ট্রুথ টেবিল অফ এক্স ওর গেট এন্ড এক্স নর গেট | Digital Electronics and Microprocessor

ট্রুথ টেবিল অফ এক্স ওর গেট এন্ড এক্স নর গেট ক্লাসটি ডিজিটাল ইলেকট্রনিক্স এবং মাইক্রোপ্রসেসর [ Digital Electronics and Microprocessor ] কোর্সের “২য় অধ্যায়, বেসিক ডিজিটাল সার্কিট [ 2nd Chapter, Basic Digital Circuit ]” | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical], ডিপ্লোমা ইন ইলেক্ট্রিসিটি [Diploma in Electronics] সহ বেশ কিছু টেকনোলোজির অংশ যা “৫ম সেমিস্টার, ইলেকট্রিকাল টেকনোলজি [ 5th Semester, Electrical Technology ]” এ পড়ানো হয়।

 

ট্রুথ টেবিল অফ এক্স ওর গেট এন্ড এক্স নর গেট

 

কোন লজিক সার্কিটের ইনপুট এবং আউটপুটের মধ্যকার সম্পর্ক এবং লজিক্যাল অবস্থা যে টেবিলের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে ট্রুথ টেবিল বা সত্যক সারণী বলা হয়।

 

X-OR গেটঃ

Exclusive OR গেইটকে সংক্ষেপে X-OR গেইট বলা হয়। এটি একটি যৌগিক গেইট যা AND, OR ও NOT গেইটের সমন্বয়ে তৈরি। এই গেইটের মাধ্যমে বিভিন্ন ইনপুট বিট তুলনা করে আউটপুট সংকেত পাওয়া যায়। ইনপুটে বিজোড় সংখ্যক ১ থাকলে আউটপুট ১ হয়, অন্যথায় ০ হয়। X-OR অপারেশনকে ⊕ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।

X-OR গেইটে দুই বা ততোদিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। X-OR গেইট কে যৌগিক গেইট  এবং বিশেষ গেইটও বলা হয়।

 

XOR গেইট : মৌলিক গেইট গুলোর সমন্বয়ে গঠিত একটি বিশেষ OR গেইটকে Exclusive OR gate বা সংক্ষেপে XOR গেইট বলে।

 

ট্রুথ টেবিল অফ এক্স ওর গেট

 

বৈশিষ্ট্যঃ

  • যদি এবং হলে A = 0 4 B = 0 36 X = AB + AB = 0.0 0.0 0 + 0 = 01
  • আবার যদি যদি এবং হলে A = 1 4 B = 0 36 X = AB + AB = 1.0 + 1.0 = 0+1=1
  • input same হলে output 0 হবে।
  • input ভিন্ন হলে output 1 হবে।

 

XNOR গেটঃ 

Exclusive NOR গেইটকে সংক্ষেপে X-NOR গেইট বলা হয়। এটি একটি যৌগিক গেইট যা AND, OR ও NOT গেইটের সমন্বয়ে তৈরি। X-OR গেইটের আউটপুট NOT গেইটের মধ্যে প্রবাহিত করলে X-NOR গেইট পাওয়া যায়। অর্থাৎ X-OR গেইটের আউটপুটকে উল্টিয়ে দিলে X-NOR গেইটের আউটপুট পাওয়া যায়। অর্থাৎ ইনপুটে বিজোড় সংখ্যক ১ থাকলে আউটপুট ০ হয়, অন্যথায় ১ হয়।

X-NOR গেইটে দুই বা ততোদিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। X-NOR গেইট কে যৌগিক গেইট  এবং বিশেষ গেইটও বলা হয়।

 

XNORগেইট : XNOR এর পূর্ণরুপ হচ্ছে Exclusive NOR গেইট। এটি মূলত XOR গেইটের বিপরীত কাজ করে। একটি XOR গেইটের সাথে NOT গেইট যুক্ত করলে XNOR গেইট পাওয়া যায়। তবে X-NOR গেইটকেও মৌলিক গেইটের সাহায্যে বাস্তবায়ন করা যায়।

 

 

বৈশিষ্ট্যঃ

  • যদি A04B = 0 3 X = AB+ A B = 0.0 +0 0 = 0 + 1.1 = 1
  • আবার যদি A = 1 4 B = 0 36 X = AB+ A B = 1.0+10= 0 + 0.0 = 0
  • input ভিন্ন হলে output 0 হবে।
  • input same হলে output 1 হবে।

 

 

 

ট্রুথ টেবিল অফ এক্স ওর গেট এন্ড এক্স নর গেট নিয়ে বিস্তারিত :

Leave a Comment