Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

লাইটিং b স্ট্রোক

লাইটিং b স্ট্রোক

আজকে আমাদের আলোচনার বিষয় – লাইটিং b স্ট্রোক  ।যা “ ট্রান্সমিশন লাইনে ওভার ভোল্টেজের কারণ এবং প্রভাব” অধ্যায় এর অন্তর্ভুক্ত।

লাইটিং b স্ট্রোক

 

 

B স্ট্রোক সংঘটিত হতে কোনো উঁচু অবজেক্টের দরকার পড়ে না বরং এ ধরনের স্ট্রোক সংঘটিত হওয়ার জন্য তিনটি চার্জযুক্ত মেঘখণ্ডের প্রয়োজন হয়, যা চিত্রে দেখানো হয়েছে। এখানে ‘ক’ ও ‘খ’ পজিটিভি চার্জযুক্ত এবং ‘গ’ নেগেটিভ চার্জযুক্ত মেঘ খণ্ড। চিত্রানুযায়ী মেঘ ‘খ’, মেঘ ‘গ’ দ্বারা আকর্ষিত হওয়ায় মেঘ ‘গ’-এর পটেনশিয়াল কম থাকে।

কিন্তু মেঘ ‘ক’-এর আগমনে ‘খ’ এবং ‘গ’-এর মধ্যকার আকর্ষণ ক্ষমতা অনেকটা হ্রাস পায়। এক পর্যায়ে ‘ক’ ও ‘খ’-এর মধ্যে ফ্লাশ ওভার হয়ে মেঘখণ্ড দুটি অতি দ্রুত নিঃশেষ হয়ে যায়। হঠাৎ মেঘখণ্ড ‘গ’ মুক্ত হওয়ায় অত্যধিক বেশি মানের পটেনশিয়াল ধারণ করে। কাজেই মেঘখণ্ড শা উঁচু-নিচু কোনো কিছু বিবেচনা না করে আর্থে অতি দ্রুত ফ্লাশওভার ঘটায়, এটিই B- স্ট্রোক নামে পরিচিত।

 

 

এ স্ট্রোকের বিশেষত্ব হলো এটি সংঘটিত হতে কোনো উঁচু অবজেক্টের প্রয়োজন হয় না। এটি যেখানে-সেখানে (Randomly) সংঘটিত হতে পারে এবং তীব্রতাও A-স্ট্রোকের তুলনায় অনেক কম। 10 KA হতে 90 KA পর্যন্ত ডিসচার্জ হতে পারে এবং এটি এক মাইক্রোসেকেন্ড (1 × 102 সেকেন্ড) সময় পর্যন্ত স্থায়ী হয়।

এ ধরনের স্ট্রোককে অনেক সময় ইনডিউস্ড (Induced) স্ট্রোকও বলে। ট্রান্সমিশন লাইনে এ স্ট্রোকের জন্য কোনো প্রকার প্রটেকশন নেয়া সম্ভব হয় না। লাইন পরিবাহীতে বজ্রপাত হলে লাইনে অকল্পনীয় হাই ভোল্টেজ ওয়েভ সৃষ্টি হয়। এটি উৎপত্তিস্থল হতে উভয় দিকে ধাবিত হয়। ফলে এ হাই ভোল্টেজ স্তিমিত না হওয়া পর্যন্ত লাইন সার্পেট ও ইনসুলেটরগুলো বিপদের সম্মুখীন থাকে।

 

 

জেনারেটিং স্টেশন থেকে দূরে বজ্রপাত সংঘটিত হলে লাইন ইম্পিডেন্সের দরুন স্ট্রোক স্তিমিত হবে। জেনারেটিং স্টেশন পর্যন্ত পৌঁছানোর পর-এর প্রতিক্রিয়া দুর্বল হয়ে পড়ে। কিন্তু জেনারেটিং স্টেশনের খুব কাছাকাছি B স্ট্রোক ঘটলে স্টেশনের জন্য-এর প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। এজন্য স্টেশনের প্রতিরক্ষার জন্য লাইটনিং অ্যারেস্টার, সার্জ ডাইভার্টার, সার্জ অ্যাবজর্বার ইত্যাদি ব্যবহার করে বজ্রপাতের প্রতিক্রিয়া  লাঘব করা যায়।

আরও দেখুনঃ

Exit mobile version