Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

RAID level পছন্দ বা নির্বাচন করার পদ্ধতি | অধ্যায়-৮ | ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম

RAID level পছন্দ বা নির্বাচন করার পদ্ধতি

আজকে আমাদের আলোচনার বিষয় – RAID level পছন্দ বা নির্বাচন করার পদ্ধতি যা অধ্যায়-৮ এর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এ অন্তর্ভুক্ত। এটি চার বছর মেয়াদি কোর্সের আলোকে লেখা হয়েছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন ইংরেজি বই অনুসরণ করেই রচনা করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং বিষয়ের যে-কোন বই সম্পূর্ণরূপে বাংলা ভাষায় রচনা করা সম্ভব নয়। এজন্যে কিছু কিছু ইংরেজি শব্দকে বাংলায় অনুবাদ করা হয়নি। ফলে ছাত্রছাত্রীদের হয়ত কিছুটা অসুবিধা হতে পারে।

 

 

RAID level পছন্দ বা নির্বাচন করার পদ্ধতি

DBMS এর জন্য প্রচুর পরিমাণে storage ব্যবহৃত হয়। এজন্য system এর খরচও আনুপাতিক হারে বৃদ্ধি পায়। তাছাড় রয়েছে operation speed, reliability performance এর বিষয়। বিশেষ করে Disk failure এর ক্ষেত্রে recovery ব্যবস্থা কতটুর কার্যকরী এবং RAID এর ক্ষেত্রে rebuild performance কেমন ইত্যাদির উপর database designer কে বিশেষ নজর রাখতে হয় RAID level নির্বাচনের পূর্বে প্রতিটি RAID level সম্বন্ধে পরিষ্কার ধারণা অর্জন করতে হবে। তারপর database এর প্রকৃতি, আকা ও অন্যান্য বৈশিষ্ট্য অনুযায়ী সঠিক RAID level নির্বাচন বা পছন্দ করতে হবে। নিম্নে RAID level choice করার factor-সম্ উল্লেখ করা হয়।

১। প্রয়োজনীয় অতিরিক্ত disk storage এর জন্য monetary খরচ বিবেচনা করতে হবে।

 

 

২। I/O operation এর সংখ্যার উপর ভিত্তি করে প্রয়োজনীয় Performance আছে কিনা তা দেখতে হবে।

৩। যখন Disk fail করে তখন RAID level এর performance কেমন থাকে তা চিন্তা করে RAID level নির্বাচন করতে হবে ৪। Rebuild এর সময় অর্থাৎ যখন একটি fail disk এর data অন্য একটি নতুন disk এ rebuilt হয় তখনকার performanc কেমন থাকে তা বিবেচনায় এনে RAID level নির্বাচন করতে হবে।

 

 

আরও দেখুনঃ

Exit mobile version