বৈদ্যুতিক বিভব ও সমবিভব তল | Polytechnic Basic Electricity

বৈদ্যুতিক বিভব ও সমবিভব তল ক্লাসটি পলিটেকনিক বেসিক ইলেক্ট্রিসিটি ৬৬৭১১ [Polytechnic Basic Electricity, 66711] কোর্সের অংশ | তড়িৎ এর ক্ষেত্রে বিভব কি, বিভবের ভৌত ও গাণিতিক ব্যাখ্যা আলোচনা করা হয়েছে ৷ তাছাড়া কোন ক্ষেত্রে একটি নির্দিষ্ট তলে বিভব সমান থাকে তা ব্যাখ্যাপূর্বক সমবিভব -তল নিয়েও আলোচনা করা হয়েছে ।

এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [ Bangladesh Technical Educaiton Board, BTEB ] এর পলিটেকনিক [ Polytechnic ] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical ] , ডিপ্লোমা ইন ইলেক্ট্রিসিটি [ Diploma in Electronics ] সহ বেশ কিছু টেকনোলোজির অংশ।

 

বৈদ্যুতিক বিভব ও সমবিভব তল

 

যে চার্জিত তলের প্রতিটি বিন্দুর বিভব সমান তাকে সমবিভব তল বলে।

একটি বিন্দু চার্জ + q থেকে। দূরত্বের যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা হচ্ছে-

V = (1/4πtro) (q/r)

এখন q এবং Eo এর মান সব সময় একই থাকে বলে বিন্দু চার্জ থেকে যে কোনো দিকে। দূরত্বে বিভব একই হবে। ত্রিমাত্রিক স্থানে। দূরত্বের তল হবে গোলকীয় তল। এ তলের সকল বিন্দুতে বিভব একই হবে। সুতরাং এটি সমবিভব- তল। এর বিভিন্ন মানের জন্য আমরা অসংখ্য সমবিভব -তল আঁকতে পারি। তবে দ্বিমাত্রিক স্থানে বৃত্ত এঁকে বিভিন্ন সমবিভব -তল দেখানো হয়। ঐ বিন্দু চার্জ থেকে সমবিভব- তলের দূরত্ব যত বেশি হবে, বিভবের মান তত কম হবে।

 

 

যেহেতু একটি সমবিভব- তলের সব বিন্দুতে বিভব সমান, ফলে ঐ তলের যে কোনো দুটো বিন্দুর বিভব পার্থক্য শূন্য হবে। আবার, বিভব পার্থক্য শূন্য হলে কাজও শূন্য হবে। তাই কোনো চার্জকে সমবিভব -তলের এক বিন্দু হতে অন্য বিন্দুতে নিতে কোনো কাজ করতে হয় না। সমবিভব -তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য ঐ তলের সাথে লম্বভাবে কাজ করে।

সমবিভব- তলে কোনো তড়িৎ প্রবাহিত হতে পারে না। স্থির তড়িৎ বিদ্যায় একটি অন্তরিত আহিত পরিবাহীর পৃষ্ঠ সমবিভব পৃষ্ঠ। যেহেতু পৃষ্ঠের প্রতিটি বিন্দুর বিভব একই, তাই সমবিভব- তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি আধান স্থানান্তর করতে কোনো কাজ হয় না। সুতরাং পৃষ্ঠ বরাবর তড়িৎ প্রাবল্যের কোনো উপাংশ থাকে না। তড়িৎ বলরেখা যে কোনো আহিত পরিবাহী থেকে লম্বভাবে নির্গত হয় এবং একটি সমবিভব- তলকে সকল বিন্দুতে লম্বভাবে ছেদ করে।

 

সমবিভব তলের বৈশিষ্ট্য

  • তড়িতাহিত পরিবাহীর তল সর্বদা সমবিভব -তল।
  • এই তলের ওপর তড়িৎ আধানগুলি স্থির থাকে।
  • তড়িৎ বল রেখা সমবিভব- তলকে সমকোণে ছেদ করে।
  • সমবিভব- তলের ওপর কোনো তড়িতাধানকে এক বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তরিত করতে কোনো কাজ হয় না।

 

 

বৈদ্যুতিক বিভব ও সমবিভব তল নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ

 

 

Leave a Comment