Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স ও ভোল্টেজ সম্পর্ক নিরুপণ

বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স ও ভোল্টেজ সম্পর্ক নিরুপণ

আজকে আমাদের আলোচনার বিষয় বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স ও ভোল্টেজ সম্পর্ক নিরুপণ

বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স ও ভোল্টেজ সম্পর্ক নিরুপণ

বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স ও ভোল্টেজ সম্পর্ক নিরুপণ

যখন একটি বিশুদ্ধ ইন্ডাকটিভ কয়েলের মধ্য দিয়ে অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয়, তখন কয়েলের ইন্ডাকট্যান্সের কারণে কয়েলের মধ্যে একটি ব্যাক ই.এম.এফ. (যা Ldi/dt- এর সমান) আবিষ্ট হয়। এ ব্যাক্ ই.এম.এফ. প্রতিটি মুহূর্তে কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টকে বাধা দেয়।

যেহেতু এ কয়েলে ওমিক রেজিস্ট্যান্স না থাকার কারণে কোন ভোল্টেজ-ড্রপ হয় না, সেহেতু প্রয়োগকৃত ভোল্টেজকে শুধুমাত্র ব্যাক ই.এম.এফ-কেই অতিক্রম করতে হয়।

.: প্রয়োগকৃত অল্টারনেটিং ডোস্টেজ = ব্যাক ই.এম.এফ. উপরোক্ত ৮.৩ নং চিত্রের সার্কিটটি বিবেচনা করা যাক, যাতে ‘L’ হেনরির একটি ইন্ডাকট্যান্সে একটি অল্টারনেটিং ভোল্টেজ প্রয়োগ করা দেখানো হয়েছে। মনে করি, এ অল্টারনেটিং ভোল্টেজের সমীকরণ,

 

 

ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স :

ইন্ডাকট্যান্সের কারণে অল্টারনেটিং কারেন্টের প্রবাহে প্রদত্ত বাধাকে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স বলে । অথবা, ইন্ডাকট্যান্সে সৃষ্ট ব্যাক ই.এম.এফ-এর কারণে অল্টারনেটিং কারেন্টের প্রবাহে যে বাধার সৃষ্টি হয়, সেই বাধাকে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স বলে ।

অথবা, ইন্ডাকট্যান্সে সৃষ্ট সেল্‌ফ্-ইনডিউসড ভোল্টেজ যে কোন ক্ষণে কারেন্ট পরিবর্তনের বিরোধিতা করে। সেল্‌ফ্-ইনডিউসড ভোল্টেজের এ প্রবণতাকে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স বলে।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

ইন্ডাকট্যান্স শুধুমাত্র কারেন্টকে ভোল্টেজের পিছনে (Lag) নেয়ার কারণই ঘটায় না, বরং সার্কিটের কারেন্টের পরিমাণও সীমিত করে। আমরা পূর্বেই দেখেছি যে, এখান হতে পরিষ্কার বুঝা যাচ্ছে যে, ইন্ডাকট্যান্স কর্তৃক কারেন্ট প্রবাহে প্রদত্ত বাধাই হল wL

এ রাশিটিকেই বলা হয় কয়েলের ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স (X)। এর মাত্রা রেজিস্ট্যান্সের মতই এবং 2-এ (ওহমে) পরিমাপ করা হয়।
Imax XL
অথবা, Imax Vmax/√2 √2 XL V X অথবা, I = যেখানে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স, X = L= 2nfL
এখানে উল্লেখ্য যে, XL কে 2-এ
L কে h (হেনরিতে) f কে Hz (হার্টজে) পরিমাপ করা হয়।

 

আরও দেখুন : 

Exit mobile version