আজকে আমাদের আলোচনার বিষয়-রিলের শ্রেণিবিভাগ ।যা “রিলে” অধ্যায় এর অন্তর্ভুক্ত।
Table of Contents
রিলের শ্রেণিবিভাগ
পরিচালনার মূলনীতি অনুসারে রিলের প্রকারভেদ :
পরিচালনার মূলনীতি অনুসারে রিলে 12 প্রকার। যথা-
(১) অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে (এটি ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশনে কাজ করে)।
(২) মুভিং কয়েল টাইপ রিলে।
(৩) ইন্ডাকশন টাইপ রিলে (এটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কাজ করে)।
(৪) থার্মাল রিলে।
(৫) ডিফারেন্সিয়াল রিলে।
(৬) ডিরেকশনাল পাওয়ার বা রিভার্স পাওয়ার রিলে ।
(৭) ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে।
(৮) আন্ডার ভোল্টেজ, আন্ডার কারেন্ট অ্যান্ড আন্ডার পাওয়ার রিলে।
(৯) ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট অ্যান্ড ওভার পাওয়ার রিলে।
(১০) বুখলজ রিলে।
(১২) রেক্টিফায়ার রিলে।
(১২) স্ট্যাটিক রিলে।
গঠন অনুসারে রিলের প্রকারভেদ :
গঠন অনুসারে রিলে 11 প্রকার। যথা-
(১) সলিনয়েড অ্যান্ড প্লাজার টাইপ রিলে।
(২) ব্যালান্সড বিম টাইপ রিলে
(৩) পোলারাইজড টাইপ রিলে ।
(৪) রেক্টিফায়ার টাইপ রিলে।
(৫) সেডেড পোল টাইপ রিলে।
(৬) ওয়াট আওয়ার মিটার টাইপ রিলে T
(৭) বাই মেটালিক স্ট্রিপ টাইপ রিলে।
(৮) থার্মোকাপল টাইপ রিলে।
(৯) গ্যাস প্রেসার টাইপ রিলে
(১০) রোটেটিং টাইপ রিলে ।
টাইমিং বৈশিষ্ট্য অনুসারে রিলের প্রকারভেদ :
টাইমিং বৈশিষ্ট্য অনুসারে রিলে 6 প্রকার। যথা-
(১) ইনস্ট্যান্টেনিয়াস টাইপ রিলে।
(২) টাইম ডিলে রিলে।
(৩) গ্রেডেড টাইম প্রটেকশন টাইপ রিলে।
(৪) ইনভার্স টাইম ল্যাগ রিলে ।
(৫) ডেফিনিট টাইম ল্যাগ রিলে ।
(৬) ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম রিলে।
ব্যবহারের ধরন অনুসারে রিলের প্রকারভেদ :
ব্যবহারের ধরন অনুসারে রিলে 9 প্রকার। যথা-
(১) ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, ওভার পাওয়ার রিলে।
(২) আন্ডার ভোল্টেজ, আন্ডার কারেন্ট এবং আন্ডার পাওয়ার রিলে
(৩) ওভার ফ্রিকুয়েন্সি, আন্ডার ফ্রিকুয়েন্সি রিলে।
(৪) ওভারলোড রিলে।
(৫) রিভার্স পাওয়ার রিলে
(৬) সেনসিটিভ রিলে।
(৭) ডিস্ট্যান্স রিলে।
(৮) ইনস্ট্যান্টেনিয়াস রিলে ।
(৯) আর্থিং রিলে।
আরও দেখুনঃ