আজকে আমাদের আলোচনার বিষয় – থাইরাইট টাইপ অ্যারেস্টার।যা “ বজ্রপাত আরক্ষা ব্যবস্থা” অধ্যায় এর অন্তর্ভুক্ত।
Table of Contents
থাইরাইট টাইপ অ্যারেস্টার
থাইরাইট টাইপ অ্যারেস্টর হচ্ছে বিশেষ ধরনের clay এবং Carborandum মিশ্রনে তৈরি। এর ব্যাস 15cm এবং 19mm পুরু। এর বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিক ভোল্টেজে কারেন্ট প্রবাহে যথেষ্ট বাধা দেয় এবং উচ্চ ভোল্টেজে কারেন্ট প্রবাহে বাধা দেয়না। থাইরাইট টাইপ বা ভালভ টাইপ অ্যারেস্টার একসেট নন-লিনিয়ার রেজিস্টারের সহযোগিতায় উচ্চচাপের লাইনে ব্যবহৃত হয়। এর বিভিন্ন অংশের গঠন ও কার্যনীতি চিত্রের সাহায্যে দেখানো হয়েছে।
গঠন :
এটি দুটি অংশের সমন্বয়ে গঠিত। একটি সিরিজ স্পার্ক গ্যাপ ও অপরটি নন-লিনিয়ার রেজিস্টার ডিস্কের সিরিজ অংশ। এ নন-লিনিয়ার রেজিস্টর ডিস্ক থাইরাইট অথবা ম্যাট্রোসিল এর তৈরি। নন-লিনিয়ার রেজিস্টার ডিস্ক স্পার্ক গ্যাপ এর সাথে সিরিজে সংযুক্ত হয় এবং উভয়ে একটি শক্তভাবে আবদ্ধ পোরসিলিন কন্টেনারে থাকে।
স্পার্ক গ্যাপগুলো সিরিজে সংযুক্ত থাকে। প্রত্যেকটি গ্যাপ সমান স্পেসিং বিশিষ্ট দুটি স্থির ইলেকট্রোডের সমন্বয়ে গঠিত। প্রতিটি গ্যাপ এর ভোল্টেজ সমতার জন্য অতিরিক্ত গ্রেডিং রেজিস্টার গ্যাপ এর আড়াআড়িতে সংযোজন থাকে। গ্যাপগুলোর দূরত্ব এমনভাবে থাকে, যাতে স্বাভাবিক ভোল্টেজের সময় এটি ইনসুলেটর হিসেবে কাজ করে।
নন-লিনিয়ার রেজিস্টরের প্রধান গুণ হচ্ছে স্বাভাবিক ভোল্টেজ প্রয়োগের সময় এটি খুব বেশি রেজিস্ট্যান্স দেখায়। কিন্তু উচ্চ সার্জ কারেন্ট প্রবাহের সময় নিম্ন রেজিস্ট্যান্স দেখায়। অন্য কথায়, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান যতই বাড়তে থাকবে, ততই এর রেজিস্ট্যান্সের মান কমতে থাকবে এবং তৎবিপরীত (Vice-versa) হবে।
কার্যপ্রণালি :
স্বাভাবিক ভোল্টেজের সময় এয়ার গ্যাপগুলো ব্রেকডাউন না হওয়ার কারণে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। কিন্তু উচ্চ ভোল্টেজের সময় সিরিজ গ্যাপগুলোর ব্রেকডাউন ঘটে, ফলে সার্জ কারেন্ট নন-লিনিয়ার রেজিস্টরের মাধ্যমে আর্থে চলে যায়। যেহেতু সার্জ কারেন্টের মান খুবই বেশি সেজন্য সার্জের প্রবাহ পথে নন-লিনিয়ার ইলিমেন্ট খুব অল্পমাত্রার রোধ দেখায়।
এতে সার্জ কারেন্ট খুব তাড়াতাড়ি আর্থে চলে যেতে পারে। সার্জ দূরীভূত হওয়ার পর এ নন লিনিয়ার রেজিস্ট্যান্স উচ্চ মানের রোধ প্রদর্শন করে ও কারেন্ট প্রবাহে বাধা দেয়।
সুবিধাসমূহ (Advantages) :
১। এটি সার্জের বিরুদ্ধে খুবই কার্যকরী ব্যবস্থা (Very effective protection aganist surges);
২। এটি খুবই দ্রুত অপারেট হয়, যেমন- অপারেটিং সময় এক সেকেন্ডেরও কম প্রয়োজন;
৩। এর ইম্পালস রেশিও মোটামুটি ইউনিট (একক)।
অসুবিধাসমূহ (Disadvantages) :
১।এ ধরনের অ্যারেস্টার সার্জ ভোল্টেজ ওয়েভের চূড়াকে প্রোটেকশন দিতে অনেক সময় সক্ষম হয় না। এর জন্য অতিরিক্ত চেক আপ করতে হয়।
২। এ ধরনের অ্যারেস্টারে বাষ্প ঢুকে গেলে পারফরমেন্সের ক্ষতি হয়।
ব্যবহার (Uses) :
১। ট্রান্সফরমার এবং ক্যাবল প্রোটেকশন;
২। স্টেশন টাইপ অ্যারেস্টর পাওয়ার সিস্টেমে 220 KV ভোল্টেজ এবং এর ঊর্ধ্বে ব্যবহৃত হয়;
৩। লাইন টাইপ অ্যারেস্টারে পাওয়ার সিস্টেমে 66KV পর্যন্ত ভোল্টেজে ব্যবহৃত হয়।
আরও দেখুনঃ