Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

সিস্টেম ওয়্যারিং

সিস্টেম ওয়্যারিং

আজকে আমাদের আলোচনার বিষয়-সিস্টেম ওয়্যারিং ।যা একটি সোলার পাওয়ার সিস্টেম প্রস্তুত এর অন্তর্ভুক্ত।

সিস্টেম ওয়্যারিং

 

 

সিস্টেম ওয়্যারিং করার সময় সাধারণত দুই ধরনের কানেকশন দেওয়া হয়ঃ

১। প্যারালাল সংযোগঃ প্যারালাল সংযোগ ভোল্টেজসমূহ এক থাকে, কিন্তু কারেন্টের পরিমাণ সংযুক্ত লোডের চাহিদা অনুযায়ী ভাগ হয়ে যায়। সৌর বিদ্যুৎ সিস্টেমে ওয়্যারিং করার সময় প্যারালাল সংযোগ ওয়্যারিং করা হয়ে থাকে।

অনেক স একাধিক সোলার প্যানেল বা ব্যাটারিকে ১২ ভোল্ট অবস্থায় রেখে বেশি কারেন্ট পেতে হলে প্যারালাল সংযোগ দিতে হবে। প্যারালাল সংযোগ দেয়ার নিয়ম হলো সব (+) তার হিসাবে ও সব (-) তারগুলোকে একটি কমন (-) তার হিসাবে সংযোগ দিতে হবে।
২। সিরিজ সংযোগঃ সিরিজ সংযোগ কারেন্টসমূহ এক থাকে, কিন্তু ভোল্টেজের পরিমাণ বেড়ে যায়। সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ওয়্যারিং করার সময় কখনো সিরিজ সংযোগ ওয়্যারিং করা যাবে। সৌর বিদ্যুৎ সিস্টেমে ১২V এর বেশি।

যেমন- 24V, B8V, 42 ইত্যাদি পেতে হলে ব্যাটারি ও সৌর প্যানেল উভয়কেই সিরিজে সংযোগ দিতে হবে, যেখানে কারেন্টসমূহ এক থাকে, কিন্তু ভোস্টেজের পরিমাণ বেড়ে যায়। সিরিজ সংযোগে একটির (+) প্রান্তের সাথে অপরটির (-) প্রাপ্ত সংযোগ দিতে হয় ।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

বাড়ি ওয়্যারিঃ বাড়ি ওয়্যারিং-এর উপর সিস্টেমের দক্ষতা নির্ভর করে। তাই বাড়ি ওয়্যারিং করার সময় খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সীমিত তার ব্যবহার করে ডায়াগ্রাম অনুসারে সরলভাবে ওয়্যারিং করতে হবে। সংযোগসমূহ সঠিকভাবে দিতে হবে।

মনে রাখতে হবে— একটি নিখুঁত ওয়্যারিং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, সিস্টেমের কর্মদক্ষতা ও আয়ু বৃদ্ধি করে। অপরদিকে একটি ভুল ওয়্যারিং সিস্টেমের মারাত্মক ক্ষতিসাধন করতে পারে। বাড়ি ওয়্যারিং-এর সময় খেয়াল রাখতে হবে যেন সমস্ত লোড (বৈদ্যুতিক সমাগ্রীসমূহ) ব্যাটারি সাথে প্যারালাল কানেকশন থাকে এবং সুইচগুলো এদের সঙ্গে সিরিজ থাকে।

 

 

কোনো অবস্থাতেই লোডগুলো। সিরিজে লাগানো চলবে না। কারণ সিরিজে লাগানো লোডগুলো ভোল্টেজ ভাগাভাগি করে নেয় বলে প্রতিটি লোডে পর্যাপ্ত পাওয়ার পৌঁছে না। ফলে কোনো লোড চলবে না।

আরও দেখুনঃ

Exit mobile version