আজকে আমাদের আলোচনার বিষয় সার্কিট প্যারামিটারস অনুশীলনী ১
সার্কিট প্যারামিটারস অনুশীলনী ১
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
১। সার্কিট প্যারামিটারস বলতে কী বুঝায়?
উত্তর :- বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্স (Appliances) সমূহ কার্যোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন উপাদানের সমন্বয়ে বৈদ্যুতিক সার্কিট গঠন করা হয়। এ সকল উপাদানসমূহ বৈশিষ্ট্যভেদে বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। সার্কিটে ব্যবহৃত এ সকল
উপাদানকে সার্কিট প্যারামিটার (Circuit parameter) বলে ।
২ । রেজিস্ট্যান্স-এর প্রতীক আঁক।
উত্তর: রেজিস্ট্যান্স-এর প্রতীক,
৩। ইন্ডাকট্যান্স-এর প্রতীক আঁক।
উত্তর :- ইন্ডাকট্যান্স-এর প্রতীক,
৪। ইম্পিড্যান্স কাকে বলে? এর একক কী?
উত্তর :- এসি সার্কিটে কারেন্ট প্রবাহের মোট বাধাকে ইম্পিড্যান্স বলে। এর একক ও (Ω) ।
৫। সার্কিট প্যারামিটারগুলোর এককসহ নাম লেখ।
উত্তর :- প্যারামিটারস্ এর এককগুলো হলো –
(ক) রেজিস্ট্যান্স (R):- এর একক ওহম এবং প্রতীক 2 (গ্রিক অক্ষর ওমেগা)।
(খ) ইন্ডাকট্যান্স (L):- এর একক হেনরি এবং প্রতীক H বা h
(গ) ক্যাপাসিট্যান্স (C):- এর একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড এবং প্রতীক F বা F.
৬। সার্কিট প্যারামিটারগুলোর নাম লেখ।
উত্তর :- সার্কিট প্যারামিটারগুলো হলো-
(ক) রেজিস্ট্যান্স, (খ) ইন্ডাকট্যান্স, (গ) ক্যাপাসিট্যান্স, (ঘ) ইম্পিড্যান্স ।
৭। বিভিন্ন প্রকার সার্কিট প্যারামিটারের প্রতীক অঙ্কন কর।
উত্তর :- রেজিস্টরের প্রতীক,
ইন্ডাক্টরের প্রতীক,
ক্যাপাসিটরের প্রতীক,
৮। ডাইরেক্ট কারেন্ট কাকে বলে?
উত্তর :- সময়ের সাথে সার্কিটে প্রবাহিত বিদ্যুৎ (Current)-এর মান ও দিক যদি অপরিবর্তনীয় বা স্থির থাকে, তাহ তাকে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বলা হয় ।
৯। উৎস অনুসারে বৈদ্যুতিক সার্কিট কত প্রকার ও কী কী?
উত্তর :- উৎস (Source)-এর ধরন অনুযায়ী বৈদ্যুতিক সার্কিটকে দুই শ্রেণিতে ভাগ করা হয়— ১। এসি সার্কিট ২। ডিসি সার্কিট
১০। ক্যাপাসিটর কাকে বলে?
উত্তর :- ইলেকট্রিক এনার্জি সঞ্চিত করে রাখার যন্ত্রকে ক্যাপাসিটর বলে ।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
১। ইন্ডাকট্যান্স কাকে বলে? এর প্রতীক ও একক কী?
উত্তর : এটি কয়েলের এমন একটি বিশেষ ধর্ম, যা কয়েলে প্রবাহিত কারেন্ট বা কয়েলের চারদিকে ফ্লাক্সের হ্রাস বৃদ্ধিতে বাধাদান করে । একে L দ্বারা সূচিত করা হয় এবং একক হেনরি (H বা h)।
২। ক্যাপাসিট্যান্স কাকে বলে? এর প্রতীক ও একক কী?
উত্তর:- ক্যাপাসিটরের প্লেটগুলোর মধ্যে যখন পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকে, তখন তাতে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখা ক্যাপাসিটরের একটি বিশেষ ধর্ম। এ ধর্ম বা বৈশিষ্ট্যকেই ক্যাপাসিট্যান্স বলে। একে C দ্বারা সুচিত করা হয় এবং একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড (F বা uF)।
৩। একটি নমুনা সার্কিট অঙ্কন করে সার্কিট প্যারামিটার এবং এর এককগুলো লেখ।
উত্তর:-
(ক) রেজিস্ট্যান্স (R): এর একক ওহম এবং প্রতীক 52 (গ্রিক অক্ষর ওমেগা)।
(খ) ইন্ডাকট্যান্স (L): এর একক হেনরি এবং প্রতীক H বা h.
(গ) ক্যাপাসিট্যান্স (C): এর একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড এবং প্রতীক F বা uF.
৪। রেজিস্ট্যান্স কাকে বলে? এর একক ও প্রতীক কী?
উত্তর:- রেজিস্ট্যান্স : পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ (Current) বাধাপ্রাপ্ত হয়, তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে। রেজিস্ট্যান্সের মান পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও
উপাদানের উপর নির্ভরশীল।
আরও দেখুন :