Site icon Electrical Gurukul [ ইলেকট্রিকাল গুরুকুল ] GOLN

ক্যাপাসিটরের প্রকারভেদ | Polytechnic Basic Electricity

ক্যাপাসিটরের প্রকারভেদ ক্লাসটি পলিটেকনিক বেসিক ইলেক্ট্রিসিটি ৬৬৭১১ [Polytechnic Basic Electricity, 66711] কোর্সের অংশ | ক্যাপাসিটর কি কি প্রকারের হতে পারে সে বিষয়ে ধারণা দেয়া হয়েছে এই ক্লাসে। এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical], ডিপ্লোমা ইন ইলেক্ট্রিসিটি [Diploma in Electronics] সহ বেশ কিছু টেকনোলোজির অংশ।

 

ক্যাপাসিটরের প্রকারভেদ

 

Capacitor:

 

 

Capacitor-এর গঠন:

Capacitor-এর প্রকারভেদ:

ক্যাপাসিটর প্রধানত 2 প্রকার;

  1. Variable Capacitor (পরিবর্তশীল).
  2. Fixed Capacitor (স্থির ক্যাপাসিটর).

Variable Capacitor:

যেমন:

  1. Trimmer Variable Capacitor.
  2. Pedder Variable Capacitor.
  3. Gang Variable Capacitor.

Fired Capacitor:

যেমন:-

  1. Oil Type Capacitor.
  2. Electrolyte Type Capacitor.
  3. Paper Type Capacitor.
  4. Maiko Type Capacitor.
  5. Ceramic Type Capacitor.
  6. Air Type Capacitor.
  7. Plastic Flim Capacitor.
  8. Glass Type Capacitor.
  9. Poly carbonate Capacitor.
  10. Polyester Capacitor.
  11. Steelflex Capacitor.
  12. Tantalum Capacitor.

পোলারিটি অনুসারে ক্যাপাসিটর কে আবার ২ ভাগ এ ভাগ করা হয়েছে:

  1. পোলারাইজড ক্যাপাসিটর (Polar Capacitors).
  2. নন-পোলারাইজড ক্যাপাসিটর (Non-Polar Capacitors).

পোলারাইজড ফিক্সড ক্যাপাসিটর:

নন পোলারাইজড ফিক্সড ক্যাপাসিটর:

Capacitor একক:

ক্যাপাসিটরে ক্ষমতাকে ফ্যারাড এ প্রকাশ করা হয়। ফ্যারাডকে ইংরেজী অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ফ্যারাড যেহেতু অনেক বড় একটি একক তাই একে প্রয়োজনমত অনেক সময় মাইক্রো- ফ্যারাড(uF), পিকো-ফ্যারাড(PF) এবং ন্যানো- ফ্যারাড(nF) প্রকাশ করা হয়ে থাকে।

ক্যাপাসিটরের ব্যবহার:

  1. ফ্লোরোসেন্ট বাতির পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার জন্য প্যারালালে সংযোগ দেওয়া হয়।
  2. দুইটি বাতির একটিতে সিরিজে ক্যাপাসিটর সংযোগ করা হয়। স্টোরসকোপিক ইফেক্ট মিনিমাইজ করার জন্য ব্যাবহার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
  3. সিংগেল ফেজ মোটরের স্টারটিং টর্ক বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়।
  4. পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার জন্য ব্যবহার করা হয়।
  5. স্পার্কিং কমানোর জন্য পেট্রোল গাড়িতে ব্যবহার করা হয়ে থাকে।
  6.  এসি কারেন্ট ফিল্টারিং করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
  7. অল্টারনেটিং কারেন্ট সার্কিটে, মোটর ফ্যান, টিউব লাইট ও ইন্সট্রুমেন্টে ব্যবহার করা হয়ে থাকে।
  8. ডাইরেক্ট কারেন্ট রেডিও, টিভি, ভিসিপি, ভিসিআর, কম্পিউটার, বাস, ট্রাক ও অটোমোটিভ সার্কিটে ব্যাবহার হয়ে থাকে।
  9. এ.সি ও ডি.সি কন্ট্রোল সার্কিটে ব্যবহার হয়ে থাকে।
  10.  বিদ্যুৎ সঞ্চয় করে রাখে।
  11. ডিসি একমুখী প্রবাহ বন্ধ করে এবং এসি প্রবাহ প্রবাহিত করে।
  12. পাওয়ার স্টেশনে পাওয়ার ফ্যাকটর কানেকশনে ব্যবহৃত হয়।
  13. যে কোন ইলেকট্রনিক সার্কিটে ট্রানজিয়েন্ট ফেনোমেনা প্রতিরোধে।
  14. পালসেটিং ডিসিকে ফিল্টারিং করে রিপল কমানের জন্য ব্যবহৃত হয়।
  15. হাই-পাস, লো-পাস ফিল্টার ইত্যাদি সার্কিটে।
  16. ক্লাম্পার সার্কিটে।
  17. RC কাপলিং সার্কিটে।
  18. টাইম ডিলে সার্কিটে ব্যবহার করা যায়।
  19. বেতার যন্ত্রের টিউন্ড সার্কিটে (LC Tank circuit) ।
  20. সিঙ্গেল ফেজ ইন্ডকশন মোটরে (বাড়ীতে ব্যবহৃত সিলিং ফ্যান) দুই কয়েলের মধ্যে ফেজ ডিফারেন্স সৃষ্টিতে।
  21.  চার্জ স্টোরিং এর ক্ষেত্রে।
  22. DC কারেন্ট ব্লকিং এর মাধ্যমে AC কারেন্ট পরিবহনের ক্ষেত্রে।
  23.  Power factor এর মান বাড়াতে।
  24. Single phase motor গুলোকে চালু করতে।
  25. Current rectify করার সময় smooth output দিতে পারে (Current Filter করতে সক্ষম)
  26. By-pass capacitor হিসেবে ব্যাবহার করা যায়। যার মাধ্যমে সার্কিটের নির্দিষ্ট কোনো স্থানে সময়মত current প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

 

ক্যাপাসিটরের প্রকারভেদ গাণিতিক সমস্যা:

 

 

 

 

আরও দেখুনঃ

Exit mobile version