এ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট তৈরি করণ ক্লাসটি ইলেক্ট্রিকাল সার্কিট-২, ৬৬৭৩১ [ Electrical Circuit – 2, 66731] কোর্সের অংশ | এ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট তৈরি করণ [ Making astable multivibrator circuit ] এর উপায় দেখানো হয়েছে এই ভিডিওটিতে।
Table of Contents
এ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট তৈরি করণ
মাল্টিভাইব্রেটর (Multivibrator)
মাল্টিভাইব্রেটর এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা দ্বিস্তর বিশিষ্ট সিগনাল (ডিজিটাল ০/১ বা হাই/লো) উৎপাদনে ব্যবহার হয়। নন-সাইনুসয়ডাল ওয়েভ যেমন স্কয়ার ওয়েভ বা স-টুথ ওয়েভ জেনারেটর, টাইমার, ফ্লিপফ্লপ ইত্যাদি হিসেবে বহুল ব্যবহৃত একটি সার্কিট হচ্ছে মাল্টিভাইব্রেটর।

মাল্টিভাইব্রেটরের প্রকারভেদ
মাল্টিভাইব্রেটর সার্কিটকে নিম্নোক্ত তিন ভাগে ভাগ করা যায়।
১. এস্ট্যাবল বা ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর
২. মনোস্ট্যাবল বা ওয়ান শন মাল্টিভাইব্রেটর
৩. বাইস্ট্যাবল মাল্টিভাইব্রেটর বা ফ্লিপফ্লপ
এস্ট্যাবল মাল্টিভাইব্রেটর
এস্ট্যাবল মাল্টিভাইব্রেটরে দুটি অবস্থাই অস্থিশীল। অর্থাৎ এই সার্কিটের আউটপুট ক্রমাগত এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্যুইচ করতে থাকে। ফলে আউটপুটে একটি স্কয়ার ওয়েভ উৎপন্ন হয়। এজন্য এই সার্কিটকে ফ্রি রানিং মাল্টিভাইব্রেটরও বলা হয়ে থাকে।
এস্ট্যাবল মাল্টিভাইব্রেটর এর সার্কিট
নিচে বাইপোলার ট্রানজিস্টর ব্যবহৃত একটি এস্ট্যাবল মাল্টিভাব্রেটরের সার্কিট চিত্র দেয়া হলো।
এস্ট্যাবল মাল্টিভাইব্রেটর এর গঠন
একই বৈশিষ্ট বিশিষ্ট দুটি ট্রানজিস্টর ei e2 ও এদের বায়াসিং নেটওয়ার্ক R1, R2 3 R3 R4 এবং ট্রানজিস্টরের স্যুইচিং Q2 নিয়ন্ত্রনের জন্য দুটি ক্যাপাসিটর C1, C2 এর সমন্বয়ে গঠিত। যেকোন ট্রানজিসটরের কালেক্টর হতে আউটপুট সংগ্রহ করা যায়।
এস্ট্যাবল মাল্টিভাইব্রেটর এর কার্যপ্রনালী
বৈশিষ্টে সামান পার্থক্য থাকায় সার্কিটে পাওয়ার সাপ্লাই দেয়ার সাথে সাথে ট্রানজিস্টর দুটির যেকোন একটি কন্ডাকশনে যাবে। ধরি, ৭, কন্ডাকশনে যাবে এবং ৭, অফ থকবে। Q1 C ক্যাপাসিটরের বামদিক ? ট্রানজিস্টরের মাধ্যমে ভার্চুয়াল গ্রাউন্ড পায়। ফলে R2 এর মাধ্যমে এটি ডিসচার্জ রিভার্স চার্জ হতে থাকে। একই সময় ৭, অফ থাকায় R ও Q 1 এর বেজ-ইমিটার ফরোয়ার্ড জাংসনের মাধ্যমে 2 ডিসচার্জ হতে থাকে।
ফলে এক সময় C2 এর ভোল্টেজ কমে যাওয়ায় Ę অফ হয়ে যায় এবং C এর মাধ্যমে 2 এর বেজ-ইমিটার ফরোয়ার্ড বায়াস পেলে এটি কন্ডাকশনে যায়। এবার ৭, একটিভ এবং Q, অফ। উপরে উল্লেখ্য প্রক্রিয়া অনুযায়ী ৭, অফ ও একটিভ হবে এবং তা ক্রমান্বয়ে ঘটতে থাকবে।

এ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট তৈরি করণ নিয়ে বিস্তারিত :