এসি অ্যামিটারের সাহায্যে এসি কারেন্ট পরিমাপ ক্লাসটি ইলেক্ট্রিকাল সার্কিট-১, ৬৬৭২১ [ Electrical Circuit – 66721 ] কোর্সের অংশ | এসি অ্যামিটারের সাহায্যে এসি কারেন্ট পরিমাপ [ Measure AC current with the help of AC ammeter ] দেখানো হয়েছে এই ভিডিওটিতে।
এসি অ্যামিটারের সাহায্যে এসি কারেন্ট পরিমাপ
এসি অ্যামিটার কি
বৈদ্যুতিক সার্কিটের যেকোনো শাখার মধ্য দিয়ে প্রবাহিত বিকল্প কারেন্ট পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে এসি অ্যামিটার বলে। এসি যন্ত্রগুলি ভোল্টেজ বা কারেন্টের rms মান পরিমাপ করে।
একটি বর্তনীতে কারনেট পরিমাপ করতে একটি এসি অ্যামিটার ব্যবহার করা হয়। যখন একটি প্রদত্ত সরাসরি প্রবাহ সার্কিটের মধ্য দিয়ে যায়। এসি অ্যামিটারটি 3 এ রিড করে। যখন সার্কিটের মধ্য দিয়ে আরেকটি বিকল্প কারেন্ট যায়, তখন এসি অ্যামিটারটি 4A পড়ে। যখন একটি প্রদত্ত সরাসরি ধ্রুবক প্রবাহ সার্কিটের মধ্য দিয়ে যায়, তখন এসি অ্যামিটারটি 3 অ্যাম্পিয়ার রিড করে। যখন সার্কিটের মধ্য দিয়ে একটি বিকল্প কারেন্ট যায়, তখন এসি অ্যামিটার 4 অ্যাম্পিয়ার রিড করে ।
AC কারেন্ট :- সময়ের সাথে যে কারেন্টের দিক এবং মানের পরিবর্তন হয় তাকে এসি কারেন্ট (Current) বলা হয় “। অর্থাৎ এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট এর মানে হচ্ছে পরিবর্তনশীল বিদ্যুৎ বা তড়িৎ। এখানে তড়িৎ প্রবাহের দিক একটি নির্দিষ্ট সময় পর পর বিপরীতগামী হয়ে থাকে। অর্থাৎ একবার নেগেটিভ হয় আবার একবার পজেটিভ হয়। এই একবার নেগেটিভ এবং একবার পজেটিভ সাইকেলের মাধ্যমেই কারেন্ট প্রবাহিত হয়।

★ উৎস বা Source :-
* এসি সার্কিটে জেনারেটর উৎস হিসেবে ব্যবহিত হয়।
* ডিসি সার্কিটে উৎস হিসেবে ব্যাটারি বা ডিসি জেনারেটর ব্যবহিত হয়।
★ উপাদান :-
* এসি সার্কিটে উপাদান হিসেবে রেজিস্ট্যান্স,ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স ব্যবহার হয়।
* ডিসি সার্কিটে উপাদান হিসেবে শুধুমাত্র রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়।
★রূপান্তর :-
* রেকটিফায়ারের সাহায্যে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করা যায়।
* ডিসি কারেন্টকে সহজে এসি কারেন্টে রূপান্তরিত করা যায় না আর করা গেলেও অনেক কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে থাকে।

এসি অ্যামিটারের সাহায্যে এসি কারেন্ট পরিমাপ নিয়ে বিস্তারিত :