তাড়িৎ চুম্বক আবেশ ক্লাসটি পলিটেকনিক বেসিক ইলেক্ট্রিসিটি ৬৬৭১১ [Polytechnic Basic Electricity, 66711] কোর্সের অংশ | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical], ডিপ্লোমা ইন ইলেক্ট্রিসিটি [Diploma in Electronics] সহ বেশ কিছু টেকনোলোজির অংশ।
তাড়িৎ চুম্বক আবেশ
তড়িৎচুম্বকত্ব (Electromagnetism): কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেখানে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই নীতির উপর ভিত্তি করেই তড়িচ্চুম্বকত্ব কাজ করে। স্থায়ী চুম্বক যে বলের কারণে ধাতব বস্তুকে আকর্ষণ করে তার সাথে এই ক্ষেত্রের কোনো পার্থক্য নেই। দণ্ড চুম্বকে চৌম্বক ক্ষেত্র উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে প্রবাহিত হয়।
তড়িৎ প্রবাহের মাধ্যমে সৃষ্ট চুম্বককে তড়িৎ চুম্বক বলা হয়। তড়িৎ চুম্বক হল কৃত্রিম উপায়ে তৈরি একটি চুম্বক। পরিবাহী তারের স্প্রিং এর ভেতর কাঁচা লোহার বা ইস্পাতের দণ্ড প্রবেশ করিয়ে তড়িৎ চুম্বক তৈরি করা হয়। এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে দণ্ডটি অস্থায়ী চুম্বকত্ব লাভ করে।
তড়িৎচুম্বক: তড়িৎ প্রবাহের মাধ্যমে সৃষ্ট চুম্বককে তড়িৎ চুম্বক বলা হয়। তড়িৎ চুম্বক হল কৃত্রিম উপায়ে তৈরি একটি চুম্বক। পরিবাহী তারের স্প্রিং এর ভেতর কাঁচা লোহার বা ইস্পাতের দণ্ড প্রবেশ করিয়ে তড়িৎ চুম্বক তৈরি করা হয়। এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে দণ্ডটি অস্থায়ী চুম্বকত্ব লাভ করে। তড়িৎ চুম্বকে তামার তারের পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহমাত্রা বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করা যায়।
UPSC, WBCS, RRB, WBPSC, SSC প্রভৃতি পরীক্ষার জন্য গুরত্বপূর্ণ টপিক – তড়িৎ চুম্বকত্ব (Electromagnetism) এর উপরে এখানে রয়েছে প্রাকটিস মক টেস্ট। পরীক্ষার কথা মাথায় রেখে এই চ্যাপ্টার থেকে আমরা নিয়ে এসেছি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস প্রশ্নোত্তর।
তড়িৎচুম্বকীয় আবেশ এমন একটি প্রক্রিয়া যার ফলে চৌম্বকীয় প্রভাবে একটি পরিবাহীর মধ্যে বিভবের সৃষ্টি হয়। এই প্রক্রিয়া তখনই সংঘটিত হয় যখন একটি পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রের মধ্যে কোন পরিবাহীকে রাখা হয় অথবা কোন স্থির চৌম্বকক্ষেত্রের মধ্যে কোন গতিশীল পরিবাহীকে রাখা হয়। তখন ঐ চৌম্বকক্ষেত্রের চৌম্বকীয় বলরেখা পরিবাহীকে আঘাত করে।
মূলত চৌম্বকক্ষেত্রের চৌম্বকীয় বলরেখা এবং পরিবাহীর মধ্যেকার আপেক্ষিক গতিই তড়িৎ চৌম্বকীয় আবেশ সৃষ্টি করে। সুতরাং একটি গতিশীল চুম্বক বা তরিৎবাহী বর্তনীর সাহায্যে অথবা একটি স্থির তড়িৎবাহী বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাণ কম বেশি করে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষনস্থায়ী তড়িচ্চালক বল ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িত চুম্বক আবেশ বলে। মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম তড়িৎ-চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন, যা ১৮৩১ সালে প্রকাশিত হয়। ১৮৩২ সালে জোসেফ হেনরি পৃথকভাবে এটি আবিষ্কার করেন।
তাড়িৎ চুম্বক আবেশ নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ