চল তড়িৎ এবং এর প্রকারভেদ | Polytechnic Basic Electricity

চল তড়িৎ এবং এর প্রকারভেদ ক্লাসটি পলিটেকনিক বেসিক ইলেক্ট্রিসিটি ৬৬৭১১ [Polytechnic Basic Electricity, 66711] কোর্সের অংশ | চল তড়িৎ কী এবং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [ Bangladesh Technical Educaiton Board, BTEB ] এর পলিটেকনিক [ Polytechnic ] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical ] , ডিপ্লোমা ইন ইলেক্ট্রিসিটি [ Diploma in Electronics ] সহ বেশ কিছু টেকনোলোজির অংশ।

 

চল তড়িৎ এবং এর প্রকারভেদ

 

চল তড়িৎ দুই প্রকার। যথা: ক.একমুখী প্রবাহ। খ.পর্যাবৃত্ত প্রবাহ।

একমুখী প্রবাহ:-তড়িৎপ্রবাহ যদি সর্বদা একই দিকে প্রবাহিত হয় বা সময়ের সাথে যদি তড়িৎপ্রবাহের দিকের কোন পরিবর্তন না হয় তাহলে সে প্রবাহকে সম বা একমুখী প্রবাহ বলে। তড়িৎ কোষ থেকে আমরা একমুখী প্রবাহ পাই।

পর্যাবৃত্ত প্রবাহ:-নির্দিষ্ট সময় পরপর যদি তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয় তবে ঐ তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে বা এসি প্রবাহ বলে।

কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে কী পরিমাণ চার্জ প্রবাহিত হয় তা দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। সুতরাং সময়ের সাপেক্ষে কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে চার্জ প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে t সময়ে যদি q চার্জ সুষমভাবে প্রবাহিত হয় তবে তড়িৎ প্রবাহ (Flow of Electricity) ,

I = q/t

সমক্ষেত্রে তড়িৎ প্রবাহ সুষম নাও হতে পারে। সেক্ষেত্রে প্রবাহকে ক্যালকুলাসের সাহায্যে প্রকাশ করা হয়। অতিক্ষুদ্র dt সময়ে যদি পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে dq চার্জ প্রবাহিত হয় তবে তড়িৎ প্রবাহ(Flow of Electricity),

I = dq/dt

 

 

তড়িৎ প্রবাহের দিক (Direction of The Flow of Electricity):

চল তড়িৎ আবিষ্কারের প্রথম দিকে মনে করা হতো যে ধনাত্বক আধানের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এবং এই ধনাত্মক আধান উচ্চতর বিভব (পানি পূর্ণ বালতি) থেকে নিম্নতর বিভবের (পানি শূন্য বালতি) দিকে প্রবাহিত হয়। তাই তড়িৎ প্রবাহের প্রচলিত দিক ধরা হয় উচ্চতর বিভব (+) থেকে নিম্নতর বিভবের (-) দিকে অথবা তড়িৎ কোষের ধনাত্বক পাত থেকে ঋণাত্বক পাতের দিকে।

কিন্তু আমরা জানি যে, প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহ হলো ঋণাত্বক আধান তথা ইলেকট্রনের প্রবাহের জন্য হয়ে থাকে। ফলে তড়িৎ প্রবাহের প্রকৃত দিক হলো  নিম্নতর বিভব থেকে উচ্চতর বিভবের দিকে অর্থাৎ তড়িৎ কোষের ঋণাত্বক পাত থেকে ধনাত্বক পাতের দিকে।

সুতরাং তড়িৎ প্রবাহের প্রকৃত দিক প্রচলিত দিকের বিপরীত।

 

 

চল তড়িৎ এবং এর প্রকারভেদ নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ

Leave a Comment