ওপেন সার্কিট টেস্ট এর সমস্যার সমাধান ক্লাসটি “এসি মেশিনস – ১ [ AC Machines – 1 ]” কোর্সের “অধ্যায় ০৫/Chapter 05” এ পড়ানো হয় | এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [Bangladesh Technical Education Board] এর পলিটেকনিক [Polytechnic] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical] এ পড়ানো হয়।
Table of Contents
ওপেন সার্কিট টেস্ট এর সমস্যার সমাধান
ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট কি
ট্রান্সফরমারের হাই টেনশন সাইড ওপেন রেখে অর্থাৎ কোন প্রকার লোড না দিয়ে এবং লো টেনশন সাইডে নিচের চিত্র অনুযায়ী বিভিন্ন টেস্টিং ইনস্ট্রুমেন্ট সংযুক্ত করে যে টেস্ট করা হয় তাই নো-লোড টেস্ট বা ওপেন সার্কিট -টেস্ট হিসেবে পরিচিত।
ওপেন সার্কিট টেস্ট কেন করা হয়
ট্রান্সফরমারের নো-লোড প্যারামিটার যেমন- নোলোড কারেন্ট, নো-লোড ইম্পিড্যান্স এবং নো-লোড লস নির্ণয়ের জন্য এই টেস্ট করা হয়।
ওপেন সার্কিট টেস্ট করার পদ্ধতি
ওপেন সার্কিট -টেস্ট করার জন্য ট্রান্সফরমারের সাথে পরিমাপ করার যন্ত্রপাতি গুলো লো-টেনশন সাইডে সংযুক্ত করা হয় এবং রেটেড ভোল্টেজ প্রয়োগের মাধ্যমে এ পরীক্ষা সম্পাদন হয়। এক্ষেত্রে রেটেড ভোল্টেজ প্রয়োগের পূর্বে নিচের কাজগুলো করা হয়।
১. ট্রান্সফরমারের হাই টেনশন সাইড ওপেন সার্কিট অর্থাৎ সম্পূর্ণ লোডবিহীন অবস্থায় রাখা হয়
২. পাওয়ার পরিমাপের জন্য লো-টেনশন কয়েলে একটি ওয়াটমিটার সংযুক্ত করা হয়।
৩. এছাড়া সিরিজে একটি অ্যাম্পিয়ার মিটার এবং
৪. ভোল্টেজ পরিমাপের জন্য একটি ভোল্টমিটার সংযোগ করে রেটেড ভোল্টেজ প্রয়োগ করা হয়
ধরি ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট হতে নিচের পাঠগুলো পাওয়া যায়,
ওপেন সার্কিট ভোল্টেজ = Voc
ওপেন সার্কিট কারেন্ট = loc
ওপেন সার্কিট পাওয়ার লস = Woc
ট্রান্সফরমারের ওপেন সার্কিট- টেস্ট করার সময় যে কারেন্ট প্রবাহিত হয় তা খুবই নিম্ন মাত্রার হয়ে থাকে। ফলে এই নিম্ন মাত্রার কারেন্ট যে কপার লস ঘটাবে তাকে নগণ্য ধরা যায়। কারন কপার লস, WCl = lol Roy আর loc ছোট হলে 12 নগণ্য হবে। ফলে ওয়াট মিটারে যে পাঠ পাওয়া যায় তা মূলত ট্রান্সফরমারের কোর লস নির্দেশ করে।
সুতরাং নো-লোড কারেন্ট, lo = loc
আবার ট্রান্সফরমারের নো-লোড পাওয়ার ফ্যাক্টর,
Cosp = Woc/Vodoc
সুতরাং একটিভ/কার্যকরি কারেন্ট, Iw = loc Cosp = locose
এবং ম্যাগনেটাইজিং কারেন্ট, I = lo, Stnp = 1Sinp
এবং নো-লোড ইম্পিড্যান্স, Zo = Voc/loc
এখানে প্যারামিটার নির্ণয়ের জন্য বেশ কয়েকটি গানিতিক সমীকরণ দেখানো হয়েছে যা একসাথে এলোমেলো বা ঝামেলা মনে হতে পারে। তবে নিচের ট্রান্সফরমারের সমতুল্য সার্কিটের চিত্র হতে সমীকরণগুলো বুঝতে সহজ হবে।
ওপেন সার্কিট টেস্টের সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ