আপেক্ষিক রোধ ক্লাসটি পলিটেকনিক বেসিক ইলেক্ট্রিসিটি ৬৬৭১১ [Polytechnic Basic Electricity, 66711] কোর্সের অংশ | আপেক্ষিক- রোধ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। এই ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড [ Bangladesh Technical Educaiton Board, BTEB ] এর পলিটেকনিক [ Polytechnic ] ডিসিপ্লিন এর ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল [Diploma in Electrical ] , ডিপ্লোমা ইন ইলেক্ট্রিসিটি [ Diploma in Electronics ] সহ বেশ কিছু টেকনোলোজির অংশ।
Table of Contents
আপেক্ষিক রোধ
সংজ্ঞা (Definition):
একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলবিশিষ্ট কোনো একটি পরিবাহী তার প্রস্থচ্ছেদের অভিলম্বভাবে বিদ্যুৎ প্রবাহে যে পরিমাণ বাধা প্রদান করে তাকে তার আপেক্ষিক – রোধ বলে।
একক (Unit):
আপেক্ষিক -রোধের একক ও’ম মিটার (Ω-m)।
রোধের নির্ভরশীলতা (Resistance dependence):
কোনো পরিবাহীর রোধ চারটি বিষয়ের ওপর নির্ভর করে। যথা—
১। পরিবাহীর দৈর্ঘ্য
২। পরিবাহীর প্রথচ্ছেদের ক্ষেত্রফল
৩। পরিবাহীর উপাদান
৪। পরিবাহীর তাপমাত্রা
আপেক্ষিক রোধের উদাহরণ
সহজভাবে বললে, কোনো পদার্থের আপেক্ষিক- রোধ বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপে কোনো পদার্থ কতটুকু বিদ্যুৎ পরিবাহতে বাধার সৃষ্টি করে ।
20° C তাপমাত্রায় একটি অত্যন্ত ভাল বৈদ্যুতিক পরিবাহী তামার আপেক্ষিক -রোধ, 1.77 × 10 – 8 ওহম-মিটার, বা 1.77 × 10 – 6 ওহম-সেন্টিমিটার।
অন্যদিকে, বৈদ্যুতিক নিরোধকগুলি(electrical insulators) 10 12 থেকে 10 20 ওহম-মিটার আপেক্ষিক -রোধ রয়েছে।
অর্থাৎ, যত বেশি আপেক্ষিক রোধ হবে ততবেশি বিদ্যুতের সুপরিবাহী হবেনা। এবং যত কম আপেক্ষিক -রোধ থাকবে ততোই বিদ্যুতের সুপরিবাহী পদার্থ হবে।
আপেক্ষিক রোধের একক কি?
- SI পদ্ধতিতে আপেক্ষিক -রোধের একক হলো ওহম মিটার (Ohm Meter)।
- CGS পদ্ধতিতে আপেক্ষিক -রোধের একক হলো ওহম সেন্টিমিটার (Ohm centimeter)।
আপেক্ষিক রোধের চিহ্ন
সাধারণত গ্রীক অক্ষর (rho) ρ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
আপেক্ষিক রোধের(ρ) সূত্র
একক দৈর্ঘ্য(L) ও একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলবিশিষ্ট(A) কোন একটি পরিবাহী তারের প্রস্থচ্ছেদে অবিলম্বভাবে বিদ্যুৎ প্রবাহে যে বাধা প্রদান করে(R), তাকে তার আপেক্ষিক -রোধ বলে।
আপেক্ষিক- রোধের(p) সূত্র পাওয়া যায় কোনো বর্তনীতে থাকা রোধ থেকে,
রোধ R=ρL/A আপেক্ষিক =রোধ (ρ)=RA/L এখানে, ρ = আপেক্ষিক- রোধ R = রোধ A = পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল L = পদার্থের দৈর্ঘ্য
যেসব পদার্থের আপেক্ষিক =রোধ বেশি হয় ওই পদার্থ কি সুপরিবাহী হয়না?
যেসব পদার্থের আপেক্ষিক- রোধ যত বেশি হয় ততই ওই পর্দাথগুলির রোধ বেশি হয় এবং ততই বিদ্যুৎ পরিবহনের সুপরিবাহী হয়না।
উচ্চ আপেক্ষিক =রোধ পদার্থের তালিকা
টাংস্টেন:আপেক্ষিক- রোধ(ρ) = 0.055 Ω mm2 /m
কার্বন: আপেক্ষিক- রোধ(ρ) =1000 থেকে 7000 μ ওহম সেমি
নাইক্রোম: আপেক্ষিক -রোধ(ρ) = 1.10 μ ওহম সেমি
ম্যাঙ্গানিন: আপেক্ষিক -রোধ(ρ) = 44 μ ওহম সেমি
ইত্যাদি।
আপেক্ষিক রোধ নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুনঃ