আজকে আমাদের আলোচনার বিষয়-কন্ট্রোলারের দক্ষতা যাচাই ।যা ওয়াটার লেভেল কন্ট্রোলার ডিজাইন ও তৈরিকরণ এর অন্তর্ভুক্ত।
কন্ট্রোলারের দক্ষতা যাচাই
যাচাই প্রণালিঃ
১। DC 9V ও AC 220V-এর কোনো সমস্যা আছে কি না লক্ষ করি।
২। মিটারের সাহায্যে রেজিস্টরগুলোর ভালোমন্স পরীক্ষা করি ।
৩। মিটারের সাহায্যে ট্রানজিস্টরটির ভালোমন্দ পরীক্ষা করি।
৪। ট্যাংকের কপার দণ্ডগুলো সঠিকভাবে স্থাপন করি
৫। মোটরের ভালোমন্দ পরীক্ষা করি।
৬। মিটারের সাহায্যে রিলের ভালোমন্দ পরীক্ষা করি।
৭। PCB এর সমস্ত যন্ত্রাংশ ভালোভাবে সোল্ডারিং করা আছে কি না লক্ষ করি।
৮। PCB-এর কপার সংযোগ ঠিক আছে কি না তা যাচাই করি।
৯। কোনো সংযোগ শর্ট হয়ে আছে কি না তা মিটারের সাহায্যে যাচাই করি।

তৈরির খরচ বিশ্লেষণ
এ প্রজেক্টটি সম্পন্ন বা তৈরি করতে যে খরচ হবে নিম্নে তার সম্ভাব্য হিসাব বিশ্লেষণ তালিকার মাধ্যমে করা হলো—
১। টাইমার আইসি (IC 555) = ৩00/-
২। ট্রানজিস্টর (BC – 148 )= ২0/-
৩। রেজিস্টর (560E, 220k. 390k. 470k)=৮/-
৪। রিলে (9V)=৪০/-
৫। আইসি বেস (8 pin)=১০/-
৬। পিসিবি = ১00/-
৭। পানির ট্যাংক = ১৫০০/-
৮। মোটর =২৫00/-
৯। টিল্ড কপার ওয়ার= ২00/
১০। অন্যান্য -৫00/-
মোট = ৫১৭৮/-
অর্থাৎ একটি ওয়াটার লেভেল কন্ট্রোলার প্রজেক্ট সম্পন্ন করতে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো লাগতে পারে।
ডিজাইন এবং তৈরির বিশ্লেষণ (Analyze the design and construction)ঃ
এ প্রজেক্টটি সম্পন্ন করার মাধ্যমে একটি ওয়াটার লেভেল ট্যাংক মোটর কন্ট্রোলার সার্কিট সম্পর্কে দক্ষতা অর্জন করা হয়েছে। এখানে একটি সার্কিট নির্বাচন করে প্রয়োজনীয় মালমাল সংগ্রহের মাধ্যমে একটি PCB তৈরি করা হয়েছে। এ ধরনের প্রজেক্ট ব্যক্তিগত ব্যবহারিক কাজ অথবা বাজারজাতকরণের কাজে আসবে। এ প্রজেক্টটি সম্পন্ন করার ফলে ছাত্রজীবন ও কর্মজীবনে অনেক উপকারে আসবে।
আরও দেখুনঃ