বিদ্যুৎ এর প্রকারভেদ ক্লাসটি পলিটেকনিক বেসিক ইলেক্ট্রিসিটি ৬৬৭১১ [Polytechnic Basic Electricity, 66711] কোর্সের অংশ | বিদ্যুৎ এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [ Bangladesh Technical Educaiton Board, BTEB ] এর পলিটেকনিক [ Polytechnic ] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical ] , ডিপ্লোমা ইন ইলেক্ট্রিসিটি [ Diploma in Electronics ] সহ বেশ কিছু টেকনোলোজির অংশ।
Table of Contents
বিদ্যুৎ এর প্রকারভেদ
বিদ্যুৎ কি? – What is Electricity?
বিদ্যুৎ বা তড়িৎ হলো এমন এক ধরনের অদৃশ্য শক্তি যা গতি, আলো, শব্দ এবং রূপান্তরিত শক্তি ইত্যাদি উৎপাদন করে বিভিন্ন কাজ সমাধান করে।
বিদ্যুৎ কত প্রকার ও কি কি? – Types of Electricity
বিদ্যুৎ দু প্রকার। যথাঃ ১. স্থির বিদ্যুৎ এবং ২. চল বিদ্যুৎ।
কারেন্ট কি? [What is Current? ]
পদার্থের মধ্যে বিদ্যমান মুক্ত ইলেকট্রনগুলোর কোন নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। কারেন্ট প্রতীক আই (I) ও একক কুলম্ব বা এম্পিয়ার (Ampere) এর প্রতীক (A) ।
কারেন্ট কে দু ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
১. অল্টারনেটিং কারেন্ট (Alternating Current AC )
২. ডাইরেক্ট কারেন্ট (Direct Current – DC)
অল্টারনেটিং কারেন্টঃ যে কারেন্টের মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে অল্টারনেটিং কারেন্ট বলা হয়।
ডাইরেক্ট কারেন্টঃ সময়ের সাথে যে কারেন্টের মান পরিবর্তিত হয় না তাকে ডাইরেক্ট কারেন্ট বলে। ডাইরেক্ট কারেন্টঃ সময়ের সাথে যে কারেন্টের মান পরিবর্তিত হয় না তাকে ডাইরেক্ট কারেন্ট বলে।
এম্পিয়ার কি? What is Ampere?
– কোন পরিবাহীর মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ এক সেনেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমান চার্জকে এক এম্পিয়ার বলে। এম্পিয়ার মাপার যন্ত্রের নাম এম্পিয়ার মিটার (Ampere Meter) । ১ কুলম্ব = ৬.২৪ X ১০১৮ ইলেকট্রন চার্জ।
ভোল্টেজ কি? [What is Voltage?]
ভোল্টেজ হলো এক প্রকারের বৈদ্যুতিক বল বা চাপ। পরিবাহীর পরমানুগুলোর ইলেকট্রন (ঋণাত্বক কনিকা) সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন তাকে ভোল্টেজ বলে। ভোল্টেজ এর প্রতীক হলো ভি (V) এবং এর একক ভোল্ট (Volt) । ভোল্টেজ মাপার যন্ত্রের নাম ভোল্ট মিটার (Volt Meter) । ভোল্টেজ হলো রেজিস্ট্যান্স বা পরিবাহীর রোধ ও এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এর গুনফল।
সুতরাং, ভোল্টেজ = কারেন্ট X রেজিস্ট্যান্স (V = IXR)
বিদ্যুৎ এর প্রকারভেদ নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুনঃ