এসি সিরিজ সার্কিট ক্লাসটি ডিজিটাল “ইলেকট্রিকাল সার্কিট- ১ [ Electrical Circuit-1 ]” কোর্সের “Chapter 9 (AC Series Circuit Containing Resistance, Inductance and Capacitance)” | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical], “২য় সেমিস্টার, ইলেকট্রিকাল [ 2nd Semester, Electrical ]” এ পড়ানো হয়।
Table of Contents
এসি সিরিজ সার্কিট
সিরিজ সার্কিট এর সংজ্ঞা : প্রথম রেজিষ্টরের ২য় প্রান্ত, দ্বিতীয় রেজিষ্টরের ১ম প্রান্ত, দ্বিতীয় রেজিষ্টরের ২য় প্রান্ত তৃতীয় রেজিষ্টরের ১ম প্রান্ত এই ভাবে দুই বা ততোধিক রেজিষ্টরের একটি পর একটি সংযোগ করা হয় তাকে সিরিজ সার্কিট বলে। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য: কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে। এখানে রেজিস্টার এর মাধ্যমে দেখানো হয়েছে লোডের ক্ষেত্রে একই রকম সংযোগ করতে হবে।

সিরিজ সার্কিট এর ব্যবহার :
১. সিরিজ সার্কিট বিভিন্ন আলোকসজ্জার কাজে ব্যবহার করা হয়। 2. বৈদ্যুতিক মোটর, জেনারেটরের কোয়েলকে সিরিজ সংযোগ করা হয়। 3. টর্চ লাইট, রেডিও, ইলেকট্রিক ঘড়ি, টেলিভিশন ইত্যাদি লোডে ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। 4. ভোল মিটারের সাথে মাল্টিপ্লেয়ার হিসেবে সিরিজ সার্কিট ব্যবহার করা হয়।
সিরিজ সার্কিটের সুবিধা :
১/ ভোল্টেজ বেশি হলে একাধিক লোড কে সিরিজ কানেকশন করে ব্যবহার করা যায়।
২/ সিরিজে ব্যবহৃত ডিভাইস গুলো দীর্ঘস্থায়ী হয়।
৩/ সিরিজ সার্কিটে প্রতিটা লোডে একই কারেন্ট প্রবাহিত হয়।
৪/ সিরিজ সার্কিটে কারেন্ট এর মান স্থির থাকে কোনো পরিবর্তন হয় না ।
৫/ একটি সুইচ এর মাধ্যমে সবগুলো নিয়ন্ত্রণ করা যায়।
সিরিজ সার্কিট এর অসুবিধা:
১/ যেকোনো একটি লোড নষ্ট হলে বাকিগুলো অকেজো হয়ে যায়।
২/ একটি লোড চালানোর প্রয়োজন হলে তা সম্ভব হয় না।
৩/ সবগুলো লোডের মান একই হতে হবে। না হলে ভোল্টেজ এর তারতম্য দেখা যাবে।
৪/ সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায় ফলে অধিক লোড হলে সঠিক কাজ করে না।
৫/ লোড যত বেশি হয় রেজিস্ট্যান্স ততোই বাড়তে থাকে।
সিরিজ সার্কিটে এর বৈশিষ্ট্য:
সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স সূত্র:
লোড বাড়লে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় তাই সব গুলার মান যোগ করে চূড়ান্ত রেজিস্ট্যান্স মান হিসেবে বিবেচিত হবে।
Rt=R1+R2+3+……… n
সিরিজ সার্কিটের কারেন্ট সূত্র:
যেহেতু সবগুলো লোডের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়। তাই লোড যতই বৃদ্ধি হোক কারেন্টের মান কোন পরিবর্তন হয় না।
It-11-12-13+…………….In
সিরিজ সার্কিটের ভোল্টেজ সূত্র:
সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায় তাই সবগুলো লোডের ভোল্টেজের যোগফলের সমান।
Vt=V1+V2+V3+………Vn

এসি সিরিজ সার্কিট নিয়ে বিস্তারিত :