আজকে আমাদের আলোচনার বিষয়-আন্ডার অ্যান্ড ওভার ভোল্টেজ কাট অফ।
Table of Contents
আন্ডার অ্যান্ড ওভার ভোল্টেজ কাট অফ
ভূমিকা (Introduction) :
দৈনন্দিন ক্ষেত্রে বেশিরভাগ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি একটি নির্দিষ্ট AC ভোল্টেজে ব্যবহৃত হয়ে থাকে। আর এ সকল যন্ত্রপাতি 220 থেকে 240 ভোল্ট AC প্রয়োজন হয়। অনেক যন্ত্রপাতি আছে যে নির্দিষ্ট ভোল্টেজ থেকে কম অথবা নির্দিষ্ট ভোল্টেজ থেকে বেশি। ভোল্টেজে নষ্ট হয়ে যায়। আর এ অসুবিধা দূর করার জন্য উক্ত সার্কিটটি প্রকাশ করা হলো। এ সার্কিটের সাহায্যে 220V এর কম ভোল্টেজ ও 240V এর বেশি ভোল্টেজের হাত থেকে যন্ত্রপাতি রক্ষা পাবে তা পর্যবেক্ষণ করবো।
প্রয়োজনীয় যন্ত্রাংশ (Essential parts ) :
১। ট্রানজিস্টর (Transistor-BC 148 )-২টি
২। জিনার ডায়োড (Zener diode-6V)- ২টি
৩।O cafepoa (Resistor-4k7-Yellow-Violet-Red-Golden)- ২টি
৪। প্রিসেট (Pre set- 10k )- ২টি
৫। রিলে (Relay-6V)- ২টি
৬। ট্রান্সফরমার (Transformer 6V 500mA )- ১টি
৭। ভোল্ট মিটার (Volt meter)- ১টি
৮। মাল্টিমিটার (Multimeter)- ১ টি
৯। ট্রেইনার বোর্ড (Trainer board)- ১টি
১০। সোল্ডারিং আয়রন (Soldering iron)- ১টি
১১। রেগুলেটেড পাওয়ার সাপ্লাই (Regulated power supply)- ১টি
১২। পিসিবি (PCB)- প্রয়োজনমতো
১৩। সোল্ডারিং লেড ( Soldering lead)-প্রয়োজনমতো।
১৪। কানেকটিং ওয়্যার (Connecting wire)
সার্কিট বর্ণনা (Circuit description) :
এ প্রজেক্টটি প্রধানত দু’টি রিলের উপর কাজ করে। এ দু’টি রিলেকে দু’টি ট্রান্সজিস্টর নিয়ন্ত্রণ করে। ট্রান্সজিস্টরের বেস বায়াস হিসাবে একটি প্রিসেট (10k) এবং একটি রেজিস্টর (4k7) ও স্ট্যাবিলাইজিং ইমিটার বায়াস হিসেবে একটি জিনার ডায়োড (6V) ব্যবহৃত হয়। 220V এ RL-1 এবং 240V এ RL-2 ON হয়। যখন ইনপুট ভোল্টেজ 220V হয়, তখন RLI ON হয় এবং RL-2 OFF থাকে। তখন আউটপুট ভোল্টেজে ঠিক থাকে, ফলে লোডে সঠিক ভোল্টেজ পায় এবং লোড চালু থাকে। আবার যখন ইনপুট ভোল্টেজ 220V এর কম হয়, তখন RL-I Off থাকে এবং আউটপুট সাপ্লাই Cut off হয়। এটাকে ‘লো কার্ট’ বলে। আবার যখন ইনপুট সাপ্লাই 240V এর বেশি থাকে, তখন RL-2 ON হয় এবং সাপ্লাই Cut off হয়। এটাকে ‘আপার কাট’ বলে।
সার্কিট ডায়াগ্রাম (Circuit diagram):
কার্যপ্রণালি (Working procedure):
১। আন্ডার অ্যান্ড ওভার ভোল্টেজ কাট অফ-এর সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করি।
২। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করি।
৩। লোড হিসাবে একটি টেলিভিশন নির্বাচন করি।
৪। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ট্রেইনার বোর্ডে সার্কিট সাজাই ।
৫। সার্কিটের ইনপুটে 240V এর বেশি একটি ভেরিয়্যাবল রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সংযোগ করি।
৬। সার্কিট চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।
৭। ইনপুটের রেগুলেটর পাওয়ার সাপ্লাইকে 220V এর কম এবং 240V এর বেশি ক্রমান্বয়ে পরিবর্তন করি।
৮। যদি 220Vএর কম এবং 240V এর বেশি ভোল্টেজ করায় যদি সার্কিটের আউটপুট ভোল্টেজ ‘অফ’ হয়, তাহলে সার্কিটটি সঠিক বলে ধরে নিই।
৯। সার্কিট যদি সঠিকভাবে কাজ করে তাহলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট লে-আউট তৈরি করি।
১০। সার্কিট লে-আউট অনুযায়ী PCB তৈরির প্রক্রিয়া অনুসারে PCB তৈরি করি।
১১। PCB ড্রিল করি এবং উক্ত PCB তে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করি। যার ধরন নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো-
১২। PCB-এর সমস্ত যন্ত্রাংশ ভালোভাবে সোল্ডারিং করি।
১৩। উক্ত সার্কিটের ইনপুটে পরিবর্তনশীল AC ডোস্টেজ সরবরাহের ব্যবস্থা নিই ।
১৪ । 220V এর কম এবং 240V এর বেশি ভোল্টেজে যদি সার্কিট আউটপুট ‘অফ’ হয় তখন বুঝতে হবে সার্কিটটি সঠিক।
১৫। সার্কিট সঠিক হলে PCB অনুযায়ী সার্কিটটি একটি কভার বক্সে বন্দি করি।
ডাটা অ্যান্ড রেজাল্ট (Data and results) :
I/P Voltage | Circuit status | O/P Voltage |
AC200V | OFF/Law cut off | OV |
AC220V | ON | AC220V |
AC230V | ON | AC230V |
AC 240V | ON | AC 240V |
AC250V | OFF/Upper cut off | OV |
যাচাই প্রণালি (Testing procedure):
১। AC সাপ্লাইয়ে কোনো সমস্যা আছে কি না লক্ষ করি।
২। ট্রান্সফরমারের ভালোমন্দ পরীক্ষা করি।
৩। রিলেগুলোর ভালোমন্দ মিটার দ্বারা যাচাই করি।
৪। ডায়োডগুলোর ভালোমন্দ মিটার দ্বারা যাচাই করি।
৫। ট্রানজিস্টর দু’টির ভালোমন্দ মিটারের সাহায্যে পরীক্ষা করি ।
৬। জিনার ডায়োডটির ভালোমন্দ মিটারের সাহায্যে পরীক্ষা করি।
৭। PCB এর কপার সংযোগ ঠিক আছে কি না তা যাচাই করি।”
৮। পার্টসগুলো সঠিকভাবে সোল্ডারিং করা আছে কি না তা লক্ষ করি।
৯। কোনো সংযোগ শর্ট হয়ে আছে কি না তা মিটারের সাহায্যে যাচাই করি।
আরও দেখুনঃ