ডেল্টা সংযুক্ত বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যার সমাধান | ইলেক্ট্রিক্যাল সার্কিট ২

ডেল্টা সংযুক্ত বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যার সমাধান ক্লাসটি ডিজিটাল “ইলেকট্রিকাল সার্কিট- ২ [ Electrical Circuit-2 ]” কোর্সের “Chapter 11 (Delta Connected Power System)” অধ্যায়ে পড়ানো হয় | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical], “৩য় সেমিস্টার, ইলেকট্রিকাল [ 3rd Semester, Electrical ]” এ পড়ানো হয়।

 

ডেল্টা সংযুক্ত বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যার সমাধান

 

ডেল্টা-ওয়াই ট্রান্সফরমার হচ্ছে এক ধরনের তিন দশা অবস্থার তড়িৎ শক্তির ট্রান্সফরমার নকশা যেখানে প্রাথমিক দিকে ডেল্টা সংযুক্ত কুণ্ডলী থাকে এবং আনুষঙ্গিক দিকে ওয়াই/স্টার সংযুক্ত কুণ্ডলী থাকে। ওয়াই সংযুক্ত দিকে একটি নিরপেক্ষ তার সংযোগ দেয়া যায়। এটি একটি একক তিন দশার ট্রান্সফরমার হতে পারে, আবার একে তিনটি একক দশার ট্রান্সফরমার থেকেও তৈরি করা যায়। এর আরেক নাম ডেল্টা-স্টার ট্রান্সফরমার। ডেল্টা-ওয়াই ট্রান্সফরমার বাণিজ্যিক, শিল্পকারখানা, এবং ঘনবসতির আবাসিক এলাকায়, তিন দশার তড়িৎ শক্তির বিতরন ব্যবস্থার ক্ষেত্রে খুবই পরিচিত।

 

ডেল্টা সংযুক্ত বিদ্যুৎ

 

এর একটি উদাহরণ হচ্ছে বিতরণ ট্রান্সফরমার, যার ডেল্টা সংযুক্ত প্রাথমিক প্রান্তে, ১১ কিলোভোল্টের তিনটি দশা রয়েছে যেখানে কোন নিরপেক্ষ অথবা আর্থিং তার অবিদ্যমান, আর স্টার (অথবা ওয়াই) সংযুক্ত আনুষঙ্গিক প্রান্তে ৪১৫ ভোল্টের ৩-দশার সরবরাহ বিদ্যমান, এবং প্রতি দশা এবং নিরপেক্ষ (ভূতলে স্থাপিত) প্রান্তের মাঝে ২৪০ ভোল্টের স্থানীয় বিভব পার্থক্য বিদ্যমান। ডেল্টা কুণ্ডলীর কারনে তড়িতের তৃতীয় সমমেল ট্রান্সফরমারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এবং এর ফলে তড়িৎ পরিবহন লাইনে তৃতীয় সমমেল তড়িৎপ্রবাহ প্রবাহিত হতে পারে না।

ডেল্টা-ওয়াই ট্রান্সফরমার বর্তনীতে ৩০, ১৫০, ২১০ অথবা ৩৩০ ডিগ্রির দশা পরিবর্তন নিয়ে আসে। এজন্য এদেরকে ওয়াই-ওয়াই (অথবা ডেল্টা-ডেল্টা) ট্রান্সফরমারের সাথে সমান্তরালে স্থাপন করা যায় না। যদিও, এদেরকে অনন্য কিছু বর্তনী এবং ডেল্টা-ওয়াই (অথবা ওয়াই-ডেল্টা) ট্রান্সফরমারের কিছু বিশেষ বর্তনীর সাথে সমান্তরালে স্থাপন করা যায়।

 

২ এর পরিপূরক

 

ডেল্টা সংযুক্ত বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত :

 

 

আরও দেখুনঃ

Leave a Comment