Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

তড়িৎ বর্তনী | Polytechnic Basic Electricity

তড়িৎ বর্তনী ” ক্লাসটি বেসিক ইলেক্ট্রিসিটি (৬৬৭১১) কোর্সের অংশ | তড়িৎ বর্তনী তৈরীকরণ এর উপায় দেখানো হয়েছে এই ভিডিওটিতে।

 

 

তড়িৎ বর্তনী

 

তড়িৎ বর্তনী বা তড়িৎ নেটওয়ার্ক হল বিভিন্ন বৈদ্যুতিক উপাদান যেমন রোধ, ধারক, আবেশক, চাবি ইত্যাদির আন্তঃসংযোগ। এটি তড়িৎ সরবরাহ এবং ট্রান্সমিশন নেটওয়ার্কের মতই দীর্ঘ হতে পারে।

 

 

তড়িৎ বর্তনী বলতে অনেকগুলো বৈদ্যুতিক উপাদানের সমন্বয়ে গঠিত এমন একটি বদ্ধ লুপ বুঝায় যাতে বিদ্যুৎ এক স্থান থেকে যাত্রা শুরু করে আবার সে স্থানে ফিরে আসার সুযোগ পায়। কিন্তু নেটওয়ার্ক কেবল বিভিন্ন উপাদানের সমন্বয় হলেই হয়ে যায়। এর জন্য বিদ্যুৎ প্রবাহ শর্ত নয়। তড়িৎ এবং নদীর মাঝে মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ একটা নদী থেকে বিদ্যুৎ সম্পর্কিত নানা বিষয় সহজে বোঝা যায়। নদীতে পানি প্রবাহিত হয়। নদীর পানি উৎস (যেমন ঝরনা) হতে উৎপন্ন হয়ে সাগরের দিকে প্রবাহিত হয়। তড়িৎ এর ক্ষেত্রে, একে বিদ্যুৎ পাওয়ার স্টেশন( Power generation station) বলে ।

নদী যেমন পানি প্রবাহের মাধ্যম হিসেবে কাজ করে। তড়িৎ বর্তনীতে তার বা ক্যাবল ( conductor) তড়িৎ বহন করে। নদীর পানির স্রোত হচ্ছে কারেন্ট (current, প্রতিক I, একক amp)। নদীর মুখে যদি বাধ দেওয়া হয়, তড়িৎ ক্ষেত্রে একে রোধ ( resistance, প্রতিক R, একক Ohm) বলে। নদীর পানি যে চাপে সাগরের দিকে প্রবাহিত হয় তড়িৎ ক্ষেত্রে একে তড়িৎ চাপ বা বিভব পার্থক্য (Voltage, প্রতিক E ও V, একক volt) বলে। এবং প্রধান বিষয় হলো নদীর পানি, তড়িৎ ক্ষেত্রে এটি কে পাওয়ার বা বৈদ্যুতিক এনার্জি ( Energy, প্রতিক P, একক watt, ) বলে।

বিদ্যুৎ বর্তনী দুই প্রকার। যথাঃ (১) সিরিজ বর্তনী (series circuit) এবং (২) প্যারালাল বর্তনী (Parallel circuit )।

★ সিরিজ বর্তনী বা শ্রেণিসংযোগ বর্তনীঃ যে বর্তনীতে তড়িৎযন্ত্রসমূহ (Component) একটার এক প্রান্তের সাথে অপরটির এক প্রান্ত সংযুক্ত হয়ে বর্তনী গঠিত হয় তাকে সিরিজ বর্তনী বা শ্রেণিসংযোগ বর্তনী বলে। ★ প্যারালাল বর্তনী বা সমান্তরাল বর্তনীঃ দুই বা ততোধিক উপাদান এর এক প্রান্তগুলো সোর্সের এক প্রান্তে এবং অন্য প্রান্ত গুলো সোর্সের অপর প্রান্তে যুক্ত হয়ে যে বর্তনী গঠিত হয় তাকে প্যারালাল বর্তনী বলে।

 

 

 

তড়িৎ বর্তনী নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ

 

Exit mobile version