Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

সংযোগকৃত সার্কিট প্রস্তুত

সংযোগকৃত সার্কিট প্রস্তুত

আজকে আমাদের আলোচনার বিষয়-সংযোগকৃত সার্কিট প্রস্তুত।যা ফ্যান রেগুলেটর (ইলেকট্রনিক টাইপ) ডিজাইন এবং তৈরিকরণ এর অন্ত্ররভুক্ত।

সংযোগকৃত সার্কিট প্রস্তুত

 

 

এ সার্কিটের প্রধান অংশ হচ্ছে ট্রায়াক, যার সাহায্যে সার্কিটের ফেইজ নিয়ন্ত্রণ হয়ে থাকে। একটি পরিবর্তনশীল রেজিস্টর(Potentiometer) ব্যবহার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় সার্কিটে ক্যাপাসিটি C, (0.04F/ 400V) ডিসচার্চ অবস্থায় থাকে।

তখন ইনপুট AC ভোগেজ সরবরাহ করা হলে ক্যাপাসিটরটি চার্জ হতে থাকে। এ চার্জিত ভোল্টেজের মান DIAC এর ব্রেক ডাউন ডোস্টেলের সমান হলে DIAC টি ট্রিগার হয়, ফলে ক্যাপাসিটরটি DIAC-এর মাধ্যমে ডিসচার্জ হতে থাকে। ডিসচার্জকৃত ডোস্টেজটি TRIAC-এর গেটে ট্রিগারিং Voltage হিসাবে প্রয়োগ করা হয়।

ফলে TRIAC টি টার্ন অন হয় এবং লোডে (বার/ক্যান) ডোস্টেজ সরবরাহ করে। TRIAC এর গেটে প্রয়োগকৃত ভোল্টেজের মান RC টাইম কনস্ট্যান্ট-এর উপর নির্ভরশীল। সার্কিটের কন্ট্রোল রেজিস্টর 47K এর মানকে নিয়ন্ত্রণ করে ক্যাপাসিটি, C, এর চার্জ-ডিসচার্জ সময় নিয়ন্ত্রণ করা যায়।

যার মান অনুসারে TRIAC-এর ট্রিগারিং নিয়ন্ত্রণ করে লোডে সরবরাহকৃত AC ভোল্টেজকে রেগুলেট করা যায়। যদি এ সার্কিটের DIAC টি পাওয়া না যায়, তাহলে উক্ত DIAC-এর পরিবর্তে ট্রানজিস্টর BC 146 ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে ট্রানজিস্টরের বেস টার্মিনালকে বাদ রেখে ইমিটার এবং কালেক্টর টার্মিনাল ব্যবহার করতে হবে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

১। লাইট ডিমার’ অথবা ‘ফ্যান স্পিড কন্ট্রোল’ এর সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করি।

২। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করি।

৩। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ট্রেইনার বোর্ডে সার্কিট সাজাই।

৪। সার্কিটের আউটপুটে লোড হিসাবে একটি বাল্ব অথবা ফ্যান সংযোগ দেই।

৫। সার্কিটের ইনপুটে টু-পিন প্লাগের সাথে AC 220V পাওয়ার সরবরাহ করি। ৬। সার্কিট On করার ব্যবস্থা গ্রহণ করি।

৭। কন্ট্রোল রেজিস্টর 47K দ্বারা লোডকে নিয়ণ কৰি ।

৮। সার্কিট যদি সঠিকভাবে কাজ করে তাহলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট লে-আউট তৈরি করি।

৯। সার্কিট লে-আউট অনুযায়ী PCB তৈরির প্রক্রিয়াতে PCB তৈরি করি।

১০। PCB ড্রিল করি এবং উক্ত PCB তে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করি। যার ধরন নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো-

 

১১। PCB-এর সমস্ত যন্ত্রাংশ ভালোভাবে সোল্ডারিং করি।

১২। উক্ত সার্কিটের আউটপুটে লোড এবং ইনপুটে AC 220V সরবরাহের ব্যবস্থা নেই।

১৩। সার্কিটটি চালু করার ব্যবস্থা গ্রহণ করি।

১৪। সার্কিটের কন্ট্রোল রেজিস্টর 47K যারা লোড নিয়ন্ত্রণ করি।

১৫। সার্কিট সঠিকভাবে কাজ করলে PCB অনুযায়ী সার্কিটটি একটি কভার বক্সে বন্দি করি।

আরও দেখুনঃ

Exit mobile version