ট্রুথ টেবিল এন্ড সার্কিট অফ অর গেট | Digital Electronics and Microprocessor

ট্রুথ টেবিল এন্ড সার্কিট অফ অর গেট ক্লাসটি ডিজিটাল ইলেকট্রনিক্স এবং মাইক্রোপ্রসেসর [ Digital Electronics and Microprocessor ] কোর্সের “অধ্যায় ২য়, বেসিক ডিজিটাল সার্কিট [ 2nd Chapter, Basic Digital Circuit ]” | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical], “৫ম সেমিস্টার, ইলেকট্রিকাল টেকনোলজি [ 5th Semester, Electrical Technology ]” এ পড়ানো হয়।

 

ট্রুথ টেবিল এন্ড সার্কিট অফ অর গেট

 

অর গেইট (OR gate) আউটপুট থাকবে এবং যদি সমস্ত ইনপুট লাে (Low) হয় তবে আউটপুটও লাে হবে। নট গেইট (NOT gate) ৪ NOT gate কে ইনভার্সন গেইটও বলা হয়। বুলিয়ান ইনভার্সন বা কমপ্লিমেন্ট করার জন্য কম্পিউটারে ব্যবহার করা হয় NOT গেইট। এই গেইটটিতে কেবলমাত্র একটি ইনপুট ও একটি আউটপুট থাকে এবং আউটপুট হাই হবে যদি ইনপুট লাে হয়।

আবার সার্কিটের আউটপুট লাে হবে যদি ইনপুট হাই হয়। সুতরাং একটি NOT গেইটের ইনপুটে যে ডিজিটাল তথ্যই দেয়া হউক না কেন আউটপুটে সর্বদা কমপ্লিমেন্ট বা ইনভার্টেড তথ্যই পাওয়া যায়। তাই অনেক সময় NOT গেইটকে ইনভার্টারও (Inverter) বলা হয়ে থাকে।

 

অর গেইট ব্যবহার করা হয় বুলিয়ান যোগের জন্য। এই গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে।

 

সার্কিট অফ অর গেট

 

অর গেইটের যেকোন একটি ইনপুট হাই (লজিক্যাল 1) হলে এর আউটপুট হাই (লজিক্যাল 1) হবে। সকল ইনপুট লো (লজিক্যাল 0) হলে এর আউটপুট লো হবে (লজিক্যাল 0) ।

 

অর গেইট ট্রুথ টেবিল:

 

ইনপুট আউটপুট
A B Y
0 0 0
0 1 1
1 0 1
1 1 1

আমরা দুই ইনপুট বিশিষ্ট অর গেইট রেজিস্টর এবং ট্রানজিস্টর দিয়ে তৈরি করবো।

প্রয়োজনীয় পার্টস:

  • ব্রেড বোর্ড
  • LED
  • রেজিস্টর
    • R1,R2 = 10kΩ
    • R3 = 5kΩ
  • ট্রানজিস্টর Q1, Q2 = 2N2222
  • ব্রেড বোর্ড কানেক্টর
  • 5V পাওয়ার সাপ্লাই
  • SPST সুইচ
  • মেল হেডার কানেক্টর

 

 

ট্রুথ টেবিল এন্ড সার্কিট অফ অর গেট নিয়ে বিস্তারিত :

Leave a Comment