ফিজিক্যাল স্টোরেজ মিডিয়ার তালিকা | অধ্যায়-৮ | ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম

আজকে আমাদের আলোচনার বিষয় – ফিজিক্যাল স্টোরেজ মিডিয়ার তালিকা  যা অধ্যায়-৮ এর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এ অন্তর্ভুক্ত। এটি চার বছর মেয়াদি কোর্সের আলোকে লেখা হয়েছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন ইংরেজি বই অনুসরণ করেই রচনা করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং বিষয়ের যে-কোন বই সম্পূর্ণরূপে বাংলা ভাষায় রচনা করা সম্ভব নয়। এজন্যে কিছু কিছু ইংরেজি শব্দকে বাংলায় অনুবাদ করা হয়নি। ফলে ছাত্রছাত্রীদের হয়ত কিছুটা অসুবিধা হতে পারে।

ফিজিক্যাল স্টোরেজ মিডিয়ার তালিকা

ফিজিক্যাল স্টোরেজ মিডিয়া (Physical Storage Media) : ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যে সমস্ত ফিজিক্যাল’ স্টোরেজ ডিভাইস ব্যবহার করে ডাটা সংরক্ষণ করা হয়, তাদেরকেই ফিজিক্যাল ‘স্টোরেজ মিডিয়া বলে। নিম্নে পঠন/ লিখন গতির দিকে থেকে নিম্ন ক্রমে ফিজিক্যাল’ স্টোরেজ মিডিয়াসমূহের তালিকা দেয়া হলঃ

১। ক্যাশ ‘মেমোরি (Cache Memory)

২। মেইন মেমোরি (Main/ Primary Memory)

৩। ফ্ল্যাশ মেমোরি (Flash Memory)

৪। ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ (Magnetic Disk Storage)

৫। অপটিক্যাল স্টোরেজ (Optical Storage)

৬। ম্যাগনেটিক টেপ স্টোরেজ (Magnetic Tape Storage)।

উল্লেখ্য, উপরের তালিকায় প্রদত্ত সমস্ত স্টোরেজ ডিভাইসই DBMS এ ব্যবহৃত হয়। তবে গতি, ধারণ ক্ষমতা ও অর্থের দিব থেকে চিন্তা করে ম্যাগনেটিক স্টোরেজের ব্যবহার বেশি হয়ে থাকে।

 

সামগ্রিক database ডিজাইন প্রক্রিয়া বর্ণনা

 

ডাটা স্টোরেজ ইকুপমেন্টকে তিনটি পদ্ধতিতে ব্যবহার করা যায়ঃ

1. Portable Method:

  • Hand Crafting
  • Flat surface
  1. Print making
  2. Photographic
  • Febrication
  1. Automated assembly
  2. Molding
  3. Solid free ferm fabrication
  • Cylindrical accessing
  • Card reader/drive
  • Tape drive
  1. Mono reel or reel-to-reel
  2. Compact cassette player/recorder
  • Disk accessing
  1. Disk drive
  2. Disk enclosure

 

সামগ্রিক database ডিজাইন প্রক্রিয়া বর্ণনা
ফিজিক্যাল স্টোরেজ মিডিয়ার ‘তালিকা

 

  • Cartridge accessing/connecting (tape/disk/circuitry)
  • Peripheral networking
  • Flash memory drives

2. Semi-portable Methods:

  • Hard disk drive
  • Circuitry with non-volatile RAM

3. Inseparable Method:

  • Circuitry with volatile RAM
  • Neurons.

 

সামগ্রিক database ডিজাইন প্রক্রিয়া বর্ণনা

 

আরও দেখুনঃ

Leave a Comment