আজকে আমাদের আলোচনার বিষয়- বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ফল্টের কারণ আলোচনা।যা “বৈদ্যুতিক ত্রুটির ধারণা” অধ্যায় এর অন্তর্ভুক্ত।
Table of Contents
বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ফল্টের কারণ আলোচনা
ফন্টের কারণগুলো নিম্নরূপ :
১। ইনসুলেশন ফেইলুর
২। লাইনের আকস্মিক ক্ষয়ক্ষতি
৩। লাইটনিং সার্জ
৪। ভোল্টেজ ড্রপ
৫। আনব্যালেন্স এবং স্ট্যাবিলিটির পতন ইত্যাদি
নিম্নে ফন্টের কারণগুলোর বর্ণনা করা হলো-
১। ইনসুলেশন ফেইলুর :
সুইচিং সার্জ (Switching Surge) বা বজ্রপাতজনিত (Lightning Stroke) কারণে উচ্চমাত্রার ভোল্টেজ বা ওভার ভোল্টেজ উৎপন্ন হয়। এই উচ্চ মাত্রার ভোল্টেজ সিস্টেমের যন্ত্রপাতি ও লাইনের ইনসুলেশন দুর্বল করে দেয়। তাছাড়া ওভারহেড লাইনের ইনসুলেটরের ইনসুলেশন মাত্রারিক্ত গরম বা মাত্রাতিরিক্ত ঠাণ্ডাজনিত পীড়ন এবং মচকানোর জন্য নষ্ট হয়ে যায়। এসব কারণে কোন বৈদ্যুতিক সিস্টেমে পূর্বনির্ধারিত ইনসুলেশন শক্তির অবক্ষয় ঘটে এবং এক সময় শর্ট সার্কিটের মত মারাত্মক দুর্ঘটনা ঘটে।
২। লাইনের আকস্মিক ক্ষয়ক্ষতি :
উচ্ছ ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ঝড়ো হাওয়ার দরুন ছিড়ে গিয়ে বা গাছপালা পড়ে কন্ডাকটর এবং আর্থের মধ্যে অথবা কন্ডাক্টরগুলোর মধ্যে শর্ট সার্কিট হতে পারে। ৩। লাইটনিং সার্জ : বজ্র বিদ্যুৎপূর্ণ ঝড়-বৃষ্টিতে ট্রান্সমিশন লাইনে বজ্র পড়লে লাইনের ভোল্টেজ হঠাৎ বৃদ্ধি পায়,ফলে সিস্টেমে সংযুক্ত ইকুইপমেন্ট নষ্ট হতে পারে।
৪ । ভোল্টেজ ড্রপ :
অনাকাঙ্ক্ষিতভাবে ফিডার, বাসবার ও লাইনে ভোল্টেজ ড্রপ হলে তা সিস্টেমের জন্য ক্ষতিকর হয়।
৫। আনব্যালেন্স এবং স্ট্যাবিলিটির পতন ইত্যাদি :
অল্টারনেটরে আর্থ ফল্ট বা ইন্টার-টার্ন ফন্টের দরুণ অথবা হঠাৎ লোডের ব্যাপক পরিবর্তনে এ ধরনের ত্রুটি হতে পারে। ফন্ট কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্টের মান জানা থাকলে নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায়-
(ক) অতি সহজে সঠিক রেটিং বিশিষ্ট সার্কিট ব্রেকার নির্বাচন করা যায়।
(খ) প্রটেক্টিভ রিলের আকার এবং ক্ষমতা নির্ধারণ করা যায়।
(গ) বিদ্যুৎ সীমিতকরণ রিয়াক্টরের রিয়াক্টান্সের মান নিরূপন করা যায়।
আরও দেখুনঃ