লাইট অ্যাকটিভেটেড অ্যালার্ম

আজকে আমাদের আলোচনার বিষয়-লাইট অ্যাকটিভেটেড অ্যালার্ম।

লাইট অ্যাকটিভেটেড অ্যালার্ম

 

লাইট অ্যাকটিভেটেড অ্যালার্ম

 

 ভূমিকা (Introduction) :

এ ধরনের প্রজেক্ট ব্যবহৃত হয় মর্নিং অ্যালার্ম দেওয়ার ক্ষেত্রে। বিভিন্ন প্রয়োজনে সকালে উঠার ক্ষেত্রে বাসাবাড়ি যুদ্ধবহর, মোহরা ইত্যাদি ক্ষেত্রে এ প্রজেক্ট অনেক উপকারী। বাসাবাড়িতে ভেন্টিলেটরে এ অ্যালার্ম সার্কিট স্থাপন করা হয়। সকালের আলো পেলেই এ অ্যালার্ম বেজে উঠে।

প্রয়োজনীয় যন্ত্রাংশ (Essential parts ) :

 

লাইট অ্যাকটিভেটেড অ্যালার্ম

 

সার্কিট বর্ণনা (Circuit description):

এ সার্কিট প্রধানত IC SSS টাইমার আইসির উপর নির্ভর করে। ট্রানজিস্টর BEL-187 রিসের ড্রাইভার হিসাবে ব্যবহৃত হয়। একটি লাইট সেনসর হিসাবে LDR ব্যবহৃত হয়। আলোতে LDR এর রেজিস্ট্যান্স হ্রাস পায় এবং অন্ধকারে LDR এর রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। IC-555 এর এ নং পিনের সাথে প্রিসেট 2K2 এবং 3 নং পিনের সাথে রেজিস্টর R2 (330E) এর মাধ্যমে ট্রানজিস্টর (BEL 187) এর বেসে সংযোগ থাকে।

এ সার্কিটে AC 220V এর সাথে একটি ইলেকট্রিক্যাল বেল (Buzzer) এবং একটি বিলে সংযোগ থাকে। আবার বিলের একপ্রান্তে পজিটিভ ও আরেক প্রান্তে নেগেটিভ সংযোগ থাকে এবং অপর দুই প্রাপ্ত বেল ও AC সাপ্লাইয়ের সাথে সংযুক্ত থাকে। যখন আলোকরশ্মি LDR এর উপর পতিত হয় ট্রানজিস্টরটি On হয়, ফলে রিলেটিও On হয় তখন ইলেকটিক বেলের মাধ্যমে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম দেবার পর সুইচ আবার বন্ধ হয়ে যায়।

 

 

লাইট অ্যাকটিভেটেড অ্যালার্ম

 

কার্যপ্রণালি (Working procedure):

১। লাইট অ্যাকটিভেটেড অ্যালার্মের সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করি।
২। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করি।
৩। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ট্রেইনার বোর্ডে সার্কিট সাজাই।
৪। সার্কিটের ইনপুটে AC 220V সাপ্লাই দেই এবং On/off সুইচের সাথে 6-12V DC সাপ্লাই দেই।
৫। সার্কিট ON করার ব্যবস্থা গ্রহণ করি।
৬। LDR-এর সামনে একটি বাল্ব এর সাহায্যে আলোকরশ্মি প্রদান করি।
৭। LDR আলোকরশ্মি পেলে যদি ইলেকট্রিক বেলটি অ্যালার্ম দেয় তাহলে বুঝতে হবে সার্কিটটি সঠিকভাবে কাজ করছে।
৮। সার্কিট যদি সঠিকভাবে কাজ করে তাহলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট লে-আউট তৈরি করে ।

৯। সার্কিট লে-আউট অনুযায়ী PCB তৈরির প্রক্রিয়াতে PCB তৈরি করি।

১০। PCB ড্রিল করি এবং উক্ত PCB তে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করি। যার ধরন নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো:

 

লাইট অ্যাকটিভেটেড অ্যালার্ম

 

১১। PCB-এর সমস্ত যন্ত্রাংশ ভালোভাবে সোল্ডারিং করি।
১২। উক্ত সার্কিটের ইনপুটে AC 220V এবং ON/ Off সুইচের সাথে DC 6V-12V সংযোগ দেই ।
১৩। সার্কিট চালু করার ব্যবস্থা গ্রহণ করি।
১৪। LDR-এ সূর্যের আলো অথবা বাড়ির আলো দেয়ার ব্যবস্থা নেই।
১৫। সার্কিট যদি সঠিকভাবে কাজ করে তাহলে PCB অনুযায়ী সার্কিটটি একটি কভার বক্সে বন্দি করি।

ডাটা অ্যান্ড রেজাল্ট (Data and results): 

এ সার্কিটের LDR-এর উপর যখন আলোকরশ্মি পতিত হয় তখন রিলের মাধ্যমে ইলেকট্রিক্যাল বেলটি (Buzzer) অ্যালার্ম দেয় এবং পরবর্তীতে সুইচ বন্ধ হয়ে যায়।

যাচাই প্রণালি (Testing procedure):

11 AC 220V ও DC 6-12V এ কোনো সমস্যা আছে কি না তা লক্ষ করি।
২। রিলেটির ভালোমন্দ পরীক্ষা করি।
৩। ইলেকট্রিক বেলটি মিটারের সাহায্যে যাচাই করি।
৪। ট্রানজিস্টরটির ভালোমন্দ মিটারের সাহায্যে যাচাই করি।
৫। ডায়োডটির ভালোমন্দ মিটারের সাহায্যে পরীক্ষা করি।
৬। LDR ও প্রিসেটটি মিটারের সাহায্যে ভালোমন্দ যাচাই করি।
৭। রেজিস্টরগুলো কাটা কি না তা মিটারের সাহায্যে নির্ণয় করি।
৮। PCB-এর কপার সংযোগ ঠিক আছে কি না তা যাচাই করি।
৯। পার্টসগুলো সঠিকভাবে সোল্ডারিং করা হয়েছে কি না তা লক্ষ করি ১০। কোনো সংযোগ শর্ট হয়ে আছে কি না তা মিটারের সাহায্যে যাচাই করি।

 

গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

রিপোর্ট তৈরিকরণ (Prepare of report) :

এ প্রজেক্টটি সম্পন্ন করার ফলে একটি লাইট অ্যাকটিভেটেড অ্যালার্ম সার্কিট সম্পর্কে দক্ষতা অর্জন করা হয়েছে। এখানে একটি সার্কিট নির্বাচন করে প্রয়োজনীয় মালামাল সংগ্রহের মাধ্যমে একটি PCB তৈরি করা হয়েছে। এ ধরনের প্রজেক্ট ব্যক্তিগত ব্যবহারিক কাজ অথবা বাজারজাতকরণের কাজে আসবে। এ প্রজেক্ট ছাত্রজীবন ও কর্মজীবনের অনেক উপকারে লাগবে।

আরও দেখুনঃ

Leave a Comment