Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

ন্যান্ড গেট ব্যবহার করে বেসিক লজিক অপারেশন | Digital Electronics and Microprocessor

ন্যান্ড গেট ব্যবহার করে বেসিক লজিক অপারেশন ক্লাসটি ডিজিটাল ইলেকট্রনিক্স এবং মাইক্রোপ্রসেসর [ Digital Electronics and Microprocessor ] কোর্সের “২য় অধ্যায়, বেসিক ডিজিটাল সার্কিট [ 2nd Chapter, Basic Digital Circuit ]” | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical], ডিপ্লোমা ইন ইলেক্ট্রিসিটি [Diploma in Electronics] সহ বেশ কিছু টেকনোলোজির অংশ যা “৫ম সেমিস্টার, ইলেকট্রিকাল টেকনোলজি [ 5th Semester, Electrical Technology ]” এ পড়ানো হয়।

 

ন্যান্ড গেট ব্যবহার করে বেসিক লজিক অপারেশন

 

NAND গেট :

AND গেটের আউটপুটে X কে NOT গেটের ইনপুট এর সাথে যুক্ত করে NAND Gate তৈরি করা হয়। AND গেট হতে নির্গত সংকেতটি NOT গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে NAND গেটের কাজ হয়। লজিক সার্কিট তৈরির জন্য NAND গেটের বহুল প্রচলন রয়েছে।

চিত্রে NAND গেটের প্রতীক এবং ১০৪৩(খ)-এ এর সমতুল্য সার্কিট দেখানো হয়েছে। দুই ইনপুটবিশিষ্ট NAND গেটের বুলিয়ান সমীকরণ হলো,

AND এবং NOT গেটের ট্রুথ টেবিলকে একত্রিত করে NAND গেটের ট্রুথ টেবিল পাওয়া যায়। চিত্রে NAND গেটের ট্রুথ টেবিল দেখানো হয়েছে। ট্রুথ টেবিল থেকে দেখা যায় যে, AND গেটের আউটপুটকে ইনভারশন করলে যা হয় তা NAND গেটের আউটপুট হয়।

 

 

A B AB �=�.�‾
0 0 0 1
0 1 0 1
1 0 0 1
1 1 1 0

    চিত্র: NAND গেটের ট্রুথ টেবিল

 

NAND গেট এর ব্যবহার :

Car interior লাইটিং ডিজাইনে ব্যবহৃত হয়। যখন দুটি দরজা বন্ধ করা হয়। তখন লাইট এর সুইচ বন্ধ করার কাজে NAND Gate ব্যবহৃত হয়।

 

বিভিন্ন প্রকার গেট তৈরিকরণ-এর সচিত্র উদাহরণ।

১। একটি ব্যাটারি, দুটি সুইচ ও একটি বৈদ্যুতিক বাতি ব্যবহার করে একটি (i) OR ও একটি (i) AND গেট তৈরি কর।

(ক) চিত্র ১-এর বর্তনীটি হলো একটা OR গেট বর্তনী। এখানে A অথবা B অথবা উভয় সুইচ অন করলে বাতিটি জ্বলবে। এর ট্রুথ টেবিল সারণি ১-এ দেখানো হয়েছে।

(খ) চিত্র ২-এর বর্তনীটি হচ্ছে একটি AND গেট বর্তনী। কেননা, A এবং B উভয় সুইচ অন করলেই কেবল। বাতিটি জ্বলবে। এর ট্রুথ টেবিল সারণি ২-এ দেখানো হয়েছে।

এখানে দুটি AND গেট ও একটি NOT গেট রয়েছে। Y=1 হবে তখনই যখন শেষের AND গেটের উভয় ইনপুটেই 1 হবে। এখন শুরুর AND গেটে A ও B উভয় ইনপুট 1 হলে আউটপুট হবে 1। আবার নিচের NOT গেটের ইনপুট  C=0 হলে এর আউটপুট 1 হবে। সে অবস্থায় শেষের AND গেট অন হবে অর্থাৎ তখন Y=1 পাওয়া যাবে। সুতরাং, A=1, B=1, এবং C=0 হলে Y=1 হবে। এর ট্রুথ টেবিল সারণি ৩-এ দেখানো হলো।

 

                                 সারণি 3

A B A.B C �ˉ Y=A.B.�ˉ
0 0 0 0 বা 1 1 বা 0 0
0 1 0 0 বা 1 1 বা 0 0
1 0 0 0 বা 1 1 বা 0 0
1 1 1 0 বা 1 1 বা 0 1 বা 0

ট্রুথ টেবিল থেকে দেখা যায় যে, A=1, B=1 এবং C=0 হলে Y=1 হবে

 

 

ন্যান্ড গেট ব্যবহার করে বেসিক লজিক অপারেশন নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ

Exit mobile version