আজকে আমাদের আলোচনার বিষয় ফ্যান রেগুলেটরের ভূমিকা।যা ফ্যান রেগুলেটর (ইলেকট্রোম্যাগনেটিক টাইপ) ডিজাইন এবং তৈরিকরণ এর অন্ত্ররভুক্ত।
Table of Contents
ফ্যান রেগুলেটরের ভূমিকা
ভূমিকা (Introduction) :
আসছে গরম কাল। গরম কালের শুরুতে রাতের প্রথম প্রহরে বেশ গরম অনুভূতি হয়, কিন্তু রাতের শেষ প্রহরে পরিবেশ বেশ ঠাণ্ডা হয়ে আসে। ফলে বৈদ্যুতিক পাখার বাতাস বেশি ঠান্ডা লাগে, যা বিরক্তির কারণ। কখনো কখনো এ ঠান্ডা বাতাস সর্দির কারণ হতে পারে। তাই বৈদ্যুতিক পাখার গতি সীমিত রাখার প্রয়োজন হয়। বৈদ্যুতিক পাখার গতি সীমিত রাখতে আমরা যে ডিভাইসটি ব্যবহার করি তা হলো রেগুলেটর।
রেগুলেটর এমন একটি বৈদ্যুতিক ডিভাইস যা অপর কোনো বৈদ্যুতিক ডিভাইসের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এখানে আলোচ্য ডিভাইসটি বৈদ্যুতিক পাখার ঘূর্ণন গতিকে নিয়ন্ত্রণ করে বিধায় একে রেগুলেটর বলা হয়।
বিভিন্ন প্রস্তুতকারকের ক্যাটালগ অথবা ম্যানুয়্যাল অধ্যয়ন (Study the different manufacturers catalogue or manual) :
আমরা একটি ইলেকট্রোম্যাগনেটিক টাইপের ফ্যান রেগুলেটর তৈরির ক্ষেত্রে বিভিন্ন প্রস্তুতকারক কোম্পানির ক্যাটালগ অনুসরণ করতে পারি। আমাদের দেশে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রয়েছে, যার থেকে আমরা সাহায্য নিতে পারি।
এছাড়া ইন্ডিয়া, চীন, কোরিয়া, জাপান, জার্মানসহ বিভিন্ন বিদেশি কোম্পানির ক্যাটালগ বা ম্যানুয়্যাল ব্যবহার করতে পারি। আবার ক্যাটালগ অথবা অন্য একটি সার্কিট সংরক্ষণ করে পর্যবেক্ষণ করে নিতে পারি। যার ফলে পরবর্তীতে আমাদের কাজ করতে সহজ হবে এবং সার্কিটের ভুলত্রুটি ধরতে সহজ হবে।
ওয়ার্কিং ড্রয়িং এবং সার্কিট ডায়াগ্রামের নকশাঃ
যন্ত্রাংশ এবং কোরের সাইজ নির্বাচন (Select the materials and size of the core) :
একটি ইলেকট্রোম্যাগনেটিক টাইপ চোক কয়েল তৈরিতে একটি অথবা আকৃতির কোনো প্রয়োজন হয়। ঢোক করেন তৈরির ক্ষেত্রে কোরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কোনের গুরুত্ব, তারের সাইজ, তারের পাকসংখ্যা ও সাপ্লাই ফ্রিকুয়েন্সি ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করতে হয়।
এ ধরনেনা কয়েল তৈরির ক্ষেত্রে ওয়াইন্ডিংগুলোকে চারটি ভাগে ট্যাপিং করা থাকে। এ ট্যাপিং-এর কারণে সাপ্লাই ভোল্টেজের তারতম্য ঘটবে। এর জন্য সঠিক ভার, সঠিক কোর নির্বাচন করতে হবে। আমরা কোর তৈরির ক্ষেত্রে 0.05 mm এর সিলিকন স্টিল ব্যবহার করতে পারি।
তারের সাইজ নির্বাচন (Select the wire size):
আমাদের বাসাবাড়ি, অফিস-আদালতের ব্যবহৃত সিলিং ফ্যানের জন্য যে ধরনের ইলেকট্রোম্যাগনেটিক টাইপ রেগুলেটর ব্যবহার করা হয়, তার কয়েলের তারের সাইজ 30 SWG বা 32 SWG হতে হয়। আমরা এক্ষেত্রে এ ধরনের তারের সাইড নির্বাচন করতে পারি ।
আরও দেখুনঃ