আজকে আমাদের আলোচনার বিষয়-সালফার হেক্সাক্লোরাইড( Sulphar Hexafloride) এর সুবিধা ও অসুবিধা।যা “সার্কিট ব্রেকারের গঠন ও কার্যপ্রণালি” অধ্যায় এর অন্তর্ভুক্ত।
সালফার হেক্সাক্লোরাইড, Sulphar Hexafloride) এর সুবিধা ও অসুবিধা
বিশুদ্ধ সালফার হেক্সাক্লোরাইড একটি নিষ্ক্রিয় ভারী গ্যাস। এটি 9°C (48°F তাপমাত্রা এবং 220 পিএসআই, জি) তাপমাত্রা পর্যন্ত গ্যাসীয় অবস্থায় থাকে। এর ঘনত্ব বায়ুর চেয়ে গুণ বেশি এবং তাপ সঞ্চালন ক্ষমতা বায়ুর তুলনায় 1.5 গুণ বেশি। তাছাড়া এটি অদাহ্য, অবিষাক্ত, গন্ধহীন এবং ইলেকট্রোনেগেটিভ গ্যাস। সর্বোপরী এটি উত্তম ডাই ইলেকট্রিক শক্তি সম্পন্ন ও অগ্নি নির্বাপক পদার্থ। উচ্চ চাপে এর ডাই ইলেকট্রিক স্ট্রেংথ বৃদ্ধি পায় ।
SF6 সার্কিট ব্রেকারের সুবিধা এবং অসুবিধাসমূহ :
সুবিধাসমূহ (Advantages) :
১। SF, গ্যাসের আর্কিং নির্বাপণ ক্ষমতা উন্নত বিধায় আর্কিং টাইম কম লাগে।
২। বাতাসের চেয়ে SF, গ্যাসের ডাই-ইলেকট্রিক শক্তি 2 হতে 3 গুণ বিধায় বেশি কারেন্টের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
৩। অপারেশনের সময় এর শব্দ (Noise) হয় না ও বাইরের বাতাসে কোনো কিছু পরিত্যাগ করে না।
৪। আর্দ্রতাজনিত অসুবিধা হয় না ।
৫। SF, গ্যাসে আগুন লাগার ভয় নেই। কারণ, এ গ্যাস অদাহ্য।
৬ । কোনো কার্বন জমা হয় না।
৭। মেরামত খরচ কম, হালকা ফাউন্ডেশন প্রয়োজন এবং কম অক্সিলারি যন্ত্রপাতি লাগে।
৮। এ ধরনের ব্রেকার পরিপূর্ণভাবে বাইরের বাতাস থেকে Sealed করা হয়, যাতে কোনোরূপ দুর্ঘটনা না ঘটে।
অসুবিধাসমূহ (Disadvantages) :
১। SF, গ্যাসের দাম বেশি হওয়ায় এ ব্রেকার ব্যয়বহুল।
২। রিজারভারে পর্যাপ্ত গ্যাস জমা রাখতে হয়।
৩। প্রত্যেক অপারেশনের পর SF গ্যাস পূর্বের অবস্থানে নেওয়ার প্রয়োজন বিধায় অতিরিক্ত যন্ত্রপাতি লাগে।
ব্যবহার (Uses) : একক ইউনিট ব্যবহার করে ভোল্টেজ রেঞ্জ 50-80 KV পর্যন্ত এবং কারেন্ট রেঞ্জ 60 KA পর্যন্ত ব্যবহৃত হয়। আবার একের অধিক ইউনিট ব্যবহার করে 115kV থেকে 20 MV পর্যন্ত ব্যবহার করা যায় এবং পাওয়ার রেটিং 10 MVA থেকে 20 MVA পর্যন্ত হয়। তিন সাইকেলের মধ্যেই এর ইন্টারাপটিং ক্রিয়া সম্পন্ন করা যায়।
আরও দেখুনঃ