আজকে আমাদের আলোচনার বিষয়-ক্ল্যাপ সুইচ।
ক্ল্যাপ সুইচ
ভূমিকা (Introduction) :
এটি একটি মজার প্রজেক্ট। এ প্রজেক্ট ব্যবহৃত হয় যে-কোনো ইকুইপমেন্ট হাতের তালির শব্দ দিয়ে ON/OFF করার ক্ষেত্রে। এ সার্কিট ব্যবহার করে বাহু, ফ্যান, টিভিসহ বিভিন্ন ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ON OFF করা যায়। এটা জাদুর মতো কারা করে।
প্রয়োজনীয় যন্ত্রাংশ (Essential parts ) :
১। ট্রানজিস্টর (TR-BC 149B)- ৪ টি
২। ডায়োড (Diode- IN 4002)- ১ টি
৩। ডায়োড (Diode – IN 4148)- ৪ টি
৪। ক্যাপাসিটর (Capacitor 0.01 (103)- ১ টি
৫। ক্যাপাসিটর (Capacitor 0.04 (403)- ২ টি
৬। ক্যাপাসিটর (Capacitor 100F 16V)- ১ টি
৭।cafe (Resistor-15k-Brown- Green -Orange-Golden)- ১ টি
৮।caferbe (Resistor-2M2-Red-Red-Green-Golden)- ৩ টি
৯। রেজিস্টর (Resistor-270k Red Violet Yellow- Golden) – ১ টি
১০।(Resistor-3k3-Orange-Orange – Red-Golden)- ১ টি
১১। রেজিস্টর (Resistor-27k-Red Violet Orange – Golden)- ২টি
১2 ।Cafe (Resistor-1k5- Brown -Green-Red-Golden)- ২টি
১৩।So cafepta (Resistor-10k-Brown-Black- Orange – Golden) ২টি
১৪। রেজিস্টর (Resistor-2K2 Red Red Red Golden)
১৫ । কন্ডেন্সার মাইক্রোফোন (Condenser microphone)- ১ টি
১৬। ট্রান্সফরমার (Transformer, 0-12V, 500mA )- ১ টি
১৭। রিলে (Relay-12V Single Change Over)- ১ টি
১৮ । পিসিবি (PCB)-১টি
১৯। ট্রেইনার বোর্ড (Trainer board)—১টি
২০। টেলিভিশন বা যে-কোনো ইকুইপমেন্ট (Television or any equipment)- ১ টি
২১। মাল্টিমিটার (Multimeter).- ১ টি
২২। সোল্ডারিং আয়রন ( Soldering iron )- ১ টি
২৩। সোল্ডারিং লেড ( Soldering lead)- প্রয়োজনমতো
২৪। কানেকটিং ওয়্যার (Connecting wire flexible)- প্রয়োজনমতো
সার্কিট বর্ণনা (Circuit description) :
এ প্রজেক্টের সার্কিটে একটি কন্ডেন্সার মাইক্রোফোনের সাহায্যে হাতের তালির শব্দ ধরে বা গ্রহণ করে। মাইক্রোফোনের পজিটিভ টার্মিনালের সাথে একটি 15k এর রেজিস্টর সংযোগ থাকে।
মাইক্রোফোনের গৃহীত শব্দটি ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে ক্যাপাসিটর C1 (0.01) থেকে ট্রানজিস্টর Q1 (BC 149B) এর বেসে প্রদান করে।
Q একটি NPN ট্রানজিস্টর। এ ট্রানজিস্টরের মাধ্যমে উক্ত সিগন্যাল অ্যামপ্লিফাই হয়ে ক্যাপাসিটর C (0.04) এবং ডায়োড D (IN4148) এর ভিতর দিয়ে ট্রানজিস্টর Q&(BC 149B) এর বেসে প্রবেশ করে। Q ট্রানজিস্টরও উক্ত সিগন্যাল অ্যামপ্লিফাই করে রেজিস্টর Rs (10k) এর ভিতর দিয়ে ট্রানজিস্টর Q♭(BC149B) বেসে প্রবেশ করে।
Qs ট্রানজিস্টর উক্ত সিগন্যাল আবার অ্যামপ্লিফাই করে। পরবর্তীতে উক্ত সিগন্যাল রেজিস্টর R♭(10k) এর মধ্যদিয়ে ট্রানজিস্টর Q: (BC 149B) এর বেসে প্রবেশ করে ফিডব্যাক সম্পন্ন করে। আবার ট্রানজিস্টরের বর্ধিত সিগন্যাল ডায়োড D (IN4148) এবং রেজিস্টর R,, (2k2) এর মধ্য দিয়ে ট্রানজিস্টর Q. (BC 149B) এর বেগে প্রবেশ করে।
Q. ট্রানজিস্টর উক্ত সিগন্যাল চূড়ান্তভাবে অ্যামপ্লিফাই করে রিলে (12V) এ প্রবেশ করে এবং উক্ত সিগন্যাল অনুযায়ী রিলে ON/OFF হয়। এ রিলের ON/OF এর মাধ্যমে লোডে ব্যবহৃত ইকুইপমেন্ট ON/OFF হয়। সাধারণত প্রথম হাতের শব্দে রিলে ON এবং দ্বিতীয় হাতের তালির শব্দে রিলে OFF হয়।
এ সার্কিট পরিচালনা করার জন্য 12V ডিসির প্রয়োজন হয়, একটি স্টেপডাউন ট্রান্সফার (0-12V, 500mA) এর সাহায্যে এবং রেকটিফায়ার সার্কিট D, (IN4007) এর সাহায্যে।
সার্কিট ডায়াগ্রাম (Circuit diagram) :
কার্যপ্রণালি (Working procedure):
১। একটি ক্যাপ সুইচের সার্কিটের ডায়াগ্রাম সংগ্রহ করি।
২। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করি।
১। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ট্রেইনার বোর্ডে সার্কিট সাজাই।
৪। সার্কিটের সাথে নিয়ন্ত্রণযোগ্য লোড অর্থাৎ একটি টিভির সরবরাহ Ac 220V এর সাথে ভালোভাবে সংযোগ প্রদান করি।
৫ । সার্কিট পরিচালনার জন্য AC 220V-এর সাথে সরবরাহ প্রদান করে 12V ডিসি উৎপন্ন করার মতো করে সংযোগ প্রদান করি।
৬। সার্কিট ON করার ব্যবস্থা গ্রহণ করি।
৭। হাতের তালির শব্দ করে সার্কিট পর্যবেক্ষণ করি।
৮। সার্কিট যদি সঠিকভাবে কাজ করে তাহলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট লে-আউট তৈরি করি।
৯। সার্কিট লে-আউট অনুযায়ী PCB তৈরির প্রক্রিয়াতে PCB তৈরি করি।
১০। PCB ড্রিল করি এবং উক্ত PCB তে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করি। যার ধরুন নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলোঃ
১১। PCB-এর সমস্ত যন্ত্রাংশ ভালোভাবে সোল্ডারিং করি।
১২। সার্কিটের সাথে লোডের সংযোগ ব্যবস্থা গ্রহণ করি
১৩। সার্কিটে প্রয়োজনীয় পাওয়ার সরবরাহ করি।
১৪। হাতের তালির শব্দ করে সার্কিটটি ভালোভাবে পর্যবেক্ষণ করি।
১৫। সার্কিটটি যদি সঠিকভাবে কাজ করে তাহলে একটি কভার বক্সে PCB টি বন্দি করি।
যাচাই প্রণালি (Testing procedure):
১। সার্কিটে সরবরাহকৃত AC 220V এ কোনো সমস্যা আছে কি না লক্ষ করি।
২। মিটারের সাহায্যে মাইক্রোফোনটির ভালোমন্স পরীক্ষা করি ।
৩। মিটারের সাহায্যে ট্রানজিস্টরগুলোর ভালোমন্দ পরীক্ষা করি।
৪। মিটারের সাহায্যে ডায়োডগুলোর ভালোমন্দ পরীক্ষা করি।
৫। মিটারের সাহায্যে রেজিস্টরগুলোর ভালোমন্দ পরীক্ষা করি।
৬। মিটারের সাহায্যে ট্রান্সফরমারটির ভালোমন্দ পরীক্ষা করি।
৭। মিটারের সাহায্যে রিলেটির ভালোমন্দ পরীক্ষা করি।
৮। ব্যবহারকারী লোডে সমস্যা আছে কি না তা যাচাই করি।
৯। PCB-এর সকল যন্ত্রাংশ ভালোভাবে সোল্ডারিং করা আছে কি না তা যাচাই
১০। PCB-এর কপার সংযোগ ঠিকমতো হয়েছে কি না তা যাচাই করি।
১১। সার্কিটের কোনো অংশ শর্ট হয়ে আছে কি না তা মিটারের সাহায্যে যাচাই করি।

রিপোর্ট তৈরিকরণ (Prepare of report):
এ প্রজেক্ট সম্পন্ন করার মাধ্যমে একটি ক্ল্যাপ সুইচিং সার্কিট সম্পর্কে দক্ষতা অর্জন করা হয়েছে। এখানে প্রথমে একটি সার্কিট ডায়াগ্রাম নির্বাচন করে প্রয়োজনীয় মালামাল সংগ্রহের মাধ্যমে একটি PCB তৈরি করা হয়েছে।
এ ধরনের প্রজেক্ট ব্যক্তিগত ব্যবহারিক কাজ অথবা বাজারজাতকরণের কাজে আসবে। এ প্রজেক্টটি সম্পন্ন করার ফলে ছাত্রজীবন ও কর্মজীবনে অনেক উপকারে আসবে।
আরও দেখুনঃ