তুল্য ধারকত্ব সিরিজ ক্লাসটি পলিটেকনিক বেসিক ইলেক্ট্রিসিটি ৬৬৭১১ [Polytechnic Basic Electricity, 66711] কোর্সের অংশ | সিরিজ সমাবেশে সংযুক্ত ধারকের তুল্য ধারকত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই ক্লাসে।এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর পলিটেকনিক ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেক্ট্রিসিটি সহ বেশ কিছু টেকনোলোজির অংশ।
Table of Contents
তুল্য ধারকত্ব সিরিজ
তুল্য ধারকত্ব (Equivalent capacitance)
ধারকের কোনো সমবায়ের পরিবর্তে একটি ধারক ব্যবহার করলে যদি ধারকের পাতে চার্জ ও বিভব পার্থক্য সমবায়ের চার্জ ও বিভব পার্থক্যের সমান থাকে, তবে ওই ধারকের ধারকত্বকে সমবায়ের তুল্য ধারকত্ব বলে।
ধারকের শ্রেণি বা সিরিজ বিন্যাস (Combination of series capacitors)
যখন কতকগুলো ধারককে এমনভাবে যুক্ত করা হয় যাতে প্রথম ধারকের দ্বিতীয় পাত দ্বিতীয় ধারকের প্রথম পাতের সাথে, দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাত তৃতীয় ধারকের প্রথম পাতের সাথে ইত্যাদি একের পর এক যুক্ত থাকে এবং সর্বশেষ ধারকের শেষ পাত ভূ-সংযুক্ত থাকে তখন একে শ্রেণিবিন্যাস বলে। শ্রেণিবিন্যাসে অন্তর্ভুক্ত শেষ ধারকের শেষ পাত ছাড়া অন্য পাতগুলো পৃথিবী হতে অন্তরীত অবস্থায় থাকে। ৫ নং চিত্রে 1,2,3 ধারকত্বের তিনটি ধারক AB, CD, EF শ্রেণিবিন্যাসে আছে দেখানো হয়েছে।
প্রথম ধারকের প্রথম পাত -তে পরিমাণ ধন চার্জ প্রদান করলে তড়িৎ আবেশের দরুন এর দ্বিতীয় পাত -তে পরিমাণ ঋণ চার্জ এবং দ্বিতীয় ধারকের প্রথম পাত C-তে Q পরিমাণ ধন চার্জ আবিষ্ট হবে। দ্বিতীয় ধারকের প্রথম পাতের ধন চার্জের দরুন তার দ্বিতীয় পাতে পরিমাণ ঋণ চার্জ এবং তৃতীয় ধারকের প্রথম পাতে � পরিমাণ ধন চার্জ আবিষ্ট হবে।
এভাবে প্রত্যেক ধারকের প্রথম পাত � পরিমাণ ধন চার্জ এবং দ্বিতীয় পাত � পরিমাণ ঋণ চার্জ প্রাপ্ত হবে। প্রথম ধারকের দ্বিতীয় পাত দ্বিতীয় ধারকের প্রথম পাতের সাথে সংযুক্ত বলে তাদের বিভব সমান হবে। একই কারণে দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাত ও তৃতীয় ধারকের প্রথম পাতের বিভব সমান হবে।
তুল্য ধারকত্ব সিরিজ নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ