Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

বুধগঞ্জ রিলের বর্ণনা

বুধগঞ্জ রিলের বর্ণনা

আজকে আমাদের আলোচনার বিষয়-বুধগঞ্জ রিলের বর্ণনা।যা “রিলে” অধ্যায় এর অন্তর্ভুক্ত।

বুধগঞ্জ রিলের বর্ণনা

 

 

ট্রান্সফরমারের অভ্যন্তরীণ ত্রুটির জন্য ট্রান্সফরমার ট্যাংকের ভিতর উত্তাপের সৃষ্টি হয়। এই উত্তাপ তেলকে গ্যাসে পরিণত করে, যাকে Decomposition gas ও বলা হয়। Decomposition gas এ 70% এর অধিক Hydrogen gas থাকে।

ট্রান্সফরমারের ভিতর সৃষ্ট এই গ্যাসকে রিলে পরিচালনার জন্য কাজে লাগানো হয়। যে সকল ট্রান্সফরমারে কনজার্ভেটর থাকে কেবল সেই সমস্ত ট্রান্সফরমারেই এই রিলে ব্যবহার করা যায়। এক্ষেত্রে রিলেকে ট্রান্সফরমার এবং কনজার্ভেটরের সংযোগকারী পাইপের মধ্যস্থলে স্থাপন করা হয়।

এই রিলেতে একটি তেলের কনটেনারের মধ্যে দুটি ফ্লোট থাকে। প্রত্যেক ফ্লোটের সঙ্গে একটি করে মারকারি সুইচ যুক্ত থাকে। উপরের ফ্লোটের সুইচটি একটি অ্যালার্ম সার্কিটের সঙ্গে এবং নিচের ফ্লোটের সঙ্গে ট্রিপ সার্কিটের সুইচ যুক্ত থাকে।

 

 

ট্রান্সফরমারের অভ্যন্তরে কোনো ত্রুটি সংঘটিত না হলে ফ্লোটদ্বয় তেলের উচ্চ চাপের জন্য উপরের দিকে ভেসে থাকে এবং মারকারি সুইচ দুটির সংযোগ হয় না। ফলে অ্যালার্ম সার্কিট এবং টিপ সার্কিট সম্পূর্ণ হয় না। এ অবস্থায় রিলে কাজ করে Switch না। ট্রান্সফরমারের অভ্যন্তরে হালকা ত্রুটি ।

তেলের মাত্রায় হ্রাস, ট্রান্সফরমার কোর, লেমিনেশনের মধ্যে শর্ট সার্কিট ইত্যাদি) সংঘটিত হলে ট্রান্সফরমার ট্যাংকের মধ্যে অল্প চাপের গ্যাস সৃষ্টি হয়। এই গ্যাস ট্যাংক

হতে আসা রিলে কনটেনারে প্রবেশ করে। ফলে রিলে কনটেনারের তেলের মাত্রা হ্রাস পায়। এতে উপরের ফ্লোটটি নিচে নেমে আসে এবং এর সঙ্গে যুক্ত মারকারি সুইচের মাধ্যমে অ্যালার্ম সার্কিট সম্পূর্ণ হয়ে অ্যালার্ম বাজতে থাকে। ফলে অপারেটর আসন্ন কোনো বড় ধরনের ত্রুটির কথা বিবেচনা করে ট্রান্সফরমার লাইন হতে বিচ্ছিন্ন করে দেয়।

 

 

ট্রান্সফরমারের অভ্যন্তরে বড় ধরনের কোনো ত্রুটি (যেমন- ফেইজ, টু-ফেইজ) সংঘটিত হলে উৎপন্ন গ্যাসের পরিমাণ অনেক বেশি নিচে নেমে যায়। ফলে উপর এবং নিচের উভয় ফ্লোটই নিচে একসঙ্গে দুটি মারকারি সুইচ কাজ করে। এতে অ্যালার্ম এবং ট্রিপ উভয় সার্কিটই সম্পূর্ণ হয়। ফলে অ্যালার্ম বাজতে থাকে এবং সেই সঙ্গে ট্রিপ কয়েল উদ্যমশীল হয়ে ট্রান্সফরমারের সার্কিট ব্রেকারকে খুলে দেয়।

আরও দেখুনঃ

Exit mobile version