Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

ডেফিনিট টাইম রিলে ব্যবহার করে রেডিয়াল ফিডারের প্রটেকশন ব্যবস্থা

ডেফিনিট টাইম রিলে ব্যবহার করে রেডিয়াল ফিডারের প্রটেকশন ব্যবস্থা

আজকে আমাদের আলোচনার বিষয় – ডেফিনিট টাইম রিলে ব্যবহার করে রেডিয়াল ফিডারের প্রটেকশন ব্যবস্থা ।যা “ফিডার এবং ট্রান্সমিশন লাইন প্রোটেকশন” অধ্যায় এর অন্তর্ভুক্ত।

ডেফিনিট টাইম রিলে ব্যবহার করে রেডিয়াল ফিডারের প্রটেকশন ব্যবস্থা

 

 

রেডিয়াল ফিডারের ওভার কারেন্ট প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যবস্থায় প্রতিটি রিলের অপারেটিং টাইম নির্ধারিত এবং অপারেটিং কারেন্ট ভিন্ন মানের হয়ে থাকে। ওভার কারেন্ট রিলেগুলোর টাইম এমনভাবে সমন্বয় করা হয়, যেন জেনারেটিং স্টেশন থেকে সবচেয়ে বেশি দূরের রিলের টাইম সেটিং সবচেয়ে কম হয়ে থাকে।

 

 

চিত্র অনুযায়ী রিলে ‘ঘ’-এর অপারেটিং টাইম যখন 0.5 সেকেন্ড, তখন অন্যান্য রিলেগুলোর টাইম ডিলেক্রমান্বয়ে 0.5 সে. করে বৃদ্ধি করা হয়েছে। এখানে টাইম ডিলে বলতে সার্কিট ব্রেকার টাইম ধরা হয়েছে। সাধারণত টাইম ডিলে 0.25 সে: থেকে 0.5 সে.-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়।

এখানে লক্ষণীয় যে, রিলেগুলোর টাইম সেটিং-এর ধাপ বা ক্রম সঠিক হতে হবে। যদি ‘ঘ’ ও ‘ঙ’ অংশে ফন্ট দেখা দেয় তাহলে ‘ঘ’-এর সার্কিট ব্রেকার ট্রিপ করে এ অংশকে সরবরাহ থেকে আলাদা করবে। কিন্তু অন্যান্য রিলেগুলোর অপারেটিং টাইম বেশি বিধায় সেগুলো একই সময়ে অপারেট করবে না।

যদি ‘ঘ’-এর রিলে ট্রিপ করতে ব্যর্থ হয় তবে ‘গ’-এর রিলে টাইম ডিলে 0.5 সে. অতিক্রম হবার পর অর্থাৎ ফন্ট সংঘটিত হবার 1 সে, পরে অপারেট করে ত্রুটিযুক্ত অংশকে সরবরাহ থেকে বিচ্ছিন্ন করবে।

 

 

যদি শুধু ট্রিপ কয়েল ব্যবহৃত হয় তবে অনেক সময় ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজের কারণে অহেতুক রিলে অপারেট করতে পারে। এর জন্য ট্রিপ কয়েলের প্যারালালে টাইম লিমিটিং ওভার কারেন্ট ফিউজ লাগানো থাকে।

এ পদ্ধতির অসুবিধা হলো, যদি অনেকগুলো ফিডার সিরিজে সংযুক্ত করা হয় তবে জেনারেটর প্রান্তে ত্রুটি সংঘটিত হয়ে ট্রিপিং টাইম বেশি লাগবে। অর্থাৎ এ অবস্থায় চিত্র অনুযায়ী 2 সে. ট্রিপিং টাইম নেবে। এ অসুবিধা দূরীকরণের জন্য ইনভার্স টাইম রিলে ব্যবহার করা যেতে পারে।

আরও দেখুনঃ

Exit mobile version