল্টিপ্লায়ার ক্লাসটি “ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্টস – ০২ [Electrical and Electronic Measurements-02 ]” কোর্সের “অধ্যায় ০১ /Chapter 01” এ পড়ানো হয় | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ৬ষ্ঠ সেমিস্টার, ইলেকট্রিক্যাল টেকনোলজি [ 6th Semester, Electrical Technology ] এ পড়ানো হয়।

ভোল্ট মিটার মাল্টিপ্লায়ার

 

যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করতে হবে। ভোল্টমিটার হল বর্তনীর সঙ্গে সঙ্গে সমান্তরালে যুক্ত একটি উচ্চ রোধবিশিষ্ট যন্ত্র।

 

ভোল্টমিটার নকশা চিহ্ন

ভোল্টমিটারের চিহ্ন এই বর্তনী নকশার উদাহরণে দেখানো হয়েছে। একটি ভোল্টমিটার (V) এবং একটি অ্যামিটার (A) এর সাহায্যে একটি সহজ সারিবদ্ধ বর্তনীর ভোল্ট এবং তড়িৎ প্রবাহ পরিমাপ করা হচ্ছে।

 

ভোল্ট মিটার মাল্টিপ্লায়ার

 

ভোল্টেজ মাল্টিপ্লায়ার সার্কিট ইনপুটে এ.সি. গ্রহণ করে আউটপুটে কয়েক গুণ বর্ধিত ডি.সি ভোল্টেজ প্রদান করে। আউটপুটে কত গুণ বেশী ভোল্টেজ প্রদান করবে তা নির্ভর করে সার্কিটের ডিজাইনের উপর।

 

বিভিন্ন প্রকার ভোল্টেজ মাল্টিপ্লায়ার:

• ১. হাফ ওয়েভ ভোল্টেজ ডবলার (Half Wave Voltage Doubler)

• ২. ফুল ওয়েভ ভোল্টেজ ডবলার (Full Wave Voltage Doubler)

• ৩. ভোল্টেজ ট্রিপলার (Voltage Tripler)

• ৪. ভোল্টেজ কোয়াডরুপলার (Voltage Quadrupler)

 

 

১. হাফ ওয়েভ ভোল্টেজ ডবলার

হাফ ওয়েভ ভোল্টেজ ডবলার মাল্টিপ্লায়ার সার্কিট ইনপুট এ.সি. ভোল্টেজের অর্ধ সাইকেলকে ব্যবহার করে আউটপুটে দ্বিগুণ পরিমাণ ডি.সি. ভোল্টেজ প্রদান করে। এখানে দুইটি ডায়োড এবং দুইটি ক্যাপাসিটরের সাহায্যে হাফ ওয়েভ ভোল্টেজ ডবলার সার্কিট তৈরি করা হয়েছে। এই সার্কিট ইনপুটে 220 ভোল্ট এ.সি. সাপ্লাই নিয়ে আউটপুটে দুইগুণ ভোল্টেজ সরবরাহ করছে।

 

২. ফুল ওয়েভ ভোল্টেজ ডবলার

ফুল ওয়েভ ভোল্টেজ ডবলার মাল্টিপ্লায়ার সার্কিট ইনপুট এ.সি. ভোল্টেজের পূর্ণ সাইকেলকে ব্যবহার করে আউটপুটে দ্বিগুণ পরিমাণ ডি.সি. ভোল্টেজ প্রদান করে। এখানে দুইটি ডায়োড এবং দুইটি ক্যাপাসিটরের সাহায্যে ফুল ওয়েভ ভোল্টেজ ডবলার সার্কিট তৈরি করা হয়েছে। এই সার্কিট ইনপুটে 220 ভোল্ট এ.সি. সাপ্লাই নিয়ে আউটপুটে দুই গুণ ডি.সি. সরবরাহ করছে।

 

৩. ভোল্টেজ ট্রিপলার

ভোল্টেজ ট্রিপলার মাল্টিপ্লায়ার সার্কিট ইনপুট এ.সি. ভোল্টেজের পূর্ণ সাইকেলকে ব্যবহার করে আউটপুটে তিন গুণ পরিমাণ ডি.সি. ভোল্টেজ প্রদান করে। এখানে তিনটি ডায়োড এবং তিনটি ক্যাপাসিটরের সাহায্যে ভোল্টেজ ট্রিপলার সার্কিট তৈরি করা হয়েছে। এই সার্কিট ইনপুটে 220 ভোল্ট এ.সি. সাপ্লাই নিয়ে আউটপুটে তিনগুণ ভোল্টেজ সরবরাহ করছে।

 

৪. ভোল্টেজ কোয়াডরুপলার

ভোল্টেজ কোয়াপলার মাল্টিপ্লায়ার সার্কিট ইনপুট এ.সি. ভোল্টেজের পূর্ণ সাইকেলকে ব্যবহার করে আউটপুটে চার গুণ পরিমাণ ডি.সি. ভোল্টেজ প্রদান করে। এখানে চারটি ডায়োড এবং চারটি ক্যাপাসিটরের সাহায্যে ভোল্টেজ কোয়াপলার সার্কিট তৈরি করা হয়েছে। এই সার্কিট ইনপুটে 220 ভোল্ট এ.সি. সাপ্লাই নিয়ে আউটপুটে চারগুণ ডি.সি. সরবরাহ করছে।

 

২ এর পরিপূরক

 

ভোল্ট মিটার মাল্টিপ্লায়ার নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Leave a Comment