Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

ফ্লেমিং এর ডান হাত বা দক্ষিণ হস্ত নিয়ম | Polytechnic Basic Electricity

ফ্লেমিং এর ডান হাত বা দক্ষিণ হস্ত নিয়ম পলিটেকনিক বেসিক ইলেক্ট্রিসিটি ৬৬৭১১ [Polytechnic Basic Electricity, 66711] কোর্সের অংশ | চুম্বকক্ষেত্রে একটি পরিবাহী তারকে গতিশীল করলে তার ভিতরে তরিৎ প্রবাহিত হয়। এই প্রবাহিত তরিতের দিক সহজে উপস্থাপনের জন্য ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বা ফ্লেমিং-এর দক্ষিণ হস্ত নিয়ম [ Fleming’s Right-Hand Rule ] ব্যবহৃত হয় ৷ এই নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ক্লাসে।

 

ফ্লেমিং এর ডান হাত বা দক্ষিণ হস্ত নিয়ম

 

ফ্লেমিং এর ডান হস্ত বিধি কি? 

ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে বিস্তৃত করলে যদি তর্জনী চুম্বক বলরেখার দিক ও বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের গতিপথ নির্দেশ করে তাহলে মধ্যমা পরিবাহী তারে আবিষ্ট কারেন্টের দিক নির্দেশ করবে। এটাই ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল বা ফ্লেমিং এর ডান হস্ত বিধি হিসেবে পরিচিত।

ফ্লেমিং এর ডান হস্ত বিধি কোথায় প্রয়োগ করা হয়

 

 

ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম ( Fleming’s right hand rule ) : চৌম্বকক্ষেত্রে কোন পরিবাহী গতিশীল হলে ঐ পরিবাহীতে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ ফ্লেমিং – এর ডানহস্ত নিয়ম থেকে পাওয়া যায়। এই নিয়মানুসারে ডান হাতে প্রথম তিনটি আঙুল – বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চুম্বকক্ষেত্রের অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে তা হলে মধ্যমা আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করবে। ডায়নামো বা জেনারেটার ডানহস্ত নিয়ম প্রয়োগে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করা যায়।

যখন একটি পরিবাহী যেমন একটি বর্তনীতে সংযুক্ত একটি তার একটি চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে চলে, তখন ফ্যারাডে এর আনয়নের সূত্রের কারণে একটি বৈদ্যুতিক প্রবাহ তারে প্রবর্তিত হয়। ফ্লেমিং-এর ডান-হাতের সূত্র (জেনারেটরের জন্য) প্রবর্তিত বৈদ্যুতিক প্রবাহের অভিমুখ দেখায় যখন একটি বর্তনীর সাথে সংযুক্ত একটি পরিবাহী একটি চৌম্বক ক্ষেত্রে চলে যায়।

 

 

ফ্লেমিং এর ডান হাত বা দক্ষিণ হস্ত নিয়ম নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

 

Exit mobile version