ট্রান্সফরমারের সারাদিন এর দক্ষতা নির্ণয় ক্লাসটি “এসি মেশিনস – ১ [ AC Machines – 1 ]” কোর্সের “অধ্যায় ০৬/Chapter 06” এ পড়ানো হয় | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical] এ পড়ানো হয়।
ট্রান্সফরমারের সারাদিন এর দক্ষতা নির্ণয়
কোন ট্রান্সফর্মার হতে সারাদিন গ্রাহকদের গৃহীত এনার্জীর সাথে সারাদিনের ট্রান্সফরমারের ইনপুট এনার্জির অনুপাতকে সারাদিনের দক্ষতা বলে।
ট্রান্সফরমার কে ঠান্ডা রাখার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাই ট্রান্সফর্মার শীতলীকরন।
ট্রান্সফরমারে ব্যবহৃত তেলের কাজ কি ?
ট্রান্সফরমারের ব্যবহৃত তেলের কাজ হল ট্রান্সফরমারকে ঠান্ডা রাখা ও ইনসুলেশন হিসেবে কাজ করা।
ট্রান্সফরমার তেলের ফ্লাক্স পয়েন্ট বলতে কি বুঝায়?
যে তাপমাত্রায় ট্রান্সফর্মার তেলের বাষ্পে আগুন ধরে, তাকে ফ্লাশ পয়েন্ট বলে।
ট্রান্সফরমারের তেলের ফায়ার পয়েন্ট বলতে কি বুঝায়?
যে তাপমাত্রায় ট্রান্সফরমারের তেলে আগুন ধরে, তাকে ফায়ার পয়েন্ট বলে।
ট্রান্সফরমারের তেলে ময়লা জমে কেন?
ট্রান্সফর্মার ওয়েল বাতাসের সংস্পর্শে এলে অক্সিজেনের সাথে বিক্রিয়ার ফলে তেলের অণু ভেঙে গাদ বা তলানি সৃষ্টি হয়।
- ট্রান্সফরমারের স্লাজিং কি?
- অথবা, স্ল্যাজিং কি?
- অথবা, স্লাজিং বলতে কি বুঝায়?
- অথবা, ট্রান্সফর্মার তেলের স্লাজিং কী?
ট্রান্সফরমারের তেল বাতাসের সংস্পর্শে এলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তেলের অণু ভেঙ্গে গাদ সৃষ্টি করে, একে স্লাজিং বলে
ট্রান্সফরমারের ওয়াটার কুলিং এর সমস্যা কোথায়?
এর বড় অসুবিধা হলো তামার পাইবে ছিদ্র হওয়া বা ফেটে যাওয়া। তখন তামার পাইবে পানি ট্রান্সফর্মার ওয়েলের সাথে মিশে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
- ট্রান্সফরমারের কুলিং পদ্ধতি গুলোর নাম লেখ
- অথবা, ট্রান্সফরমারের শীতলীকরণ পদ্ধতি গুলোর নাম লেখ।
নিম্নে ট্রান্সফরমারের কুলিং পদ্ধতি গুলোর নাম দেওয়া হলো-
- স্বাভাবিক বা ন্যাচারাল কুলিং পদ্ধতি।
- উচ্চ চাপ যুক্ত বাতাস দ্বারা কুলিং পদ্ধতি
- তেলে নিমজ্জিত সেলফ কুলিং পদ্ধতি
- তেলে নিমজ্জিত চাপযুক্ত ওয়াটার পদ্ধতি
- তেলের নিমজ্জিত সাবযুক্ত বাতাস দ্বারা কুলিং পদ্ধতি
-
তেলে নিমজ্জিত চাপযুক্ত ঠান্ডা তেল দ্বারা কুলিং পদ্ধতি।
- ট্রান্সফরমার তেলের চারটি গুণাবলী লেখ
- অতি উচ্চমানের রোধক সম্পন্ন হতে হবে
- উজ্জ্বল ড্রাই ইলেকট্রিক শক্তি সম্পন্ন হতে হবে
- এর মধ্যে কোন প্রকার খাদ থাকবে না
- কোন তলানি বা তেতলা নিয়ে থাকবে না
ট্রান্সফরমারের সারাদিনের দক্ষতা নির্ণয় নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ